1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের গুলি: জার্মানিতে এক বছরে ১৪ জনের মৃত্যু

২৯ জুন ২০১৮

২০১৭ সালে জার্মানিতে ৭৫ জনকে গুলি করেছে পুলিশ৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় এ সংখ্যা কিছুই নয়৷ দেশটিতে গত বছর পুলিশের গুলিতে মারা গেছেন ৯৫০ জন মানুষ৷

Polizist mit Pistole
ছবি: picture-alliance/dpa/O. Berg

জার্মান পুলিশ কলেজের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে পুলিশের গুলিতে ৩৯ জন আহত এবং ১৪ জন নিহত হয়েছেন৷

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ'র তথ্য অনুযায়ী গত কয়েক বছরে পুলিশের গুলিতে মৃত্যুর হার বেড়েই চলেছে:

- ২০১৬: নিহত ১১, আহত ২৮ জন

- ২০১৫: নিহত ১০, আহত ২২ জন

- ২০১৪: নিহত ৭, আহত ৩০ জন

- ২০১৩: নিহত ৮, আহত ২০ জন

জার্মান পুলিশ বলছে, ২০১৭ সালের ১৪ মৃত্যুর মধ্যে ১৩টিই হয়েছে আত্মরক্ষার প্রয়োজনে৷ অপর মৃত্যুটি হয়েছে এক সন্দেহভাজনকে পালানো থেকে আটকাতে গিয়ে৷

ফুঙ্কে মিডিয়া গ্রুপ বলছে, ২০১৭ সালে পুলিশ মোট ৭৫টি গুলি করেছে৷ অর্থাৎ, বছরে প্রতি ৫ দিনে একবার গুলি চালিয়েছে বাহিনীটি৷

ওয়াশিংটন পোস্ট বলছে, যুক্তরাষ্ট্রে গত বছর ৯৮৭ জন নিহত হয়েছেন পুলিশের গুলিতে৷

জার্মান পুলিশ জানাচ্ছে, এর বাইরেও ১২টি গুলি চালিয়েছে তারা৷ এর ১০টি দুর্ঘটনাবশত এবং দুটি চালানো হয়েছে আত্মহত্যার উদ্দেশ্যে৷

আলেক্সান্ডার পিয়ারসন/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ