যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতিবাদের অধিকার রক্ষায় ভূমিকা রাখার জন্য পুলিশের প্রশংসা করেছেন বারাক ওবামা৷ বন্দুকধারীর গুলিতে নিহত পাঁচ পুলিশ কর্মকর্তার শোকসভায় দেয়া ভাষণে নাগরিকদের প্রতি ঐক্যের ডাকও দিয়েছেন তিনি৷
বিজ্ঞাপন
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডালাসে বন্দুকধারীর গুলিতে পাঁচজন পুলিশ কর্মকর্তা নিহত হন৷ পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ চলার সময় পুলিশ হত্যার এ ঘটনা ঘটে৷ ঘটনার পর পুলিশ বাহিনীতে বর্ণবাদী বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা৷
তবে মঙ্গলবার ডালাসের মর্টন এইচ মেয়ারসন সিম্ফনি সেন্টারে নিহত সেই পাঁচ পুলিশ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর অনুষ্ঠানে ওবামা বলেছেন, ‘‘আমার নিজের জীবনেই আমি ভিন্ন বর্ণের মানুষের মধ্যকার সম্পর্কে নাটকীয় উন্নতি দেখেছি৷''
স্মরণসভায় যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট আরো বলেন, ‘‘আমি জানি, গত সপ্তাহে যা ঘটেছে তার কারণে যুক্তরাষ্ট্র এখন ভুগছে, তবু আমি বলতে এসেছি, নৈরাশ্যকে আমাদের প্রত্যাখ্যান করতেই হবে, আমি জোর দিয়ে বলতে এসেছি যে, যতটা মনে হচ্ছে আসলে ততটা বিভাজিত আমরা নই৷''
বেশির ভাগ পুলিশই যুক্তরাষ্ট্রে শান্তি এবং ঐক্য ধরে রাখার জন্য কাজ করছেন – এমন মত প্রকাশ করে পুলিশ বাহিনীর উদ্দেশ্যে ওবামা বলেন, ‘‘আপনাদের সাহসিকতার জন্যই আজ আমরা কম মানুষের জন্য শোক জানাতে পারছি৷''
শোকসভায় রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা এবং নিহত পাঁচ পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যরা অংশ নেন৷ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশও ছিলেন সেখানে৷ বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করে তিনি বলেন, ‘‘মাঝে মাঝে মনে হয়, আমাদের বন্ধনটা যারা দৃঢ় করতে চায়, তাদের চেয়ে হয়ত যারা আমাদের বিচ্ছিন্ন করতে চায়, তাদের শক্তি হয়তো বেশি৷ তর্কবিতর্ক কত সহজে আজকাল শত্রুতায় রূপ নেয়৷ আমরা শোকের ঐক্য চাই না, চাই না ভয়ের ঐক্য, আমরা চাই আশা, স্নেহ এবং উচ্চাশার ঐক্য৷''
বারাক ওবামার জীবনের কিছু অন্তরঙ্গ মুহূর্ত
হোয়াইট হাউসে বারাক ওবামার কার্যকাল শেষ৷ এখন চলছে্ ট্রাম্প রাজত্ব৷ তাঁর সময়ের বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন তাঁর ফটোগ্রাফার পিট সুজা৷
ছবি: picture alliance/dpa/Pete Souza
সব সময়ে স্পটলাইটে
বারাক ওবামা সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশি ‘ফটোগ্রাফড’ মানুষ৷ তবে পিট সুজার মতো তাঁর এত কাছাকাছি যাবার সৌভাগ্য খুব কম মানুষেরই আছে৷ ওবামা-দম্পতির মানবিক ও অন্তরঙ্গ মুহূর্তগুলিও ধরে রাখার সুযোগ পেয়েছেন তিনি৷ যেমন ২০১২ সালে অলিম্পিক প্রতিযোগিতায় অ্যামেরিকা ও ব্রাজিলের বাস্কেটবল ম্যাচের সময় তোলা এই ছবিটি৷
ছবি: picture alliance/dpa/Pete Souza
পরাশক্তি ও অতিমানব
বারাক ওবামার অনবদ্য রসবোধ পিট সুজার ক্যামেরায় বার বার ধরা পড়েছে৷ যেমন এখানে ৩ বছরের এক ‘স্পাইডারম্যান’-এর অদৃশ্য জালে আটকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ সুজা অবশ্য কোনো একটি ছবিকে সবচেয়ে প্রিয় বলতে পারেন না৷ ওবামা নিজে এই ছবিটিকে ২০১৫ সালের ফেভারিট হিসেবে বেছে নিয়েছেন৷
ছবি: picture alliance/dpa/Pete Souza
সমানে-সমানে সংলাপ
এই ছবিটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল৷ বারাক ও মিশেল ওবামার সঙ্গে সাক্ষাতের জন্য প্রিন্স জর্জ ১৫ মিনিট বেশি জেগে থাকার অনুমতি পেয়েছিল৷ বাথরোব পরে সে দিব্যি ওবামা-দম্পতির সঙ্গে হাত মেলালো৷ তাঁর সুবিধার জন্য ওবামা হাঁটু মুড়ে বসে পড়েছিলেন৷ প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট ওবামা দম্পতিকে নৈশভোজে আমন্ত্রণ করেছিলেন৷
ছবি: picture alliance/ZUMA Press/Pete Souza
প্রেসিডেন্ট হতে কেমন লাগে?
দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষ হওয়া সত্ত্বেও ওবামা ধরাছোঁয়ার বাইরে থাকতে চান না – অন্তত অ্যামেরিকার সেই সব শিশুদের জন্য, যারা ওভাল অফিসে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পায়৷ যেমন জেকব ফিলাডেলফিয়া৷ ওবামা মানুষের সঙ্গে কত সহজে মিশতে পারেন, এই ছবি তারই এক দৃষ্টান্ত৷
ছবি: picture alliance/dpa/Pete Souza
‘কুল’ প্রেসিডেন্ট
এই ‘কুল’ বা স্বতঃস্ফূর্ত স্মার্ট ভাবমূর্তি বজায় রাখতে ওবামা বেশ পছন্দ করেন৷ যেমন ২০১২ সালে নির্বাচনি প্রচারের সময়ে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তোলা এই ছবিতে তাঁকে বেশ খোশমেজাজে দেখা যাচ্ছে৷
ছবি: picture alliance/dpa/Pete Souza
কী খবর ভাই?
অন্য কোনো ছবিতে সামাজিক বৈষম্য সম্পর্কে ওবামার মনোভাবের এত স্পষ্ট পরিচয় পাওয়া যায় না৷ শুনলে নির্বাচনি বুলি মনে হলেও পিট সুজার তোলা এই ছবি সেই বার্তা তুলে ধরছে৷
ছবি: White House/Pete Souza
ঐতিহাসিক মুহূর্ত যখন ক্যামেরাবন্দি
হোয়াইট হাউসের প্রেস অফিস সুন্দর ছবির ক্ষমতা সম্পর্কে অত্যন্ত সচেতন৷ জামাইকার রাজধানী কিংস্টন থেকে দেশে ফেরার আগে ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে ওঠার সময়ে আকাশে শোভা পাচ্ছিল সুন্দর রামধনু৷ ২০০৮ সালেই সুজা সেনেটর ওবামার উত্থান সম্পর্কে এক ছবির সংগ্রহ প্রকাশ করেছিলেন৷
ছবি: picture alliance/dpa/Pete Souza
স্বাভাবিক যে কোনো পরিবারের মতো
রিসেপশন, নৈশভোজের আমন্ত্রণ অথবা রাষ্ট্রীয় সফর – মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির উপর থেকে নজর কখনোই সরে যায় না৷ কিন্তু সেই সব হইহট্টগোলের বাইরে তাঁরা যে কোনো স্বাভাবিক পরিবারের মতোই আচরণ করেন৷ যেমন ফুটবল খেলা দেখতে দেখতে সন্ধ্যায় টিভির সামনে বসে নৈশভোজ সেরে নেওয়ার এই দৃশ্য দেখিয়ে দিচ্ছে৷
ছবি: Getty Images/White House/P. Souza
শিশুসুলভ মন
সারাদিন ধরে বিশ্ব রাজনীতি সম্পর্কে সিদ্ধান্তের পটভূমি হলেও ছুটির পর হোয়াইট হাউস খেলার মাঠ হয়ে যায়৷ বারাক ওবামা পারিবারিক কুকুর ‘বো’-কে নিয়ে খেলায় মেতে ওঠেন৷
ছবি: White House/Pete Souza
তোমার-আমার মতো
এই ছবিটিও ওবামার পছন্দের ভাবমূর্তি তুলে ধরে৷ এমন এক মানুষ, যিনি ক্ষমতার শীর্ষে উঠেও নিজের স্বাভাবিক সত্তা হারাননি৷ কয়েকজন সেক্রেটারি ও কংগ্রেসের কর্মীর সঙ্গে তিনি দিব্যি বাস্কেটবল খেলায় মেতে উঠেছেন৷ কিন্তু প্রেসিডেন্টকে হারানোর সাহস কার মনে আছে!