1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের বিরুদ্ধে এবিসির মামলা

২৪ জুন ২০১৯

অস্ট্রেলীয় পুলিশের বিরুদ্ধে মামলা করেছে দেশটির পাবলিক ব্রডকাস্টার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি)৷ গণমাধ্যম প্রতিষ্ঠানটির বার্তাকক্ষে পুলিশি অভিযানের বৈধতা এবং গুরুত্বপূর্ণ নথি ফেরত চেয়ে মামলাটি দায়ের করা হয়৷

Australien Durchsuchung ABC, Australian Broadcasting Corporation | Polizist
ছবি: Imago Images/AAP

সিডনিতে অবস্থিত এবিসির সদর দপ্তরে জুনের শুরুতে অভিযান চালায় পুলিশ৷ দেশটির সামরিক বাহিনী নিয়ে, ২০১৭ সালের এক অনুসন্ধানী রিপোর্টের নথি ছিল চ্যানেলটির বার্তাকক্ষে৷ অভিযানে ওই নথি জব্দ করে পুলিশ৷ আফগানিস্তানে অস্ট্রেলিয়ার বিশেষায়িত বাহিনীর যুদ্ধাপরাধের মতো ন্যাক্কারজনক ঘটনার তথ্য প্রমাণ আছে জব্দ করা ওই নথিতে৷

মামলায় অভিযানটি অবৈধ ঘোষণা করে, নথি ফেরতের আর্জি জানিয়েছে এবিসি৷ এমনকি  অভিযানের সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে প্রতিষ্ঠানটি৷

এবিসির ব্যবস্থাপনা পরিচালক ডেভিড অ্যান্ডারসন বলেন, ‘‘এই অভিযান রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছে৷''

আন্ডারসন আরো বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক গুরুত্ব আর তথ্যদাতার গোপনীয়তা রক্ষার স্বার্থে, আদালতের কাছে, এই অভিযান অবৈধ ঘোষণার দাবি জানাবে এবিসি৷

আদালতের সিদ্ধান্ত আসার আগে এই নথি দেখার অনুমতি নেই পুলিশের, জানিয়েছে এবিসি৷

এদিকে, অভিযানের পক্ষে সাফাই গেয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে অভিযানটি চালানো হয়েছে৷ অন্যথা ‘‘জাতীয় স্বার্থ ভয়াবহ সংকটে'' পড়ার আশঙ্কা করছে পুলিশ৷

তবে, মামলার শুনানির জন্য জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষায় থাকতে হতে পারে৷

টিএম (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ