1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাশিদের পদত্যাগ

৮ ফেব্রুয়ারি ২০১২

বিরোধীদের প্রবল প্রতিবাদ বিক্ষোভের মুখে গতকাল মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ পদত্যাগ করেছেন বলে প্রকাশ৷ এবং আজই তার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে৷

ছবি: AP

বিক্ষোভকারীরা রাজধানী মালের কেন্দ্রীয় চত্বরে জড়ো হয়৷ এই চত্বর পুলিশ এবং সেনাবাহিনীর সদর দপ্তরের কাছেই অবস্থিত৷ সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদও এই জমায়েতে উপস্থিত ছিলেন৷ নাশিদের সমর্থকরা তাঁর সমর্থনে স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছিল৷ এরপর বিক্ষোভকারীরা নিরাপত্তা পুলিশকে উদ্দেশ্য করে পাথর ছুড়ে মারে৷ এর জবাবে নিরাপত্তা পুলিশ কাঁদানে গ্যাস এবং পেপার স্প্রে ছোঁড়ে৷ এরপর এক প্রকার জোর করেই বিক্ষোভকারীদের মূল চত্বরে আবার ফেরত পাঠানো হয়৷

নাশিদের সমর্থকরা জোর দাবি করছেন যে তারা কিছুতেই চত্বর ছেড়ে যাবেন না৷ একজন বলেছেন, আমাদের এখানে থেকে সরে যেতে বললে আমার অন্য জায়গায় গিয়ে বিক্ষোভ করবো৷ অন্য আরেক সমর্থক বলেছেন, জোর করে মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে৷

নাশিদের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষছবি: AP

বার্তা সংস্থা এএফপিকে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলেছেন যে, তাকে জোর করে ক্ষমতা থেকে সরানো হয়েছে৷ পুলিশ এবং সেনাবাহিনীর চাপের মুখে তিনি পদত্যাগ করেছেন৷ ‘আমাকে বলা হয়েছে আমি যদি পদত্যাগ না করি তাহলে তারা অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে' – এই কথাগুলো রাজধানী মালে থেকেই তিনি জানিয়েছেন৷ তবে তিনি বেশ স্পষ্ট করেই বলেছেন যে বর্তমান প্রেসিডেন্ট মোহামেদ ওয়াহিদ এর পেছনে রয়েছেন৷ তিনি অনেক দিন ধরেই প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছিলেন৷ এখন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে৷

এর জবাবে প্রেসিডেন্ট ওয়াহিদ আত্মপক্ষ সমর্থন করে বলেন যে, মোহাম্মদ নাশিদ যা বলছেন তার কোন ভিত্তি নেই৷ কোন ধরণের ক্যু করে তাকে সরানো হয়নি৷ এধরণের কোন ঘটনা ঘটবে এর জন্য কেউই প্রস্তুত ছিল না৷ এমন কি তিনি নিজেও প্রেসিডেন্টের দায়িত্ব পাচ্ছেন তা জেনে অবাক হয়েছেন৷ তিনি মালদ্বীপের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিলিত হয়েছেন, কথা বলেছেন৷ তাদের সবাইকে তিনি প্রশ্ন করেছেন,‘‘আমাকে দেখে কী মনে হয় যে আমি অভ্যুত্থানের আয়োজন করতে পারি? এ ধরণের কোন পরিকল্পনা কখনোই আমার মাথায় আসেনি৷''

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ পদত্যাগ করেছেন...ছবি: picture-alliance/dpa

আন্তর্জাতিক অঙ্গন থেকে বিভিন্ন ধরণের প্রতিক্রিয়া শোনা গেছে৷ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক দপ্তরের প্রধান ক্যাথরিন অ্যাশটন মালদ্বীপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷ মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বর্তমান প্রেসিডেন্টের প্রতি অনুরোধ করেছে, নাশিদের সমর্থকদের ওপর কোন ধরণের অত্যাচার যেন না করা হয়৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দু্ল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ