1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ, নিহত ২

১৮ ডিসেম্বর ২০১১

ঢাকা এবং সিলেটে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষে রবিবার দু’জন নিহত হয়েছেন৷ এই ঘটনায় পুলিশের গাড়িসহ কমপক্ষে ২০টি গাড়িতে আগুন দেয়া হয়েছে৷

ফাইল ফটোছবি: AP

বিএনপি দাবি করেছে, সরকার পরিকল্পিতভাবে তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে৷

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়নে আজ বিকালে বিএনপির মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠান থাকলেও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয় সকাল সাতটা থেকেই৷ বিএনপি দাবী করছে তাদের নেতা-কর্মীরা সকাল থেকেই সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছিল মুক্তিযোদ্ধাদের স্বাগত জানাতে৷ তবে পুলিশ জানিয়েছে, বিএনপির নেতা- কর্মীরা সকালে তাদের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করতে চাইলে তারা বাধা দেয়৷

সকাল নয়টার দিকে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের উল্টো দিকে ঘরোয়া হোটেলে সামনে ককটেল বিস্ফোরণে আরিফুজ্জামান নামে এক যুকক নিহত হন৷ এই ঘটনায় আহত দু'জন প্রত্যক্ষদর্শী সালেহ আহমেদ ও জাহাঙ্গির আলম জানান, তারা বুঝতে পারেননি কিভাবে কি হল৷ এদিকে রাবের পরিচালক লে. কর্ণেল রফিকুল ইসলাম দাবী করেন, নিহত যুবকের কাছেই বোমা ছিল৷

এই ঘটনার পর মতিঝিল থেকে নয়াপল্টন, শান্তিনগর, কাকরাইল, কারওয়ান বাজার, শাহবাগ, উত্তরা ও পোস্তাগোলা এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে৷ রাজধানীর শান্তিনগর এলাকায় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়৷ বিভিন্ন এলাকায় কমপক্ষে ১০ টি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়, করা হয় ভাংচুর৷ পুলিশ ও রাব পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে৷ পুলিশ এই ঘটনায় শতাধিক ব্যক্তিকে আটক করেছে৷ এদিকে ঢাকার ঘটনার পর দুপুরে সিটেলের দক্ষিন সুরমা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়া হলে একজন যাত্রী পুড়ে মারা যান৷ ঝলসে যাওয়ায় তার চেহারা শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে৷ পুলিশের দাবী বিএনপির নেতাকর্মীরা হঠাৎই বাস থামিয়ে আগুন দেয়৷ এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সিলেটে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে৷ এছাড়া বগুড়া, সিরাজগঞ্জ এবং ফরিদপুরে সংঘর্ষের খবর পাওয়া গেছে৷

ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর দাবী করেছেন, সরকার পরিকল্পিতভাবে বিএনপির মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠান ভণ্ডুল করতে এই হামলা চালায়৷ তবে বিকেলের অনুষ্ঠানের জন্য বিএনিপর নেতা-কর্মীরা কেন সকালে মাঠে নেমেছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন তারা মুক্তিযোদ্ধাদের স্বাগত জানাতে সকাল থেকেই মাঠে ছিলেন৷ তিনি ঢাকায় নিহত আরিফকে তাদের দলীয় কর্মী বলে দাবী করেন৷ আর ককটেল বিস্ফোরনে নিহত হলেও ফখরুলের দাবী আরিফ গুলিতে নিহত হয়েছেন৷ তবে নিহত আরিফের স্বজনরা জানিয়েছেন তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত৷ আরিফের লাশ দেখতে গিয়ে তার দুই বোন হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন৷ এইসময় তারা জানান, আরিফ ডিশ ব্যবসা করত৷

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এই পরিস্থিতির জন্য বিএনপিকে দায়ী করেছেন৷ তিনি বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষায় এসব করা হচ্ছে৷

অন্যদিকে বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়নে বিএনপির মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছে৷ বিরোধী নেত্রী খালেদা জিয়া সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ