1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের হামলায় অর্ধশতাধিক আহত, অভিযোগ ফখরুলের

১৭ আগস্ট ২০২১

শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনে যাওয়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি মহাসচিব মনে করেন, সরকারের পায়ের নীচে মাটি নেই বলে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করা হয়েছে৷

মির্জা ফকরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)ছবি: Getty Images/AFP/M.U. Zaman

জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া নেতা-কর্মীদের পুলিশের বাধা ও সংঘর্ষের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, "পুলিশ ঢাকা মহানগরীর নবগঠিত কমিটির একটা শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করবার জন্য অতর্কিতে নেতা-কর্মীদের ওপর গোলাগুলি, লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে৷ এতে আমাদের উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হকসহ অসংখ্য নেতা-কর্মী গুলিবিদ্ধ এবং আহত হয়েছেন৷ আমরা পুলিশের এহেন কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছি৷”

তিনি আরো বলেন, "এই সরকারের পায়ের তলায় মাটি নেই৷ সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে৷ এজন্যই তারা পুলিশ দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে রাখতে চায়৷ আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করা সম্ভব হবে৷”

চন্দ্রিমা উদ্যানে সকালে দুই দফা সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন৷ সংঘর্ষের সময় বিএনপি নেতাকর্মীরা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করেন৷ সে সময় পরিকল্পনা কমিশনের সচিবের গাড়িও হামলার শিকার হয়৷

তবে পুলিশের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীরাই প্রথমে পুলিশের ওপর হামলা করে৷ এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, "এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ৷ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সোমবার আমাদের নেতা-কর্মীরা ফুল দিতে এসেছে, তারা জিয়ারত করবেন৷ এখানে উস্কানির তো প্রশ্নই উঠতে পারে না৷”

সংঘর্ষ শেষ হওয়ার পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটির শতাধিক নেতা-কর্মীকে নিয়ে বিএনপি মহাসচিব জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান৷ এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগরের নবগঠিত দুই কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও আবদুস সালামসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ