1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশে দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে - আইজিপি

৩১ আগস্ট ২০১০

পুলিশে দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছেন নতুন আইজিপি হাসান মাহমুদ খন্দকার৷ তিনি বলেছেন, পুলিশ কারো পেটোয়া বাহিনী নয়৷ নীতি নির্ধারকদের অন্যায় কোন নির্দেশ মানতে বাধ্য নয় পুলিশ৷

Hasan, Mahmud, Khandkar, Police, Bangladesh, আইজিপি হাসান মাহমুদ খন্দকার
আইজিপি হাসান মাহমুদ খন্দকারছবি: DW

পুলিশ সদর দফতরের হিসাব অনুযায়ী গত বছর প্রায় ১৫ হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগে ব্যবস্থা নেয়া হয়েছে৷ এর মধ্যে চাকরিচ্যুত করা সহ নানা ধরনের বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে৷ বাংলাদেশে পুলিশবাহিনীর এখন মোট সদস্য ১ লাখ ১৭ হাজার৷ গবেষণায় দেখা গেছে, প্রতি ৫ জন পুলিশ সদস্যের মধ্যে ৪ জনের বিরুদ্ধে কোন না কোন ধরনের অভিযোগ রয়েছে৷

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের জরিপ অনুযায়ী, পুলিশ মামলার অভিযোগ গ্রহণ থেকে শুরু করে তদন্ত, চার্জশিট – সবক্ষেত্রেই উৎকোচ গ্রহণ করে৷ এক্ষেত্রে বাদী-বিবাদী – উভয়পক্ষের কাছ থেকে উৎকোচ নেয়ার অভিযোগ রয়েছে৷ পুলিশের নতুন আইজি হাসান মাহমুদ খন্দকারের কাছে তাই সাংবাদিকদের প্রশ্ন ছিল, পুলিশের দুর্নীতি বন্ধে তিনি কী ব্যবস্থা নেবেন? জবাবে তিনি বলেন, কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে দুর্নীতিসহ কোন ধরনের অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ কিছু লোকের কারণে পুরো পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে দেয়া যায়না৷

পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগও অনেক পুরানো৷ পুলিশকে তাই কেউ কেউ পেটোয়াবাহিনীও বলেন৷ আইজিপি জানান, নীতি নির্ধারকদের পেশাদারী পরামর্শ বা নির্দেশ মানতে বাধ্য পুলিশ৷ অন্যায় নির্দেশ মানতে বাধ্য নয়৷

হাসান মাহমুদ খন্দকার জানান, পুলিশের সংস্কার প্রক্রিয়া চলছে এবং তা অব্যাহত থাকবে৷ আর পুলিশকে জনবান্ধব করতে তিনি সক্রিয় থাকবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ