1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশ এখনও পুরো সক্রিয় হতে পারেনি

২৩ সেপ্টেম্বর ২০২৪

সরকার পতনের পর দেশের থানা ও মহানগর এলাকায় পুলিশ সদস্যদের এখনও পুরো মাত্রায় সক্রিয় করা যায়নি৷ এমনকি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠের পুলিশ সদস্যরা কোনো কোনো ক্ষেত্রে কমান্ডও মানছেন না বলে জানা গেছে৷

ঢাকার রাস্তায় কয়েকজন পুলিশ সদস্য
বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পতনের পর অনেক পুলিশ সদস্যই এখনও কাজে যোগ দেননি (ফাইল ছবি)ছবি: Mamunur Rashid/NurPhoto/picture alliance

আন্দোলনের সময় থানায় হামলা, আগুন, পুলিশ হত্যা ও অস্ত্র লুটের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে আরো অনেক সময় লাগবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তা ও বিশ্লেষকেরা৷

কিন্তু এই সময়ে সাধারণ মানুষ নানা ফৌজদারি ও অপরাধমূলক সমস্যার প্রতিকার থেকে বঞ্চিত হচ্ছেন৷ এমনকি অনেক মামলার নথি পুড়ে যাওয়ায় সেই নথি আবার আদালত ও অনলাইন থেকে সংগ্রহ করাও সময় সাপেক্ষ হয়ে পড়ছে৷

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, ওই সময়ে ঢাকাসহ সারাদেশে ৪৫০টি থানা আক্রান্ত হয়েছে৷ সারাদেশে মোট থানার সংখ্যা ৬৫০টির মতো৷ ঢাকার ৫০টি থানার মধ্যে বেশিরভাগই আক্রান্ত হয়েছে৷

পুলিশ সদরদপ্তরের তথ্য মতে, ওই সময়ে সারাদেশে ৪৬ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন৷

১৮৭ পুলিশ সদস্য কাজে যোগ দেননি

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, সারাদেশে এখনও কাজে যোগ দেননি পুলিশের ১৮৭ সদস্য৷ তাদের মধ্যে ডিআইজি একজন, অতিরিক্ত ডিআইজি সাতজন, পুলিশ সুপার দুই জন, অতিরিক্ত পুলিশ সুপার একজন, সহকারী পুলিশ সুপার পাঁচ জন, পুলিশ পরিদর্শক পাঁচ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়েক সাত জন এবং কনস্টেবল ১৩৬ জন৷ তাদেরকে অনুপস্থিত দেখানো হয়েছে৷ তাদের আর কাজে যোগ দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

অস্ত্র উদ্ধারের সংখ্যা

অন্যদিকে লুট হওয়া পাঁচ হাজার ৮২৯টি আগ্নেয়াস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে তিন হাজার ৮৬৩টি৷ এখনো উদ্ধার হয়নি দুই হাজার ৬৬টি৷ এসব অস্ত্রের মধ্যে আছে এলএমজি, এসএমজি, রাইফেল, শটগান, পিস্তল রয়েছে৷

গুলি লুট হয়েছে ছয় লাখ ছয় হাজার ৭৪২টি৷ উদ্ধার হয়েছে দুই লাখ ৮৬ হাজার ৮২ রাউন্ড৷ এখনো উদ্ধার হয়নি তিন লাখ ২০ হাজার ৬৬০টি৷ এছাড়া সাউন্ড গ্রেনেড, গ্যাস গ্রেনেড, টিয়ারগ্যাস সেলও লুট হয়েছে৷ তার অর্ধেকও এখনো উদ্ধার হয়নি৷

তবে ৫ আগস্টের পর থেকে রাজারবাগ পুলিশ লাইনে অবস্থান নেয়া একজন সাব-ইন্সপেক্টর ডয়চে ভেলেকে বলেন, ‘‘পুলিশ সদরদপ্তর যে হিসাব দিচ্ছে সেটা নিয়ে নানা বিতর্ক আছে৷ আশা করি ধীরে ধীরে নিহত ও অনুপস্থিত পুলিশ সদস্যদের তালিকা আরো স্পষ্ট হবে৷''

তার কথা, ‘‘পুলিশ সদস্যরা কাজে যোগ দিলেও তাদের মনোবল ফিরে আসতে অনেক সময় লাগবে৷ আমাদের কর্মস্থলই এখনো কাজের জন্য পুরোপুরি উপযুক্ত হয়নি৷ এর বাইরে আমাদের বাসাও নিরাপদ নয়৷ বাসা পরিবর্তন করেও কোনো লাভ নাই৷ কারণ পুলিশের পোশাক দেখলেই মানুষ নানা মন্তব্য করে৷''

তিনি বলেন, ‘‘এখন আমাদের পুলিশ সদস্যরা মিছিল সমাবেশ হলে দায়িত্ব পালন করেন৷ কিন্তু সবসময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ মানেন না৷ তারা আর মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করতে চায় না৷ অতীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ পালন করেই আমরা আজ এই সমস্যায় পড়েছি৷''

পুলিশ সদস্যরা তাদের নানা দাবি-দাওয়ার কথা বলছেন৷ তবে তারা এখন আর সেটা প্রকাশ্যে বলছেন না৷ কারণ সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে বলতে গিয়ে দুই পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন৷ পুলিশ সদরদপ্তর অবশ্য বলছে তারা পুলিশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন৷

পরিবর্তিত পরিস্থিতিতে তারা মানসিক এবং নৈতিকভাবে দুর্বল আছে: নূর খান

This browser does not support the audio element.

এখনও সংস্কার চলছে

ঢাকার সেসব থানা আন্দোলনের সময় হামলা ও আগুনের শিকার হয়েছে তার মধ্যে একটি হলো পল্টন থানা৷ ওই থানার সংস্কার কাজ এখনো শেষ হয়নি৷ পুলিশ সদস্যরা এখনো ঠিকমতো বসতে পারেন না৷ সবার অফিস কক্ষ নেই৷ ভবনে পুলিশ সদস্যদের থাকার যে জায়গা ছিলো তাও পুড়ে গেছে৷ তাদের এখনো বাইরে থাকতে হচ্ছে৷ থানার জরুরি নাম্বারগুলো এখনো সচল হয়নি৷ একই অবস্থা ঢাকার ৫০টি থানার মধ্যে কমপক্ষে ২২টি থানার৷

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘‘ঢাকার ২২টি থানা হামলা ও আগুনে সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এখনো সংস্কারের কাজ চলছে৷ সংস্কার শেষ হলে থানাগুলোতে আর সমস্যা হবে না৷ পুরোদমে কাজ হবে৷''

আদাবর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ‘‘আসলে আমরা এখন রুটিন ওয়ার্ক করছি৷ মামলার তদন্ত এবং অপারেশনে তেমন যাচ্ছি না৷ আর মামলাও কম হচ্ছে৷ বেশিরভাগই হচ্ছে জিডি৷''

পুলিশকে এখন বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মিছিল সমাবেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বেশি কাজ করতে হচ্ছে৷ কারণ এখন মানুষ নানা দাবি-দাওয়া নিয়ে মাঠে নামছেন৷ তারা ওইসব এলাকায় নিয়োজিত থাকলেও আগের মতো মিছিল সমাবেশ ছত্রভঙ্গ করতে তাদের তৎপর দেখা যায় না৷

রোববার ঢাকার কাকরাইলে অডিট ভবনের সামনের সড়ক বন্ধ করে দাবি-দাওয়ার এক সমাবেশে পুলিশ অনেকটাই নিস্ক্রিয় ছিলো৷ তারা সমাবেশ রাস্তা থেকে সরিয়ে দেয়ার জন্য কমান্ডিং অফিসারদের নির্দেশও মানেনি বলে অভিযোগ উঠেছে৷

এদিকে, মব জাস্টিসও ব্যাপক আকার ধারণ করেছে৷ এখানেও পুলিশের নিস্ক্রিয়তার অভিযোগ আছে৷

‘পুলিশকে সহায়তা করতে হবে'

মানবাধিকার কর্মী নূর খান বলেন, ‘‘আসলে পুলিশকে এর আগে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে৷ তারা জনবিরোধী ভূমিকা পালন করে গণরোষের শিকার হয়েছে৷ এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা মানসিক এবং নৈতিকভাবে দুর্বল আছে৷ এখন তাদের উদ্বুদ্ধ করা দরকার৷ সেজন্য তাদের নিশ্চিত করতে হবে যে, তারা আইনগত দায়িত্ব পালনে বাধ্য এবং সেটা করলে তারা কোনো ক্ষতির মুখে পড়বেন না৷ আর সাধারণ মানুষেরও দায়িত্ব আছে৷ তাদেরও উচিত এখন পুলিশকে তাদের দায়িত্ব পালনে সহযোগিতা করা৷''

‘‘এবার পুলিশ সদস্যরা যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দ্রুত দেয়া উচিত৷ সরকারের কাছ থেকে পাওয়া তাদের পরিবারকে দ্রুত বুঝিয়ে দেয়া উচিত৷ আহতদের চিকিৎসা ব্যয় এবং ক্ষতিপূরণ দেয়া দরকার,'' বলেন তিনি৷

মাঠে সেনাবাহিনী থাকা এবং তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়া প্রসঙ্গে নূর খান বলেন, ‘‘পুলিশের কাজ সেনাবাহিনী দিয়ে হয় না৷ কারণ সাধারণ মানুষ পুলিশের কাছেই যেতে চায়৷ তারা সেনাবাহিনীর কাছে যেতে চায় না৷ আর সেনাবাহিনীরও এই পরিস্থিতিতে ভয় আছে৷''

সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা

This browser does not support the audio element.

মনোবল বাড়ানোর উদ্যোগ

ডেপুটি কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘‘এই পরিস্থিতিতে পুলিশের মনোবল বাড়াতে আমরা নানা উদ্যোগ নিচ্ছি৷ তাদের জন্য ফুটবল টুর্নামেন্টসহ নানা খেলাধুলাসহ আরো কর্মসূচি নেয়া হচ্ছে৷ আর তাদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধার দিকেও খেয়াল রাখা হচ্ছে৷ তারা যাতে নতুন করে কোনো সংকটে না পড়ে সেদিকে আমাদের নজর আছে৷''

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আহত ও নিহত পুলিশ সদস্য ও তাদের পরিবারকে ক্ষতিপূরণের বিষয় যার যার বিভাগ দেখছে৷''

পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা বলেন, ‘‘আসলে পুলিশকেও বুঝতে হবে তারা অতীতে কী ভূমিকা পালন করেছে৷ আর সাধারণ মানুষকেও বুঝতে হবে তাদের রাজনৈতিক নেতারা ব্যবহার করেছে৷''

তার কথা, ‘‘পুলিশকে যে-কোনো পরিস্থিতিতে আইনসম্মতভাবে দায়িত্ব পালন করতে হবে৷ রাস্তা বন্ধ করে কেউ তো সমাবেশ করতে পারে না৷ কাকরাইলে অডিট ভবনের সামনে রাস্তা অবরোধ করা বেআইনি৷ তাদের সরিয়ে দেয়া তো পুলিশের কাজ৷ সেটা তাদের করতে হবে৷ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাদের ফোর্সদের বোঝাতে হবে যে, আইনগত দায়িত্ব পালনে তারা বাধ্য৷ তাদের এখনকার নিস্ক্রিয়তার ভিতরে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা তাও দেখতে হবে৷''

পুলিশের সাবেক আইজি নুরুল হুদা বলেন, ‘‘নাগরিকদেরও বুঝতে হবে কোনটা আইনসম্মত আর কোনটা বেআইনি কাজ৷''

‘‘আরেকটি বিষয়৷ আপনি পুলিশের সহায়তা ছাড়া চলতে পারবেন না৷ আবার পুলিশকে অপমান অপদস্থ করবেন এই মানসিকতা থেকেও বের হয়ে আসতে হবে,'' যোগ করেন তিনি৷

তার কথা, ‘‘পুলিশকেই এখন তার ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে৷ সেটা তাদের নিস্ক্রিয়তার মধ্য দিয়ে সম্ভব নয়৷ সাধারণ মানুষের পাশে থাকলেই সেটা সম্ভব৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ