বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় বুধবার একটি পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় দুর্বৃত্তরা কুপিয়ে এক পুলিশ সদস্যকে হত্যা করেছেন৷ গত একমাসে চেকপোস্টে হত্যা করা হয়েছে তিন পুলিশ সদস্যকে৷
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার আশুলিয়ার বাড়ইপাড়া চেকপোস্টে সকাল আটটার কিছু আগে দু'টি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করতে গেলে সঙ্গে সঙ্গে দুই মোটরসাইকেলে থাকা ছয় জন নেমে তাদের ব্যাগে থাকা চাপাতি দিয়ে পাঁচ পুলিশ সদস্যকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় ৷ তাদের মধ্যে শিল্প পুলিশের কনস্টেবল মুকুল হোসেন ঘটনাস্থলেই নিহত হন৷
হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ কনস্টেবল পিনাকুজ্জামান বলেন, ‘‘আমাদের সবার হাতেই অস্ত্র ছিল, কিন্তু আমরা কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা হামলা চালায়৷ প্রতিরোধেরও সুযোগ পাইনি৷''
ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ‘‘এটা পরিকল্পিত হত্যাকাণ্ড৷ আগে যারা পুলিশ হত্যা করেছে এটা তাদেরই কাজ৷ তারা পুলিশের মনোবল ভেঙে দিয়ে দেশে অস্বাভাবিক পরিবেশ তৈরি করতে চাইছে৷''
মানবাধিকার নেতা এবং আইন ও সালিশ (আসক) কেন্দ্রের পরিচালক নূর খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা নিশ্চিত যে পুলিশের ওপর এই হামলা পরিকল্পিত৷ যারা হামলা করছে তারা পুলিশের মেরুদণ্ড ভেঙে দুর্বল করে দিতে চাইছে৷''
তাদের উদ্দেশ্য কী হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘‘তারা দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়৷ এটা দিয়ে কাদের লাভ হবে বা কারা এর নেপথ্যে আছে তা এখনো নিশ্চিত করে বলা মুশকিল৷ তবে আমি মনে করি ব্লগার হত্যা, বিদেশি হত্যা এবং পুলিশ হত্যা আলাদাভাবে দেখার কোন সুযোগ নেই৷ এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়৷''
তিনি বলেন, ‘‘এরা প্রমাণ করতে চাইছে সাধারণ মানুষ তো দূরের কথা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও তারা পরোয়া করেনা৷ হত্যা করতে পিছপা হয়না৷ আর এটা দিয়ে তারা চূড়ান্তভাবে ভয়ের পরিবেশ করতে চাইছে৷ এটা সরকার যত হালকাভাবে নেবে তত পরিস্থিতি খারাপের দিকে যাবে৷''
নূর খান বলেন, ‘‘দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হলে কোনো কোনো পক্ষের যেমন রাজনৈতিক লাভ আছে, তেমনি বিদেশি কোনো কোনো শক্তি লাভবান হবে৷ আর এটা থামাতে হলে সরকারকে রাজনৈতিক সমাধানের দিকে যেতে হবে৷ দেশে যে গণতন্ত্রহীনতা এবং রাজনীতিতে বিচ্ছিন্নতা চলছে তা দূর করতে হবে৷''
সারা দেশে হত্যা ও হামলার প্রতিবাদ
জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিন জনকে হত্যাচেষ্টার প্রতিবাদ চলছে সারা দেশে৷ ছবিঘরে প্রতিবাদ কর্মসূচির কিছু মুহূর্ত৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
বর্বরোচিত হামলায় প্রকাশক হত্যা
শনিবার ঢাকার আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশনীর স্বত্তাধিকারী ফয়সাল আরেফিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ শনিবার তাঁর দাফন সম্পন্ন হয়৷ ছবিতে দীপনের মরদেহ দেখে তাঁর স্ত্রীর কান্নায় ভেঙে পড়ার মূহূর্ত৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
আরেক প্রকাশকসহ তিনজন গুরুতর আহত
একই দিনে আরেক হামলায় শুদ্ধস্বর প্রকাশনের স্বত্তাধিকারী আহমেদুর রশীদ টুটুল, লেখক তারেক রহিমক এবং কবি ও ব্লগার রণদীপম বসুকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা৷ জাগৃতির লালমাটিয়ার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে৷ ছবিতে চিকিৎসাধীন আহমেদুর রশীদ টুটুল৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
তাৎক্ষণিক প্রতিবাদ
প্রকাশক ও লেখকদের ওপর হামলার প্রতিবাদে শনিবারই রাজপথে নামে মানুষ৷
ছবি: picture-alliance/AP Photo/ A.M. Ahad
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
প্রকাশক ও লেখকদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল৷ প্রতিবাদমুখর জনতা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
বই প্রকাশ অপরাধ?
এই প্রথম বাংলাদেশে বই প্রকাশের জন্য প্রকাশককে প্রাণ দিতে হলো৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
‘আসুন লেখালেখি বন্ধ রাখি’
প্রতিবাদ সমাবেশের একটি ব্যানারে লেখা, ‘আসুন লেখালেখি বন্ধ রাখি’৷ হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে এসে এমন তৎপরতা রোধে প্রশাসন ব্যর্থ – এমন ক্ষোভই প্রকাশ পেয়েছে লেখালেখি বন্ধ রাখার কথায়৷ তবে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো-তে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানান, হাসপাতালে চিকিৎসাধীন প্রকাশক টুটুল জানিয়েছেন যে, তাঁর ওপর যত হামলাই হোক, ভবিষ্যতেও তিনি বই প্রকাশ করবেন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
হরতালে পিছালো জেএসসি
জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিন জনকে হত্যার চেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ৷ এই কর্মসূচির কারণে মঙ্গলবারের জেএসসির পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টা থেকে শুরু করা হবে৷ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষাসূচির এই পরিবর্তনের কথা জানানো হয়৷ (ফাইল ফটো)
ছবি: picture-alliance/landov
মামলা
ফয়সল আরেফিন দীপন হত্যার ঘটনায় তাঁর স্ত্রী ডা. রাজিয়া রহমান শাহবাগ থানায় মামলা করেছেন৷ শুদ্ধস্বরের কর্ণধারসহ তিনজনের ওপর হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে৷ ওপরের ছবিতে কবি, ব্লগার রণদীপম বসু৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
8 ছবি1 | 8
পাঠক, দুর্বৃত্তরা পুলিশকে কুপিয়ে মেরে বাংলাদেশে কী পরিস্থিতি তৈরি করতে চায়? নীচে আপনার মতামত লিখুন৷