1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুসান চলচ্চিত্র উৎসব

৯ অক্টোবর ২০১২

দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী পুসানে চলছে এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব৷ এই উৎসবের সেরা পুরস্কারের নাম ‘নিউ কারেন্টস’৷ প্রথম বা দ্বিতীয় ছবি বানাচ্ছেন এমন পরিচালকদের দেয়া হয় এই পুরস্কার৷

ছবি: dapd

এবার আট দেশের মোট ১০টি ছবি এই খেতাবের জন্য লড়ছে৷ এর মধ্যে দুটো ছবি বেশ আলোচিত৷ তবে মজার ব্যাপার হচ্ছে সেগুলো নির্মাণে খরচ হয়েছে খুবই কম টাকা৷ ফলে প্রযুক্তিগত কিছু সীমাবদ্ধতা দেখা গেছে ছবিগুলোতে৷

চলচ্চিত্র দুটির মধ্যে একটি নির্মাণ করেছেন দক্ষিণ কোরিয়ার পরিচালক লি ডনকু৷ তাঁর ছবির নাম ‘ফ্যাটাল'৷ এটি বানাতে খরচ হয়েছে মাত্র তিন হাজার ডলার৷ আর অন্য ছবিটি তৈরি করেছেন থাইল্যান্ডের পরিচালক নায়াপল থামরংরাত্তানারিত৷ মাত্র ২০ হাজার ডলার ব্যয়ে তিনি তাঁর ‘৩৬' নামের ছবিটি নির্মাণ করেছেন৷

পুসান চলচ্চিত্র উৎসব এবার শুরু হয় হংকং’এর ছবি ‘কোল্ড ওয়ার’ দিয়েছবি: dapd

কম বাজেটের ছবি এবার বেশ আলোচিত হওয়া প্রসঙ্গে পুসান উৎসবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, এ ধরণের ছবি নির্মাণ প্রমাণ করে যে, ঐসব পরিচালকদের চলচ্চিত্রের প্রতি দারুণ আগ্রহ রয়েছে৷ তাই আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তারা সেগুলো নির্মাণ করেছে৷

নিউ কারেন্টেস অ্যাওয়ার্ড শেষ পর্যন্ত কোন দুটি ছবি পেল তা জানা যাবে উৎসবের শেষ দিন শনিবার৷ সে দিনই উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের ছবি ‘টেলিভিশন'৷

নিউ কারেন্টস পুরস্কারের জন্য মনোনীত অন্য ছবিগুলোর মধ্যে একটি হচ্ছে এক ইরাকি দম্পতির নির্মাণ করা ছবি ‘১১১ গার্লস'৷ সরকার যদি তাদের জন্য জীবনসঙ্গী খুঁজে না দেয় তাহলে একদল কুর্দি নারীর দেয়া গণ আত্মহত্যার হুমকি নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি৷

১৯৯৮ সালে পুসান উৎসবে নিউ কারেন্টস অ্যাওয়ার্ড পাওয়া পরিচালক জিয়া ঝ্যাঙ্কে ২০০৬ সালের ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘স্বর্ণ সিংহ' জিতেছিল৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ