1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের চলচ্চিত্র

৪ অক্টোবর ২০১২

এশিয়ার সেরা চলচ্চিত্র উৎসব বৃহস্পতিবার শুরু হচ্ছে৷ দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী পুসানে এই উৎসব চলবে দশ দিন৷ ১৩ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে প্রদর্শিত হবে বাংলাদেশের ‘টেলিভিশন' ছবিটি৷

ছবি: dapd

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন তিশা, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরী৷ গণমাধ্যমের খবর অনুযায়ী, উৎসবে অংশ নিতে রবিবার পুসান যাচ্ছেন ফারুকী আর তিশা৷ এদিকে, আগামী ডিসেম্বরে ঢাকা সহ সারা দেশে ছবিটি মুক্তি দেয়া হতে পারে বলে জানা গেছে৷ আর গানের অ্যালবাম বাজারে আসতে পারে এ মাসের তৃতীয় সপ্তাহে৷

১৭তম পুসান উৎসবে এশিয়ার তারকা অভিনেতা অভিনেত্রীরা অংশ নেবেন৷ এর মধ্যে রয়েছেন দক্ষিণ কোরিয়ার লি বুয়াং-হুন ও জুন জি-হুয়ান৷ রয়েছেন চীনা তারকা ট্যাঙ ওয়াই ও সেসিলা চেউঙ৷

দক্ষিণ কোরীয় ব়্যাপার পিএসওয়াই বা সাই, যিনি তাঁর ‘গাঙনাম স্টাইল' দিয়ে বিশ্ব মাতিয়েছেন, তিনি শনিবার পুসান উৎসবে উপস্থিত থাকবেন৷

উত্তর কোরিয়ার রোম্যান্টিক কমেডি ‘কমরেড কিম গোজ ফ্লাইং' ছবির তিন পরিচালককে এবারের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে৷ এদের মধ্যে একজন হলেন বেলজিয়ামের৷ আর আরেকজন ব্রিটিশ৷ তাঁরা দুজন উৎসবে অংশ নেয়ার কথা জানালেও ছবিটির উত্তর কোরীয় পরিচালক কিম গুয়াং-হুন সেখানে থাকবেন কিনা জানা যায়নি৷ পুসান উৎসবে এই প্রথমবারের মতো উত্তর কোরীয় কোনো পরিচালককে আমন্ত্রণ জানানো হয়েছে৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ