1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুসি রায়ট

২৪ সেপ্টেম্বর ২০১৩

রাশিয়ার বিতর্কিত পাংক ব্যান্ড পুসি রায়ট এর এক সদস্য নাজেদজা তলোকনিকোভা সোমবার অনশনের ঘোষণা দিয়েছেন৷ হত্যা হুমকি এবং কারা প্রশাসনের অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁর এই সিদ্ধান্ত৷

ছবি: DW/N. Sokolovska

পুসি রায়ট ব্যান্ডের ২৩ বছর বয়সি সদস্য তলোকনিকোভার লেখা একটি চিঠি গণমাধ্যমে হইচই ফেলে দিয়েছে৷ সোমবার প্রকাশিত তাঁর ঐ চিঠিতে রাশিয়ার কারাগারের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে৷ রাশিয়ার কেন্দ্রে অবস্থিত মরদোভিয়ার ১৪ নম্বর পেনাল লেবার কলোনিতে কিভাবে নারী কারাবন্দিদের ১৬ থেকে ১৭ ঘণ্টা অমানুষিক পরিশ্রম করতে বাধ্য করা হয় সেকথা লিখেছেন তিনি৷ লিখেছেন তাদের যেমন হয়রানি করা হয়, তেমনি ঘুমের জন্য দেয়া হয় মাত্র ৪ ঘণ্টা সময়৷ অন্য কারাগারে স্থানান্তর না করা পর্যন্ত তলোকনিকোভা আর কোনো খাবার গ্রহণ করবেন না এবং কারাগারের কাজ বন্ধ রাখবেন বলে জানিয়েছেন৷

তিনি তাঁর চিঠিতে জানিয়েছেন, কারাগারের উপ-পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কুপ্রিয়ানোভ, যিনি নিজেকে স্ট্যালিনের অনুসারী বলে উল্লেখ করতে ভালোবাসেন, তিনি তাঁকে হত্যার হুমকি দিয়েছেন৷ কর্ম পরিবেশ নিয়ে ঐ কর্নেলকে অভিযোগ করার পরই তাঁকে এ হুমকি দেয়া হয় বলে জানালেন তলোকনিকোভা৷ এমনকি অন্যান্য বন্দিরাও তাঁকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি৷

এর আগে বেশ কয়েকবার কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আনলেও এবারই প্রথম তদন্ত কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন তলোকনিকোভা৷ বলেছেন, কুপ্রিয়ানোভের বিরুদ্ধে যাতে অভিযোগ গঠন করা হয়৷

পুসি রায়ট ব্যান্ডের ২৩ বছর বয়সি সদস্য তলোকনিকোভার লেখা একটি চিঠি গণমাধ্যমে হইচই ফেলে দিয়েছেছবি: DW/N. Sokolovska

চিঠিতে আইনজীবী, স্থানীয় কারার কর্তৃপক্ষ এবং ক্রেমলিনের মানবাধিকার প্রতিনিধিদের সম্বোধন করা হয়েছে৷ চিঠিতে দাবি জানানো হয়েছে, দাসদের মতো ব্যবহার না করে যাতে তাদের সাথে সাধারণ মানুষের মতো ব্যবহার করা হয়৷ এতে আরো বলা হয়েছে, প্রায়ই তাদের মারধর করা হয় এবং খাবার ও পানি দেয়া হয় না৷ কখনো কখনো তাদের টয়লেট ব্যবহার করতে দেয়া হয়না৷ এমনকি বিনা পোশাকে অর্থাৎ নগ্ন হয়ে কাজ করতে বাধ্য করা হয়৷

তবে কারা কর্তৃপক্ষ তাঁর এসব অভিযোগ নাকচ করে বলেছেন, তলোকনিকোভা যে কারাগারে আছেন তার পরিবেশ খুবই চমৎকার এবং তাঁকে সেখানে মাত্র ৮ ঘণ্টা কাজ করতে হয়৷

ধর্মীয় বিদ্বেষ দ্বারা উদ্বুদ্ধ গুণ্ডামির অভিযোগে পুসি রায়ট'এর তিন সদস্য মারিয়া আলিওখিনা, নাদেজদা তলোকনিকোভা ও ইয়েকতারিনা সামুটসেভিচকে গত বছর দুই বছরের কারাদণ্ড দেয় আদালত৷ অভিযুক্তরা ২০১২ এর ফেব্রুয়ারি মাসে মস্কোর একটি গির্জায় প্রবেশ করে ভ্লাদিমির পুটিনের বিরুদ্ধে গান গেয়েছিলেন৷ তাদের সেই গান সেসময় পুসি রায়ট'এর এক সদস্য ভিডিও করেন এবং পরবর্তীতে সেটি সম্পাদনা করে প্রকাশ করা হয়৷

এপিবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ