1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুয়ের্টো রিকোর পতাকা দিয়ে তৈরি পোশাক পরায় হয়রানি

১০ জুলাই ২০১৮

যুক্তরাষ্ট্রের সরকার নিয়ন্ত্রিত একটি এলাকা পুয়ের্টো রিকো৷ সেখানকার এক নারী যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের এক পার্কে পুয়ের্টো রিকোর পতাকা দিয়ে তৈরি পোশাক পরায় হয়রানির শিকার হয়েছেন৷

New York Protest Krise Puerto Rico Staatsbankrott
ছবি: picture-alliance/dpa/J. Lane

একজন বয়স্ক শ্বেতাঙ্গ ব্যক্তি ঐ নারীর কাছে জানতে চান, তিনি কেন অ্যামেরিকায় পুয়ের্টো রিকোর পতাকা দিয়ে তৈরি পোশাক পরে আছেন? উত্তরে মিয়া ইরিজ্যারি নামের ঐ নারীকে বলতে শোনা যায়, ‘‘কারণ, আমি পারি৷'' এরপর ঐ নারী বলেন, যুক্তরাষ্ট্র পুয়ের্টো রিকোকে নিজেদের মনে করে৷ কিন্তু ঐ ব্যক্তি বলেন, ‘‘আমরা পুয়ের্টো রিকোকে নিজেদের মনে করি না৷ আপনি কি শিক্ষিত?'' ঘটনার সময় ইরিজ্যারি পাশে দাঁড়ানো এক পুলিশ কর্মকর্তার সহায়তা চেয়েও পাননি৷

ঘটনাটি ঘটেছে গত মাসে৷ তবে শুক্রবার এর একটি ভিডিও ফেসবুকে শেয়ার করা হয়৷

এই ঘটনায় পুয়ের্টো রিকোর গভর্নর ইরিজ্যারির নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় ঐ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন৷

জেডএইচ/এসিবি (টাইম, হাফিংটন পোস্ট)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ