1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পূজা অনুদানে মাথাচাড়া পুরোনো বিতর্কের

২ আগস্ট ২০২৫

ভারতের পশ্চিমবঙ্গের ক্লাবগুলোকে পূজার অনুদান দেয়ার শুরুটা করে তৃণমূল৷ বিধানসভা ভোটের আগে সেই অনুদানের পরিমাণ বাড়িয়ে এবার এক লাখ ১০ হাজার করা হয়েছে৷ এই খরচ জনস্বার্থে, নাকি অপচয়, তা নিয়ে শুরু হয়েছে পুরোনো বিতর্ক৷

কলকাতায় দুর্গা পুজার প্রস্তুতি৷
দুর্গাপুজার প্রস্তুতি নিচ্ছে কলকাতা৷ বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের ক্লাবগুলোর জন্য অনুদানের পরিমাণ বাড়িয়ে এবার এক লাখ ১০ হাজার করেছে তৃণমূল সরকার৷ ছবি: Payel Samanta/DW

বেড়েছে অনুদান

২০১৮ সাল থেকে রাজ্যে দুর্গাপূজার জন্য ক্লাবগুলোকে অনুদান দেওয়ার রীতি শুরু হয়েছে৷ প্রতি বছর সেই অনুদান ক্রমেই বেড়ে চলেছে৷ মাত্র ১০ হাজার টাকা দিয়ে যে অনুদান শুরু হয়েছিল, তা এখন ১ লাখ ১০ হাজারে গিয়ে ঠেকেছে৷ গতবারের তুলনায় এবার খরচ বেড়েছে প্রায় ১০০ কোটি৷

অনুদান যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ক্লাবের সংখ্যা৷ ২০১৮ সালে পশ্চিমবঙ্গে এমন ক্লাবের সংখ্যা ছিল ২৮ হাজার৷ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে এখন ৪৫ হাজার ক্লাব বা কমিটি দুর্গাপূজা আয়োজন করে৷ ফলে ক্লাবের সংখ্যা যে ক্রমশ বাড়ছে, তা একেবারেই দৃশ্যমান৷

নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ৮৫ হাজার থেকে এক লাফে ২৫ হাজার টাকা করে বেশি পাবে প্রতি পূজা কমিটি৷ একইসঙ্গে বিদ্যুতের বিলে গত বছর যে ছাড় ছিল, তা ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়েছে৷

রাজ্য সরকারের এই অনুদানের জন্য প্রায় ৫০০ কোটি টাকা খরচ হতে চলেছে৷ প্রতিবারের মতো এবারও রাজ্য সরকারের সিদ্ধান্তের সমালোচনা করছে বিরোধীরা৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘আগে চাকরি দিন, ছয় লাখ শূন্যপদ পূরণ করুন, আশাকর্মী, চুক্তিভিত্তিক কর্মী, ভিলেজ পুলিশ, সিভিক ভলান্টিয়ার, ডাটা এন্ট্রি অপারেটরদের বেতন বাড়ান৷ বকেয়া ডিএ মিটিয়ে দিন৷ খুব অল্পদিনের মধ্যে ইমাম-মুয়াজ্জিনদের ভাতাও বাড়তে পারে৷''

সিপিএম নেতা সুজন চক্রবর্তী সংবাদ মাধ্যমে বলেন, ‘‘খেলা, মেলা এসব নিয়ে সরকার চলছে৷ তাই নির্বাচনের আগে পূজা কমিটিগুলোকে খুশি করতে চাইলেন মুখ্যমন্ত্রী৷''

তৃণমূল নেতা কুণাল ঘোষ সংবাদ মাধ্যমে বলেন, ‘‘এটা পূজার অর্থনীতি৷ এই অর্থনীতি ৭৮ হাজার কোটি টাকায় পৌঁছেছে৷ পূজা অনুদান সমাজের মধ্যে রোল করে৷ অনেকে এই টাকায় উপকৃত হন৷ যারা বলছেন, এটা অপচয়, তারা জনগণের সামনে গিয়ে বলুন৷ তাদের উচিত শিক্ষা ভোটের সময় মানুষ দেবে৷''

ভারতের কলকাতায় রূপান্তরকামীদের দুর্গাপূজা

03:24

This browser does not support the video element.

ডিএ ও মিড ডে মিল সেই তিমিরেই

বিরোধীরা প্রশ্ন তুলেছে, কেন মিড ডে মিলের বরাদ্দ বাড়বে না, কেন দেওয়া হবে না বকেয়া ডিএ৷

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘভাতার ফারাক এখনও ৩৭ শতাংশ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৫ শতাংশ হারে ডিএ পান৷ সংগ্রামী যৌথ মঞ্চ বকেয়া ডিএর জন্য টানা আন্দোলন করে চলেছে৷ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ডিডাব্লিউকে বলেন, ‘‘আমাদের হকের পাওনা চাইতে গেলে রাজ্য সরকার বলছে টাকা নেই, অথচ অন্যান্য ক্ষেত্রে টাকা উথলে পড়ছে৷ জনগণের করের টাকায় স্থায়ী উন্নয়ন হওয়া উচিত৷ এই টাকায় পূজা করা উচিত নয়৷ আমি জানি না, কোনো পূজা কমিটি সরকারের অনুদানের অপেক্ষায় পূজার আয়োজন করে কিনা৷''

শুধু ডিএ নয়, মিড ডে মিলেও বহু দিন বরাদ্দ বাড়ানোর দাবি তোলা হচ্ছে৷ গত এপ্রিলে মিড ডে মিলে বরাদ্দ বেড়েছে সামান্য৷ প্রাথমিকের পড়ুয়ার জন্য মাথাপিছু বরাদ্দ ছয় টাকা ১৯ পয়সা থেকে ছয় টাকা ৭৮ পয়সা এবং উচ্চ প্রাথমিকে নয় টাকা ২৯ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ১৭ পয়সা হয়েছে৷

এটা তাদের ঘাড় ভেঙে আদায় করা হবে: বিকাশ ভট্টাচার্য

This browser does not support the audio element.

রাজ্য সরকারের পূজা অনুদানের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করছেন সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশ ভট্টাচার্য৷ তিনি ডিডাব্লিউকে বলেন, ‘‘এই সিদ্ধান্তে যারা উল্লসিত, তারা বুঝতে পারছেন না, এটা তাদের ঘাড় ভেঙে আদায় করা হবে৷ সরকার শিল্পীদের ডেকে অনুদান দিক, ক্লাবকে কেন দেবে৷ পশ্চিমবঙ্গে কি আগে বড় মাপের পূজা হতো না, সেখান থেকে শিল্পীরা উপকৃত হতেন না? এতে তো সরকারের অংশগ্রহণ ছিল না৷''

ধর্মের রাজনীতি

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায় প্রতিটি সভা ও মিছিলে রাজ্যের সংখ্যাগুরু জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছেন৷ উল্টোদিকে তৃণমূল একের পর এক নির্বাচনে সংখ্যালঘুদের সমর্থন পাচ্ছে, এটা ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকার পূজা অনুদানের ঘোষণা করেছে৷

পহেলগামে হামলার পরিপ্রেক্ষিতে অপারেশন সিঁদুরকে সামনে রেখে আগ্রাসী প্রচার চালাচ্ছে বিজেপি৷ সেই সময়ে পূর্ব মেদিনীপুরের পর্যটনস্থল দিঘায় ২০০ কোটি টাকা খরচ করে জগন্নাথধামের নির্মাণ হয়েছে রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায়৷ এই সরকারই সারা রাজ্যের পূজা কমিটির জন্য বছরের পর বছর অনুদান বাড়িয়ে চলেছে৷

কলকাতার নারী পুরোহিতদের কথা 

04:12

This browser does not support the video element.

পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, এসব উদ্যোগের পিছনে ধর্মীয় আবেগ ব্যবহার করার উদ্দেশ্য আছে৷ সিনিয়র সাংবাদিক প্রসূন আচার্য ডিডাব্লিউকে বলেন, ‘‘মমতা ধর্মীয় রাজনীতি যদি নাই করতেন, তাহলে দিঘায় জগন্নাথের মন্দির করতে গেলেন কেন? তিনি পূজার অনুদানের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করেছেন৷ ২০২০ সালে টাকার অংকটা বাড়িয়েছিলেন ২১-এর নির্বাচনের আগে৷ আবার ২৬-এর নির্বাচনের আগে এ বছর অনুদানে একটা কোয়ান্টাম জাম্প হলো৷ সামগ্রিকভাবে ভোট, হিন্দুদের খুশি করা, অর্থনীতিতে কিছু টাকা পাম্প করা, এই সব মিলিয়ে উনি পূজার অনুদান দিয়ে থাকেন৷''

ভোটের রাজনীতি

বিরোধীদের অভিযোগ, নির্বাচনি রাজনীতিকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যেই ক্লাব ও পূজা কমিটিকে অনুদান দিচ্ছে রাজ্য সরকার৷ কিন্তু দুর্গোৎসবের জাঁকজমক যেখানে বেশি অর্থাৎ শহর এলাকায় লোকসভা নির্বাচনের ফলাফলে অন্য ছবি দেখা গেছে৷ কলকাতা ও জেলা শহরের পুর এলাকায় বিজেপি পিছনে ফেলেছে তৃণমূলকে৷

প্রসূন বলেন, ‘‘ক্লাবকে হাতে রাখা মানেই পুরসভাগুলোতে জেতা নয়৷ গত লোকসভা ভোটে নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই হয়েছিল, পুরসভাগুলোতে তার প্রভাব পড়েছিল৷ এবার আরজি কর থেকে ২৬ হাজার চাকরি বাতিল, এই বিভিন্ন ইস্যুতে শহরাঞ্চলে তৃণমূল ভোট কিছু কমবে৷ অন্যদিকে পরিযায়ী শ্রমিক ইস্যুতে গ্রামাঞ্চলে তৃণমূলের ভোট বাড়বে৷ হয়তো তৃণমূল নেত্রীর মাথায় এটা ছিল যে, আর্থিক অনুদান বাড়িয়ে, বিদ্যুতের বিলে ছাড় দিয়ে শহরের কিছু ভোট পুনরুদ্ধার করা যেতে পারে৷''

অনুদান বয়কট

ইতিমধ্যে পূজার অনুদান বয়কটের সিদ্ধান্তের কথাও জানিয়েছে একাধিক পূজো উদ্যোক্তা৷ নারী সুরক্ষা ও ডিএ ইস্যুতে রাজ্য সরকারের পূজা অনুদান নেবেন না উত্তরবঙ্গের রায়গঞ্জ বিদ্রোহী ক্লাবের সদ্যসেরা৷ নদিয়ার রানাঘাটের চারের পল্লী ও কল্যাণীর 'ইচ্ছে তাই' নামের মহিলা দুর্গা পূজা কমিটি আরজিকর ইস্যুতে গতবারের মতো এবারও অনুদান প্রত্যাখ্যান করেছে৷ গত বছর মাত্র ৫৯টি পূজা কমিটি অনুদান নেয়নি৷ প্রায় ৪৫ হাজার পূজা কমিটির মধ্যে এই সংখ্যাটা অত্যন্ত নগণ্য৷

পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের আকর্ষণীয় পুজো

09:25

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ