এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন জায়গায় সূর্যগ্রহণ দেখলো লাখো মানুষ৷ বাংলাদেশ, চীন, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আংশিক সূর্যগ্রহণ দেখা গেলেও, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে ইন্দোনেশিয়ায়৷
বিজ্ঞাপন
দিনের শুরুতেই রাত নেমে আসে আজ ইন্দোনেশিয়ার সুমাত্রা, বোর্নিও ও সুলাওয়েসিসহ বেশ কয়েকটি দ্বীপে৷ স্থানীয় সময় ৬টা ১৯ মিনিট থেকে চাঁদের আড়ালে ঢাকা পড়তে শুরু করে সূর্য৷ ধীরে ধীরে প্রায় ঘণ্টা খানেক ধরে চলে এই সূর্যগ্রহণ৷ একটা সময় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে চাঁদমামা৷ মুহূর্তেই নেমে আসে অন্ধকার, সৃষ্টি হয় এক মায়াবী রাতের৷ তারপর আবারো আস্তে আস্তে কেটে যায় সেই তমস৷
মার্কিন মহাকাশ সংস্থা নাসা প্রকাশিত ভিডিওটি ক্লিক করলে আপনিও দেখতে পারবেন সেই সৌন্দর্য, যা দেখার জন্য উদগ্রিব অপেক্ষায় ছিল বিশ্ববাসী৷ তাই তাদের অনেকে রাস্তায় নেমে আসে, কেউ চলে যায় ছাদে বা উঁচু কোনো জায়গায়৷ কাক ভোরে উঠে চোখে বিশেষ ধরনের চশমা পরে সূর্যগ্রহণ দেখার উৎসবে মাতে ছোটরাও৷
সূর্যগ্রহণকে কেন্দ্র করে পর্যটকদের ঢল নামে ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপে৷ মজার সব দৌড়, ড্রাগন নৌকার প্রতিযোগিতা, নানারকম ধর্মীয় আচার-অনুষ্ঠান – সূর্যগ্রহণ উপলক্ষ্যে চোখে পড়ে এমন আরো অনেক কিছু৷
ডিজি/এসিবি
বন্ধু, আপনি কি কখনও সূর্যগ্রহণ দেখেছেন? জানান আপনার অভিজ্ঞতা, নীচের ঘরে৷
সূর্যগ্রহণ দেখলেন লাখো মানুষ
এই সকালটা অন্যরকম৷ এমন সকালে চিরাচরিত নিয়মেই সূর্য ওঠে, তবে সূর্য আবার ভর সকালে চাঁদের আড়ালেও চলে যায়৷ হ্যাঁ, ৯ মার্চ আবারও এসেছে পূর্ণ সূর্যগ্রহণ৷ তবে শুধুমাত্র আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে বাংলাদেশে৷
ছবি: picture-alliance/Pacific Press
সূর্যগ্রহণ কী?
পৃথিবী নির্দিষ্ট কক্ষপথ ধরে সূর্যের চারপাশে ঘোরে৷ পৃথিবীর চারিদিকে ঘোরে চাঁদ৷ ঘুরতে ঘুরতে চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে, তখন পৃথিবীর কোনো অংশে সূর্য আংশিক আবার কোনো অংশে পুরোপুরি চাঁদের পেছনে চলে যায়৷ সূর্যের এই আড়ালে চলে যাওয়াটা পৃথিবীর কোন জায়গা থেকে দেখা হচ্ছে, তার ওপরই নির্ভর করে৷ সূর্যের এই সাময়িকভাবে চাঁদের আড়ালে চলে যাওয়াই হলো সূর্যগ্রহণ৷
ছবি: PiLensPhoto - Fotolia.com
কোথায় দেখা গেল পূর্ণ সূর্যগ্রহণ?
ভারত মহাসাগর থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রা, বোর্নিও, সুলাওয়েসিসহ আরো কয়েকটি স্থান হয়ে প্রশান্ত মহাসাগর পর্যন্ত মোটামুটি ১০০ থেকে ১৫০ কিলোমিটার এলাকা জুড়ে দেখা গেছে পূর্ণ সূর্যগ্রহণ৷
ছবি: picture-alliance/dpa
পূর্ণ সূর্যগ্রহণ দেখতে কেমন
সূর্য চাঁদের আড়াল হলে অনেকটা জ্বলজ্বলে আংটির মতো দেখায়৷ সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০১৫ সালে৷
ছবি: Paul Morley/Fotolia
বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ
বাংলাদেশের বিজ্ঞান-বিষয়ক সংগঠন অনুসন্ধিৎসু চক্রের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায় যে, বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে৷ ঢাকায় স্থানীয় সময় ভোর ৬টা ১২ মিনিটে সূর্যোদয়ের পর থেকে সকাল ৬টা ৩৮ মিনিট ৪৯ সেকেন্ড পর্যন্ত ছিল সূর্যগ্রহণের সর্বোচ্চ পর্যায়৷ গ্রহণ শেষ হয় ৭টা ২১ মিনিট ৭ সেকেন্ডে৷
ছবি: AFP/Getty Images/S. Loos
খুব সাবধানে!
অনেকে না বুঝে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে চান৷ এটা একেবারেই ঠিক নয়৷ খালিচোখে সূর্যগ্রহণ দেখলে অন্ধ হয়ে যাওয়ারও ঝুঁকি থাকে৷
ছবি: picture-alliance/dpa/D. Naupold
যেভাবে দেখতে হয় সূর্যগ্রহণ
বিশেষ ধরনের চশমা অথবা দূরবীন দিয়ে সূর্যগ্রহণ দেখাই সবচেয়ে নিরাপদ৷ তবে হাতের কাছে উন্নত ধরণের ওই বিশেষ চশমা বা দূরবীন না থাকলে খুব সহজে নিরাপদ চশমা তৈরিও করা যায়৷ একটা কার্ডবোর্ডের বাক্স আর অ্যালুমিনিয়াম ফয়েল থাকলেই তা দিয়েই তৈরি করা যায় চৌকোনো এক মজার চশমা৷ সেই চশমা দিয়ে অনেকক্ষণ ধরে সূর্যগ্রহণ দেখলেও চোখের কোনো ক্ষতি হয় না৷