1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সূর্যগ্রহণের জাদুময় সৌন্দর্য

৯ মার্চ ২০১৬

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন জায়গায় সূর্যগ্রহণ দেখলো লাখো মানুষ৷ বাংলাদেশ, চীন, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আংশিক সূর্যগ্রহণ দেখা গেলেও, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে ইন্দোনেশিয়ায়৷

Kambodscha Sonnenfinsternis
ছবি: picture-alliance/dpa/M. Remissa

দিনের শুরুতেই রাত নেমে আসে আজ ইন্দোনেশিয়ার সুমাত্রা, বোর্নিও ও সুলাওয়েসিসহ বেশ কয়েকটি দ্বীপে৷ স্থানীয় সময় ৬টা ১৯ মিনিট থেকে চাঁদের আড়ালে ঢাকা পড়তে শুরু করে সূর্য৷ ধীরে ধীরে প্রায় ঘণ্টা খানেক ধরে চলে এই সূর্যগ্রহণ৷ একটা সময় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে চাঁদমামা৷ মুহূর্তেই নেমে আসে অন্ধকার, সৃষ্টি হয় এক মায়াবী রাতের৷ তারপর আবারো আস্তে আস্তে কেটে যায় সেই তমস৷

মার্কিন মহাকাশ সংস্থা নাসা প্রকাশিত ভিডিওটি ক্লিক করলে আপনিও দেখতে পারবেন সেই সৌন্দর্য, যা দেখার জন্য উদগ্রিব অপেক্ষায় ছিল বিশ্ববাসী৷ তাই তাদের অনেকে রাস্তায় নেমে আসে, কেউ চলে যায় ছাদে বা উঁচু কোনো জায়গায়৷ কাক ভোরে উঠে চোখে বিশেষ ধরনের চশমা পরে সূর্যগ্রহণ দেখার উৎসবে মাতে ছোটরাও৷

সূর্যগ্রহণকে কেন্দ্র করে পর্যটকদের ঢল নামে ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপে৷ মজার সব দৌড়, ড্রাগন নৌকার প্রতিযোগিতা, নানারকম ধর্মীয় আচার-অনুষ্ঠান – সূর্যগ্রহণ উপলক্ষ্যে চোখে পড়ে এমন আরো অনেক কিছু৷

ডিজি/এসিবি

বন্ধু, আপনি কি কখনও সূর্যগ্রহণ দেখেছেন? জানান আপনার অভিজ্ঞতা, নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ