1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পূর্ব ইউক্রেনে উত্তেজনা, নিহত ৩৪

৬ মে ২০১৪

ইউক্রেনের পূর্বাঞ্চলে স্লোভিয়ানস্কে সরকার বাহিনীর অভিযানে ৩০ জন রুশ বিচ্ছিন্নতাবাদী এবং চার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ অন্যদিকে, ডনেটস্ক-এ সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার৷

ছবি: Getty Images

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন আভাকভ মঙ্গলবার তাঁর ফেসবুক পাতায় জানিয়েছেন, স্লোভিয়ানস্কে সরকারি বাহিনীর অভিযানে ৩০ জন রুশপন্থি নিহত হয়েছে৷ সংঘর্ষে চার সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে ২০ জন৷ পূর্বাঞ্চলে রুশপন্থি ও ইউক্রেন পন্থিদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে সরকার এই পদক্ষেপ নিতে বাধ্য হয় বলে দাবি করেন তিনি৷

এদিকে জার্মান নাগরিকদের ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের কিছু এলাকা ছেড়ে চলে যাবার পরামর্শ দিয়েছে জার্মান সরকার৷ এই অঞ্চলের অনেক অংশে সশস্ত্র বিদ্রোহীরা প্রশাসনিক কাঠামো দখল করে ফেলায় ও তাদের দমন করতে ইউক্রেনের বাহিনীর তৎপরতার ফলে চরম বিপদের আশঙ্কা রয়েছে বলে মনে করে জার্মানি৷

বিমান চলাচল বন্ধ

স্লোভিয়ানস্কের ১২০ কিলোমিটার দক্ষিণে ডনেটস্ক-এ মঙ্গলবার সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে৷ কেবল কিয়েভ থেকে বাইরে যাওয়া বিমান চলাচল অব্যাহত আছে৷ বিমানবন্দরের ওয়েবসাইটে বলা হয়েছে সরকারের নির্দেশে সব বিমান চলাচল বাতিল করা হল৷

তবে কতদিন পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে তা জানা যায়নি৷

নাৎসিদের হাত থেকে ইউরোপের মুক্তি উদযাপনের ৭০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে পুটিন যোগ দেবেন নাছবি: Alexey Nikolsky/AFP/Getty Images

স্লোভিয়ানস্কে অভিযান

সোমবার আভাকভ জানিয়েছেন, স্লোভিয়ানস্কে রুশপন্থিরা অনেক অস্ত্রশস্ত্র মোতায়েন করেছিল এমনকি শেল নিক্ষেপ করছিল তারা৷ ফলে দু'পক্ষেই অনেকে আহত হয়েছে৷ তিনি জানান, সেনারা অন্তত আটশ বিচ্ছিন্নতাবাদীর মোকাবিলা করেছে৷

রুশপন্থিরা জানিয়েছে, তাদের পরিকল্পনা মে মাসের ১১ তারিখে পূর্বাঞ্চলের স্বাধীনতার জন্য তারা একটি গণভোটের আয়োজন করা৷ এদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সহিংসতার দায় চাপিয়েছেন ইউক্রেন সরকারের ঘাড়ে৷ তিনি বলেছেন, কিয়েভ ঐ অঞ্চলে ত্রাসের সৃষ্টি করছে৷

ফ্রান্সের হুঁশিয়ারি

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ মঙ্গলবার হুঁশিয়ার করে বলেছেন, ২৫শে মে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত না হলে গৃহযুদ্ধের কবলে পড়বে দেশটি৷ এ জন্য ইউরোপের সব দেশ এবং যুক্তরাষ্ট্রকে রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তিনি৷ তিনি জানান, পুটিনের সাথে তাঁর অনানুষ্ঠানিক কথা হয়েছে যেখানে তিনি রুশ প্রেসিডেন্টকে বলেছেন ইউক্রেনের জন্য নির্বাচন কতটা জরুরি৷

পুটিনের ফ্রান্স সফর বাতিল

নাৎসিদের হাত থেকে ইউরোপের মুক্তি উদযাপনের ৭০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন যোগ দেবেন না বলে জানিয়েছে রাশিয়ার একটি দৈনিক পত্রিকা৷ পত্রিকাটি প্রেসিডেন্ট অফিসের বরাত দিয়ে লিখেছে জুনে ফ্রান্সে হতে যাওয়া ডি-ডে অনুষ্ঠানে যোগ দেবেন না পুটিন৷ ঐ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ উপস্থিত থাকবেন৷

ক্রাইমিয়ায় সাবমেরিন ও যুদ্ধজাহাজ

এদিকে, রাশিয়া খুব শিগগিরই কৃষ্ণসাগরে ক্রাইমিয়া অঞ্চলে নতুন সাবমেরিন এবং যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে বলে মঙ্গলবার জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সইগু৷

ইউরোপ সম্মেলন

অন্যদিকে, ভিয়েনায় ইউরোপ সম্মেলনের কাউন্সিলে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সংক্ষিপ্ত বৈঠক করেছেন৷ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী৷ এই সম্মেলনে রাশিয়া ও ইউক্রেনসহ ৩০টি দেশের পররাষ্ট্র মন্ত্রী যোগ দিয়েছেন৷ আছেন মানবাধিকার সংগঠনের কর্মীরাও৷ মঙ্গলবার পুরো দিনই ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে৷

এপিবি/এসবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ