1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

পূর্ব ইউরোপে মার্কিন সেনাঘাঁটির প্রস্তাব

৬ এপ্রিল ২০২২

মার্কিন কংগ্রেসে এক উচ্চপদস্থ সামরিক অফিসার জানিয়েছেন, অন্তত এক বছর যুদ্ধ চলবে। পূর্ব ইউরোপে সেনাঘাঁটির পরিকল্পনা অ্যামেরিকার।

ইউক্রেন
ছবি: Gleb Garanich/REUTERS

কিয়েভ থেকে ফিরে গেছে রাশিয়ার সেনা। কিন্তু পূর্ব ইউক্রেনের বিভিন্ন এলাকায় নতুন করে সেনা সাজাতে শুরু করেছে রাশিয়া। ইউক্রেন সংকট নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা করার সময় মার্কিন সেনা অফিসার জেনারেল মার্ক মিলে বলেছেন, আপাতত ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্তত এক বছর এই যুদ্ধ চলবে। তার মতে, যে সমস্ত দেশ ইউক্রেনের পাশে আছে, তাদের এই লড়াইয়ে আরো দীর্ঘদিন যুক্ত থাকতে হবে।

এর পরেই পূর্ব ইউরোপে স্থায়ী সেনাঘাঁটি তৈরির পক্ষে সওয়াল করেন মিলে। তার বক্তব্য, সেখানে স্থায়ী সেনাঘাঁটি তৈরি করে রোটেশনের মাধ্যমে সৈন্যদের মোতায়েন করা হবে। কারণ, ওই অঞ্চল এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র পূর্ব ইউরোপের সেনাঘাঁটিই রাশিয়ার আগ্রাসনের জবাব দিতে পারবে। মিলের বক্তব্য, পোল্যান্ড, রোমানিয়া এবং বাল্টিক রাষ্ট্রগুলি মার্কিন বেস বানানোর আদর্শ জায়গা। ওই রাষ্ট্রগুলিও অ্যামেরিকাকে বেস বানাতে সাহায্য করবে বলে তিনি মনে করেন।

বুচার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি

01:07

This browser does not support the video element.

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, পূর্ব ইউরোপে সেনাঘাঁটি তৈরি এখন কেবল সময়ের অপেক্ষা। এবিষয়ে আগেই ভাবনাচিন্তা হয়েছে। আগামী জুনে ন্যাটোর বৈঠকে চূড়ান্ত প্রস্তাব দেওয়া হবে। তারপরেই ঘাঁটি তৈরির কাজ শুরু হবে।

জেলেনস্কির বক্তব্য

এদিকে জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী থেকে রাশিয়ার সেনাকে পরাস্ত করেছে ইউক্রেনের সেনা। সে কারণেই কিয়েভ থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ক্রেমলিন। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, দীর্ঘ যুদ্ধে রসদ এবং সেনা দুই-ই কমে এসেছে। তাদের সাহায্য প্রয়োজন। এর আগে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের বক্তৃতায় ইউক্রেনের সাধারণ মানুষের উপর রাশিয়ার অত্যাচার নিয়ে সরব হয়েছিলেন জেলেনস্কি। বাকি বিশ্বকে রাশিয়ার বিরুদ্ধে আরো কড়া মনোভাব নেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি।

কিয়েভে নিখোঁজ ৪০০

৩৫ দিন ধরে যুদ্ধ চলার পরে কিয়েভে বহু মানুষ নিখোঁজ। কিয়েভের হস্টোমেল অঞ্চলের সেনা কম্যান্ডার জানিয়েছেন, প্রতিটি বাড়ির বেসমেন্ট পরীক্ষা করে দেখা হচ্ছে। বহু নিহতের দেহও এখনো খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ অন্তত ৪০০। যুদ্ধের সময় যারা পালিয়ে যাননি। বস্তুত, কিয়েভের বেশ কিছু মানুষের মৃতদেহ মিলেছে বুচায়। কম্যান্ডারের বক্তব্য, যুদ্ধ শুরু হওয়ার পরে বহু মানুষ পালিয়ে গেছেন। কিন্তু যারা পালাতে পারেননি, তাদেরও খোঁজ মিলছে না।

নিউজিল্যান্ডের নিষেধাজ্ঞা

আগেই রাশিয়ার উপর বেশ কিছু নিষেধাজ্ঞা চাপিয়েছিল নিউজিল্যান্ড। এবার ফের নিষেধাজ্ঞা ঘোষণা করল তারা। রাশিয়া থেকে বিভিন্ন ধরনের মেশিন আমদানি করে নিউজিল্যান্ড। তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিছু কিছু জিনিস আমদানির ক্ষেত্রে ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে। দেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভ্লাদিমির পুটিন যা করছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

টুইট

ইটালি, স্পেন, স্লোভানিয়ার পদক্ষেপ

বুচার ঘটনা সামনে আসার পর ইটালি, স্পেন এবং স্লোভানিয়া তাদের দেশ থেকে রাশিয়ার রাষ্ট্রদূতদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এস্টোনিয়া এবং লাটভিয়াও তাদের দেশের দুইটি করে রাশিয়ার কনসুলেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কনসুলেটের কর্মীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে যুক্তরাজ্য ৩৫০ বিলিয়ন ডলার রাশিয়ার সম্পত্তি ফ্রিজ করেছে বলে জানিয়েছে। তাদের বক্তব্য, ওই অর্থ ছিল পুটিনের যুদ্ধের সিন্দুক। ওই অর্থ ফ্রিজ করে দেওয়ার ফলে রাশিয়া অর্থ সংকটে পড়বে বলে মনে করছে যুক্তরাজ্য।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ