1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পূর্ব জেরুজালেমে উচ্ছেদ শুরু করল ইসরায়েল

৩ আগস্ট ২০০৯

আন্তর্জাতিক মহলের নিষেধ উপেক্ষা করেই দখলকৃত পুর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উচ্ছেদ শুরু করেছে ইসরায়েল৷ রোববার ইসরায়েলি পুলিশ ৫৩ জন লোককে উচ্ছেদ করে৷ এই ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল৷

পুর্ব জেরুজালেম এলাকাছবি: picture-alliance/ dpa

বার্তা সংস্থা ও টেলিভিশনগুলোর খবরে জানা গেছে, রোববার ভোরে দখলকৃত পুর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকার আল ঘায়ি এবং আল হানুন পরিবারের বাসভবনে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ৷ জোর করে ওই বাড়িদুটির সব লোককে ঘর থেকে বের করে দেওয়া হয়৷ দুইটি পরিবারের মোট ৫৩ জন লোককে এক ঘন্টার মধ্যেই রাস্তায় নামিয়ে দেওয়া হয়৷ উচ্ছেদ হওয়া এসব ফিলিস্তিনির মধ্যে ১৯টি শিশু রয়েছে৷ ১৯৫৬ সাল থেকে শেখ জারাহ এলাকাতে বাস করে আসছে ফিলিস্তিনি ওই দুটি পরিবার৷ উচ্ছেদের সময় ফিলিস্তিনিরা প্রতিবাদ জানালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে৷ পুলিশ প্রায় ১০ জনকে আটক করে এসময়৷ উচ্ছেদ হওয়া হানুন পরিবারে সদস্য মাহের হানুন বলেন, 'আমি এই বাড়িতে জন্ম নিয়েছি৷ আমার বাচ্চারাও এই বাড়িতেই জন্ম নিয়েছে৷ কিন্তু এখন আমরা পথে নেমে গেলাম৷ আমরা এখন উদ্বাস্তুতে পরিণত হলাম৷' ইসরায়েলি কর্তৃপক্ষ ওই জায়গাটিতে হোটেল করার পরিকল্পনা করেছে বলে জানা গেছে৷ এছাড়া পুর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকার আরো ফিলিস্তিনি বসতিও গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের৷ ওইসব এলাকায় ইহুদি বসতি গড়ে তোলা ছাড়াও একটি ধর্মীয় উপাসনালয় গড়ে তোলা হবে৷

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের এমন একতরফা কর্মকান্ডের নিন্দা জানিয়েছে জাতিসংঘ৷ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী রিচার্ড মিরন বলেছেন, ইসরায়েলি নিরাপত্তাবাহিনী যেভাবে ফিলিস্তিনি পরিবারগুলিকে উচ্ছেদ করল তা পুরোপুরি অগ্রহণযোগ্য৷ শেখ জারাহ এলাকায় অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট এক বিবৃতির মাধ্যমে এই ঘটনার নিন্দা জানিয়েছে৷ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল শান্তি চাইলেও এসব কর্মকান্ড তার সঙ্গে মিলছে না৷ আমরা ইসরায়েলকে আহ্বান করবো যাতে তারা উগ্রপন্থীদের কোন সুযোগ না দেয়৷ এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এএফপির কাছে এই ঘটনাকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন৷ তবে তিনি নাম প্রকাশ করতে রাজি হননি৷ উল্লেখ্য, অবৈধ বসতি নির্মাণ বন্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্র যে আহ্বান জানিয়েছিল ইতিমধ্যেই তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ