1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে ফের উত্তাল অন্ধ্রপ্রদেশ

৫ জুলাই ২০১১

পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে ৪৮ ঘন্টার হরতালে আজ গোটা অন্ধ্রপ্রদেশের জনজীবন স্তব্ধ বিশেষ করে রাজ্যের তেলেঙ্গানা অঞ্চলে৷ ছাত্র ও পুলিশের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ৷ সর্বত্র কড়া নিরাপত্তা৷

Protestors attack a vehicle of Telugu Desam party's legislative members during a strike to press the demands for the creation of a separate Telangana state at Osmania University campus , in Hyderabad, India, Thursday, Dec. 24, 2009. Businesses and shops were shut and vehicles stayed off the roads in parts of Andhra Pradesh Thursday in response to a two-day strike called to protest the federal government's decision to delay the creation of a new state out the southern Indian province.(AP Photo/Mahesh Kumar A.)
পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে কংগ্রেস শাসিত অন্ধ্রপ্রদেশের পরিস্থিতি অগ্নিগর্ভছবি: AP

পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে কংগ্রেস শাসিত অন্ধ্রপ্রদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ৷ আজ ৪৮ ঘন্টার হরতালে রাজ্যের বিশেষ করে তেলেঙ্গানা অঞ্চলের জনজীবন একেবারে অচল৷ দোকানপাট, অফিস, স্কুল কলেজ বন্ধ, যানবাহন চলেনি৷ ব্যাহত ট্রেন চলাচল৷ রাস্তাঘাট জনশূন্য৷

ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র-পুলিশ বিক্ষিপ্ত সংঘর্ষ৷ তেলেগু দেশম পার্টির একজন বিধায়ক ক্যাম্পাসে ঢোকার সময় পুলিশ বাধা দিলে মারমুখি হয়ে ওঠে ছাত্ররা৷ পোড়ানো হয় বেসরকারি বাস৷ ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবহার করে কাঁদানে গ্যাস৷ তেলেঙ্গানা সমর্থক কয়েকজন বিধায়ককে পুলিশ আটক করে৷

তেলেঙ্গানা ইস্যুতে শাসক দল কংগ্রেস সহ সব রাজনৈতিক দলের বিধায়ক ও সাংসদদের ইস্তফা দেবার সংখ্যা ক্রমশই বাড়ছে৷ এ পর্যন্ত তেলেঙ্গানার ১১৯ জন বিধায়কের মধ্যে ইতিমধ্যে ইস্তফা দেন ৮১ জন৷ তার মধ্যে কয়েকজন মন্ত্রীসহ কংগ্রেসের ৪৫ জন৷ যাঁরা এখনো ইস্তফা দেননি তেলেঙ্গানা সমর্থক ছাত্র ও যুবকরা তাঁদের বাড়ি বাড়ি গিয়ে পদত্যাগপত্র জমা দেবার জন্য চাপ দেয়৷ না দিলে কিছু ছাত্র আত্মহত্যা করার হুমকি দেন৷ ছাত্র সংঘর্ষ সমিতি বলেছে, দাবি পূরণ না হলে ১১ই জুলাই থেকেআমরণ অনশনে বসবে তাঁরা৷ যে হারে পদত্যাগের সংখ্যা বাড়ছে তাতে রাজ্যে সাংবিধানিক সঙ্কট ঘনীভূত৷ কংগ্রেস সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে৷

ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবহার করে কাঁদানে গ্যাস৷ আর সমর্থক কয়েকজন বিধায়ককে আটক করে পুলিশ৷ছবি: AP

পরিস্থিতি আপাতত সামাল দিতে এক রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে কংগ্রেস বিধায়ক ও সাংসদদের নিয়ে দিল্লিতে কংগ্রেস হাইকমান্ডের হয়ে আলোচনা চালাচ্ছেন গুলাম নবি আজাদ৷ তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আজাদের তেলেঙ্গানা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়৷তেলেঙ্গানার কংগ্রেস নেতা- বিধায়কের বক্তব্য, পার্টির জন্য আমরা ইস্তফা দিইনি, দিয়েছি পৃথক তেলেঙ্গানার জন্য৷কংগ্রেস নেতৃত্বের প্রতি আস্থা আছে৷ আমাদের একটাই দাবি৷ সংসদে সরকার পৃথক তেলেঙ্গানার যে ঘোষণা করেছিলেন, গণতন্ত্রের স্বার্থে তা মানতে হবে৷

তেলেঙ্গানা ইস্যুতে কেন্দ্র পড়েছে উভয়সঙ্কটে৷ অন্ধ্রপ্রদেশকে বিভাজিত করলে সমস্যা না করলেও সমস্যা৷ অন্ধ্রের বাকি অংশে তখন জ্বলবে আগুন৷ কংগ্রেস সূত্র বলছে, তেলেঙ্গানা অঞ্চলে স্বশাসিত পরিষদ গড়ে তোলার সম্ভাবনা ভাবা হচ্ছে৷ খানিকটা গোর্খা পার্বত্য পরিষদের মডেলে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ