1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৃথিবীতে ফিরেছেন জার্মানির গেয়ার্স্টসহ তিন নভোচারী

১০ নভেম্বর ২০১৪

মহাকাশে ১৬৫ দিন কাটানোর পর রাশিয়ার মাক্সিম সুরাইয়েভ ও অ্যামেরিকার রিড ওয়াইজম্যানের সঙ্গে পৃথিবীতে ফিরেছেন জার্মান নভোচারী আলেক্সান্ডার গেয়ার্স্ট৷ সোমবার ভোরে মহাকাশযান সোইয়ুজ তাঁদের নিয়ে কাজাখস্তানে অবতরণ করে৷

Alexander Gerst Maxim Surayev ISS Landung Kasachstan
ছবি: Reuters/Shamil Zhumatov

কাজাখস্তানে সোইয়ুজ থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই তিন নভোচারীকে কম্বলে জড়িয়ে দেয়া হয়৷ ভূপৃষ্ঠে পা রাখার কিছুক্ষণ পর এক টেলিভিশন চ্যানেলকে রুশ ভাষায় গেয়ার্স্ট বলেন, ‘‘সার্বিক সহায়তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ৷''

আইএসএস-এ গিয়ে কাজ করা জার্মানির একাদশতম মহাকাশচারী গেয়ার্স্ট আইএসএসে পৌঁছানোর পর থেকেই টুইটারে নিজের নানান অভিজ্ঞতার কথা লিখে আসছিলেন৷ ৩৮ বছর বয়সি গেয়ার্স্ট সোমবার জার্মানির কোলন শহরে ফিরবেন৷ বন শহরের পাশের শহর কোলনে তাঁর অপেক্ষায় আছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা৷ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএসে ১৬৫ দিন থাকার ফলে তাঁর শরীরের কী অবস্থা হয়েছে চিকিৎসকরা তা পরীক্ষা করে দেখবেন৷ মহাকাশে দিনগুলো কেমন কেটেছে গেয়ার্স্ট তা জানাবেন আগামী বৃহস্পতিবার৷ সেদিন এক সংবাদ সম্মেলনে তাঁর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা৷

মূলত আগ্নেয়গিরি বিশেষজ্ঞ গেয়ার্স্ট আইএসএসে তাঁর প্রথম অভিযানে আরেকটি অনন্য কৃতিত্বের অংশীদার হয়েছেন৷ গতমাসে যুক্তরাষ্ট্রের রিড ওয়াইজম্যানের সঙ্গে ‘স্পেসওয়াক' করেছেন তিনি৷ এর ফলে ‘স্পেসওয়াক' করা তৃতীয় জার্মান নভোচারী এখন আলেক্সান্ডার গেয়ার্স্ট৷

১৬৫ দিনের অভিযানে আইএসএসে কমান্ডার, অর্থাৎ নেতৃত্বের ভূমিকায় ছিলেন রাশিয়ার নভোচারী মাক্সিম সুরাইয়েভ৷ তিনি জানান, বিভিন্ন কাজে যখনই দায়িত্ব বণ্টনের এবং নেতৃত্বের প্রশ্ন এসেছে তাঁরা তখন সৌহার্দ্যকে অটুট রাখার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নিয়েছেন৷ এর ফলে কখনো কোনো মনোমালিন্য হয়নি বলেও জানিয়েছেন তিনি৷ তাঁদের এই দৃষ্টান্তকে ‘অনুকরণীয়' হিসেবে বর্ণনা করে সুরাইয়েভ বলেন, ‘‘আমরা প্রত্যেকটা কাজ করেছি সহযোগিতার মনোভাব ধরে রেখে৷ আমি মনে করি, সবারই এখান থেকে কিছু শেখা উচিত এবং আইএসএস ক্রুদের দেখানো এই দৃষ্টান্ত অনুসরণ করা উচিত৷ ''

এসিবি/জেডএইচ (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ