1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৃথিবীতে ফিরে এলো মার্কিন নভোখেয়া ‘এন্ডেভার’

১ জুন ২০১১

১৬ দিন পর আবার পৃথিবীর মাটি স্পর্শ করল মার্কিন মহাকাশ ফেরি ‘এন্ডেভার’৷ এটাই তার শেষ ফেরা৷ কেননা, আর কখনো সে যাবে না মহাকাশে৷ বরং এই ‘শাটল’ কর্মসূচি শেষে এন্ডেভার’কে পাঠিয়ে দেয়া হবে জাদুঘরে৷

গ্রিনিচ মান সময় ৬টা ৩৫ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে নেমে আসে এন্ডেভারছবি: AP

গ্রিনিচ মান সময় ৬টা ৩৫ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের মাটি ছোঁয় এন্ডেভার৷ এই যাত্রায় এন্ডেভার'এর নভোচারীরা আইএসএস'এতে ‘আলফা-ম্যাগনেটিক স্পেকট্রোমিটার-২' স্থাপন করেছে৷ যেটা মহাজগতের উৎস সম্পর্কে গবেষণা করতে বিজ্ঞানীদের সহায়তা করবে৷

এন্ডেভার'এর অন্তিম যাত্রায় ছিলেন মোট ছয়জন নভোচারী৷ এর মধ্যে পাঁচজন মার্কিন ও একজন ইটালির৷ এই দলের নেতৃত্ব দেন মার্ক কেলি৷ তিনি মার্কিন কংগ্রেস সদস্যা গ্যাব্রিয়েল গিফোর্ডসের স্বামী৷ এক নির্বাচনী প্রচারের সময় গিফোর্ডসকেই এক তরুণ গুলি করেছিল৷ গুরুতর জখম হন তিনি৷

এন্ডেভার'এর অন্তিম যাত্রায় ছিলেন মোট ছয়জন নভোচারীছবি: picture alliance/dpa

এ বছরের শুরুর দিকে আরেক নভোখেয়া ‘ডিসকভারি'ও মহাকাশে তার শেষ যাত্রা করে আসে৷ এরপর তাকেও পাঠিয়ে দেওয়া হয় জাদুঘরে৷ আর এন্ডেভার'এর পর, অপর একটি ফেরি ‘অ্যাটলান্টিস' শেষবারের মতো মহাকাশে যাবে জুলাই'এর ৮ তারিখ৷ তাহলেই শেষ হয়ে যাবে ৩০ বছর ধরে চলে আসা ‘শাটল' কর্মসূচি৷ আর এরপর থেকে, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র বা আইএসএস'এ যেতে নভোচারীদের রাশিয়ার নভোখেয়া ভাড়া করতে হবে৷ যার একটি আসনের ভাড়া হবে ৫১ মিলিয়ন ডলার৷ নাসা বলছে নতুন মহাকাশ ফেরি তৈরি হবে ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে৷

উল্লেখ্য, মার্কিন ঐ ‘শাটল' কর্মসূচির আওতায় আরো দুটি নভোখেয়া ছিল যেগুলো দুর্ঘটনায় পড়ে ধ্বংস হয়ে যায়৷ এর মধ্যে ‘চ্যালেঞ্জার' ধ্বংস হয় ১৯৮৬ সালে, আর ‘কলাম্বিয়া' ২০০৩ সালে৷ এতে মারা যান ১৪ জন নভোচারী৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ