1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৃথিবীর মতো গ্রহের খোঁজে

৫ মার্চ ২০১৪

অন্য গ্রহে প্রাণের সম্ভাবনা খতিয়ে দেখতে ২০২৪ সালে একঝাঁক টেলিস্কোপ নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে ‘প্লেটো’ নামের এক অবজারভেটরি যান৷ সৌরজগত সম্পর্কেও নতুন তথ্যের খোঁজ চালানো হবে এই অভিযান৷

Symbolbild - Sternsystem Kepler 62f
ছবি: NASA Ames/JPL-Caltech

বিশ্বব্রহ্মাণ্ডের গভীরে ছড়িয়ে রয়েছে এমন অসংখ্য নক্ষত্র, যাদের চারিপাশে প্রদক্ষিণ করছে অনেক গ্রহ৷ সম্প্রতি মার্কিন মহাকাশ সংস্থা নাসা একাধিক এমন গ্রহের সন্ধান পেয়েছে৷ বহু দূরের এই সব গ্রহ বা ‘এক্সোপ্ল্যানেট' সম্পর্কে অবশ্য চটজলদি খুব বেশি তথ্য পাওয়া কঠিন৷ তাদের আলোর ছটা বিশ্লেষণ করে বড়জোর গ্রহের উপাদান সম্পর্কে জানা যায়৷

দূরের গ্রহ সন্ধানের উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে নতুন এক অভিযানের পরিকল্পনা করেছে ইউরোপীয় মহাকাশ সংস্থা৷ এর আওতায় ২০২৪ সালে ‘প্লেটো' নামের এক অবজারভেটরি যান মহাকাশ থেকেই গ্রহের অনুসন্ধান চালাবে৷ ছয় বছর ধরে বিশ্বব্রহ্মাণ্ডের গভীরের রহস্য উন্মোচন করবে এই যান৷ এই অভিযানের জন্য প্রায় ৬০ কোটি ইউরো ধার্য করা হয়েছে৷ জার্মানির এয়ারোস্পেস সেন্টার ডিএলআর এই অভিযানের মূল দায়িত্বে থাকবে৷

পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে ‘এল-টু' নামের একটি এলাকা থেকে পর্যবেক্ষণের কাজ চালাবে ‘প্লেটো'৷ সূর্য, পৃথিবী ও চাঁদ থেকে দূরের এই অবস্থানের সুবিধা হলো, সেখান থেকে সারা বছর ধরে মহাকাশের গভীরে নজর রাখা যায়৷

‘প্লেটো'-র মধ্যে থাকবে ৩৪টি ছোট টেলিস্কোপ ও ক্যামেরা৷ তাদের মূল কাজ হবে পৃথিবীর মতো গ্রহগুলিকে আরও খুঁটিয়ে পর্যবেক্ষণ করা৷ কোনো গ্রহ তার নক্ষত্রের থেকে বিশেষ এক দূরত্বে থাকলে জল থাকতে পারে, ফলে সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা রয়েছে৷ ১৯৯৫ সালে প্রথমবারের মতো এমন একটি গ্রহের খোঁজ পাওয়া গিয়েছিল৷ এখনো পর্যন্ত প্রায় ৭৭৫টি ‘এক্সট্রাসোলার' গ্রহ আবিষ্কৃত হয়েছে৷

শুধু পৃথিবীর মতো গ্রহ সম্পর্কে তথ্য সংগ্রহ নয়, ‘প্লেটো' আমাদের সৌরজগতের সঙ্গে অন্যান্য নক্ষত্র ব্যবস্থার গঠনেরও তুলনা করবে৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ