1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন সৌরজগতের সন্ধান পেল নাসা

১৫ ডিসেম্বর ২০১৭

আমাদের সৌরজগতে যতগুলো গ্রহ আছে, ঠিক তেমনটি আটটি গ্রহের একটি সৌরজগতের সন্ধান পেয়েছেন নাসার কেপলার মহাকাশ টেলিস্কোপ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স৷ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ সংস্থাটি৷

Kepler 90: Nasa entdeckt acht Planeten in fremdem Sonnensystem
ছবি: picture alliance/dpa/epa/NASA/Ames/JPL-Caltech

বৃহস্পতিবার ঐ সৌরজগতের অষ্টম গ্রহের খোঁজ পান নাসার বিজ্ঞানীরা৷ এর পরপরই তাঁরা জানান, ঐ গ্রহটি পৃথিবীর মতো একটি সৌরজগতের অংশ৷ 

অষ্টম গ্রহটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে তার নাম কেপলার-৯০৷ আর গ্রহটির নাম কেপলার-৯০আই৷ এটিও পৃথিবীর মতো সূর্য থেকে তৃতীয় অবস্থানে আছে (থার্ড রক ফ্রম ইটস সান)৷ তবে দূরত্বের বিচারে কেপলার-৯০আই তার সূর্য, মানে কেপলার-৯০'এর খুব কাছে অবস্থান করছে এবং নিজের কক্ষ পথে ঘুরতে তার সময় লাগছে মাত্র ১৪ দিন৷ এ কারণে এই গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা ৪২৭ ডিগ্রি সেলসিয়াস৷

নাসা এক বিবৃতিতে জানিয়েছে, ঠিক আমাদের সৌরজগতের মতো আর একটি সৌরজগত পাওয়া গেছে, যেখানে আটটি গ্রহ রয়েছে এবং সেগুলি একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে৷ তবে এই গ্রহগুলোতে জীবনধারণ সম্ভব নয়৷ এই সৌরজগতটি আমাদেরটি থেকে ২,৫৪৫ আলোকবর্ষ দূরে অবস্থান করছে৷

অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ অ্যাড্রু ভ্যানডেরব্যর্গ জানিয়েছেন, ‘‘কেপলার-৯০ নক্ষত্রটির সৌরজগত আমাদের সৌরজগতের ছোট সংস্করণ৷ আর কেপলার-৯০আই গ্রহটি পৃথিবীর চেয়ে ৩০ ভাগ বড়, কিন্তু নক্ষত্রের খুব কাছে হওয়ায় তাপমাত্রা অত্যধিক৷ তবে আমাদের পৃথিবীর মতোই এটি পাথুরে গ্রহ৷'' এটিকে খুঁজতে গুগলের মাধ্যমে একটি যন্ত্র ব্যবহার করেছেন বিজ্ঞানীরা৷ এই পদ্ধতিতে আরও নতুন নতুন গ্রহ আবিষ্কারের আশা করছেন মহাকাশ বিজ্ঞানীরা৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

বন্ধুরা, কেপলার-৯০আই গ্রহে কি পৃথিবীর মতো প্রাণ থাকতে পারে? জানান আপনার মন্ব্য, নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ