পৃথিবী জুড়ে দিল্লি হিংসার প্রতিবাদে সরব সাধারণ মানুষ। রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন চলছে সর্বত্র।
বিজ্ঞাপন
দেশের ভিতর প্রতিবাদ হচ্ছে। পশ্চিমবঙ্গ, কেরালা সহ সর্বত্র দিল্লি হিংসার প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ, ছাত্ররা। এ বার দিল্লির ঘটনা নিয়ে সরব হলেন গোটা পৃথিবীর ভারতীয় বংশোদ্ভূতরা। তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিয়েছেন বিদেশি নাগরিকেরাও।
শনি এবং রবিবার শুধুমাত্র ইউরোপেই ১৮টি শহরে দিল্লি হিংসার প্রতিবাদে মিছিল-মিটিংয়ের আয়োজন হয়। ব্রাসেলস, বার্লিন, মিউনিখ, প্যারিস, স্টকহোম, হেগ, ডাবলিন, গ্লাসগো এবং লন্ডনে শয়ে শয়ে মানুষ রাস্তায় নামেন। অধিকাংশ জায়গাতেই ভারতীয় দূতাবাসের বাইরে গিয়ে প্রতিবাদ দেখান মূলত ভারতীয় বংশোদ্ভূতরা। তবে প্যারিস, ডাবলিনে বহু অভারতীয়কেও প্রতিবাদে যোগ দিতে দেখা যায়। প্রতিবাদীরা কোথাও কালো জামা পরে বিক্ষোভ দেখিয়েছেন। কোথাও আবার মিছিলে হাঁটতে হাঁটতে তাঁরা গেয়েছেন 'হাম দেখেঙ্গে'। প্যারিসে মিছিল শেষে নীরবতা পালন করেছেন প্রতিবাদীরা। রাস্তার উপরে রেখেছেন সাদা গোলাপ। সাদা গোলাপ ইউরোপীয় প্রতিবাদের ইতিহাস ফ্যাসিবাদ বিরোধী প্রতীক। মিছিল থেকে আরএসএস এবং বিজেপির বিরুদ্ধেও স্লোগান ওঠে।
দিল্লির দাঙ্গা নিয়ে বিশ্বের প্রতিক্রিয়া
ভারতের দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গায় কমপক্ষে ৪৬ জন প্রাণ হারিয়েছেন৷ এই ঘটনায় অনেকে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন৷
ছবি: DW/S. Ghosh
বাংলাদেশের বিশিষ্ট নাগরিকদের বিবৃতি
বাংলাদেশের ১২ জন বিশিষ্ট নাগরিক ভারতে সাম্প্রদায়িক দাঙ্গায় গভীর উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন৷ তাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে ভারত সরকার ও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে প্রতিবেশী দেশগুলোতে শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার মতো পরিবেশ তৈরি হতে পারে বলেও বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা৷
ছবি: DW/S. Ghosh
ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জাভেদ জারিফ সোমবার এক টুইটে লিখেছেন, ‘‘ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতার সমালোচনা করছে ইরান৷ গত কয়েক শতাব্দী ধরে ইরান ভারতের বন্ধু৷ সব ভারতীয়র মঙ্গল নিশ্চিত করতে এবং অর্থহীন গুন্ডামি চলতে না দিতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা৷’’ এদিকে, জারিফের প্রতিক্রিয়ার প্রতিবাদ জানাতে ভারত মঙ্গলবার ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিল৷
ছবি: picture-alliance/dpa/T. Hase
ডনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারত সফরে গিয়েছিলেন৷ সেই সময় দিল্লিতে দাঙ্গা শুরু হয়৷ তবে এই বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর আলোচনা হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প৷ অবশ্য সহিংসতার বিষয়টি তিনি শুনেছেন বলে স্বীকার করেছেন৷
ছবি: Reuters/A. Drago
মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী
ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট পদে নির্বাচনে আগ্রহী দুই প্রার্থী বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেন টুইটারে প্রকাশিত বিবৃতিতে ভারতে সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন৷ ‘‘২০ কোটির বেশি মুসলমান ভারতকে নিজেদের দেশ মনে করেন,’’ বলেন স্যান্ডার্স৷ জবাবে ট্রাম্প বলেন, ‘‘এটা ভারতের ব্যাপার৷ মানবাধিকার নিয়ে কাজ করা নেতৃত্বের ব্যর্থতা এটা৷’’
ছবি: picture-alliance/newscom/E. M. PioRoda
ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘‘ভারতে ২০ কোটি মুসলমানকে ‘টার্গেট’ করা হচ্ছে৷ বিশ্ব সম্প্রদায়কে এখন অবশ্যই এগিয়ে আসতে হবে৷’’
মার্কিন প্রতিনিধি পরিষদ
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এলিয়ট অ্যাঙ্গেল বলেছেন, ‘‘গত কয়েকদিন ধরে ভারতে সাম্প্রদায়িক সহিংসতায় প্রাণহানির খবরে আমরা খুবই উদ্বিগ্ন৷’’
ছবি: Getty Images/S. Corum
ওআইসি
বৃহস্পতিবার এক বিবৃতিতে ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন’ ওআইসি ‘ভারতে মুসলমানদের বিরুদ্ধে চলমান ভয়াবহ হামলা এবং মসজিদ ও মুসলমানদের সম্পত্তিতে আগুন দেয়া ও ভাঙচুরের’ সমালোচনা করেছে৷
ছবি: picture-alliance/AP Photo
রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান বৃহস্পতিবার এক বক্তব্যে বলেন, ‘‘বর্তমানে ভারত এমন এক দেশে পরিণত হয়েছে যেখানে নির্বিচারে হত্যাকাণ্ড চলছে৷ কাদের হত্যা করা হচ্ছে? মুসলমানদের৷ কারা করছে? হিন্দুরা৷’’
ছবি: Getty Images/AFP/A. Altan
জাতিসংঘের মানবাধিকার প্রধান
‘অফিস অফ দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস’ ওএইচসিএইচআর কমিশনার মিশেল বাচেলেট ভারতে মুসলমানদের বিরুদ্ধে হামলার সময় পুলিশের নীরব ভূমিকার খবরে উদ্বেগ প্রকাশ করেন৷
ছবি: picture-alliance/dpa/Agencio Uno/S. B. Gaete
ইউএসসিআইএফআর
যুক্তরাষ্ট্রের ‘ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রেলিজিয়াস ফ্রিডম’ ইউএসসিআইএফআর এক টুইটে দিল্লিতে মুসলমানদের উপর হামলার খবরে উদ্বেগ প্রকাশ করে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় পদক্ষেপ নিতে মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে৷
ছবি: DW/S. Ghosh
রাশিদা তালিব
মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট দলের সদস্য রাশিদা তালিব ভারতে ট্রাম্পের সফরের সময় টুইটে বলেছিলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ হওয়া উচিত মুসলমানদের লক্ষ্য করে চলা সাম্প্রদায়িক সহিংসতা৷ ‘‘মুসলমানবিরোধী সহিংসতা চলার সময় আমরা বসে থাকতে পারি না,’’ বলেন তিনি৷
ছবি: picture-alliance/dpa/P. Sancya
ভারতের সমালোচনা
দাঙ্গা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ার সমালোচনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়৷ এক বিবৃতিতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনাকে ‘বিভ্রান্তিকর ও অসত্য’ বলে আখ্যায়িত করেছে৷ একই সঙ্গে ভারতের এমন ‘স্পর্শকাতর সময়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য’ না করারও আহ্বান জানানো হয়েছে৷
ছবি: Reuters/A. Hussain
12 ছবি1 | 12
শুধু ইউরোপ নয়, অ্যামেরিকাতেও বহু শহরে দিল্লির ঘটনার প্রতিবাদ হয়েছে। নিউ ইয়র্ক, শিকাগোয় কার্যত ঘেরাও করে ফেলা হয় ভারতীয় দূতাবাস। দূতাবাসের কর্মীদের দেখলেই প্রতিবাদীরা 'শেম শেম' বলে স্লোগান দিতে থাকেন। প্রতিবাদীরা জানিয়েছেন, ভবিষ্যতেও তাঁরা এই ঘটনার প্রতিবাদ করবেন। নিউ ইয়র্কের প্রতিবাদে যোগ দেওয়া আয়মান ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''দিল্লির ঘটনা গোটা বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি নষ্ট করেছে। গোটা বিশ্ব দেখেছে, পুলিশ কী ভাবে দাঁড়িয়ে থেকে হিংসা হতে দিয়েছে। কোনও সভ্য দেশে এমনটা ঘটতে পারে না।''
দিল্লি হিংসার প্রতিবাদ হয়েছে দেশেও। বস্তুত সিএএ এবং এনআরসি নিয়ে গত কয়েকমাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে। প্রতিবাদকারীদের একটি বড় অংশ কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বস্তুত, সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন বিদেশ থেকে ভারতে পড়তে আসা ছাত্রছাত্রীরাও। আগেই এমন এক জার্মান ছাত্রকে দেশে ফিরে যেতে বলেছিল ভারতের বিদেশমন্ত্রক। গত শুক্রবার আরও দুই বিদেশি ছাত্রকে দেশে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। একজন পোল্যান্ডের, অন্যজন বাংলাদেশের। যদিও নির্দেশ পাওয়ার পরে ওই দুই ছাত্রই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে তাঁদের বন্ধুরা জানিয়েছেন, দু'জনেই দেশে ফিরে গিয়েছেন।