1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৃথিবী থেকে হারিয়ে যাবে ৭০০০ আদিবাসী ভাষা

১৭ জুলাই ২০১৬

দেশে দেশে আদিবাসী ও সংখ্যালঘুদের ওপর গণহত্যা, জবর দখল এবং সংঘাতের কারণে তাঁদের অস্তিত্ব আজ বিপন্ন৷ এর ফলে হারিয়ে যাচ্ছে তাঁদের সংস্কৃতি ও ঐতিহ্যও৷ হারিয়ে যাচ্ছে ভাষা৷ এমনটাই বলছে মানবাধিকার সংস্থাগুলো৷

বাংলাদেশের বান্দরবনের দুর্ভিক্ষে মায়ের সাথে সন্তানরা
ছবি: DW/H. Ur Rashid Swapan

মাইনরিটি রাইটস গ্রুপ বা এমআরসি সম্প্রতি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইথিওপিয়া, চীন ও ইরাকে সংঘাত, উচ্ছেদের কারণে সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসীদের জীবন বিপন্ন হচ্ছে৷ আর সেইসাথে তাদের সংস্কৃতিও হারিয়ে যেতে বসেছে৷ সংস্থাটির নীতি ও যোগাযোগ পরিচালক কার্ল সোডারবার্গ বলেছেন, যদিও আদিবাসী বা ধর্মীয় সংখ্যালঘুদের উপর এ ধরনের নির্যাতনের ঘটনা নতুন নয়, তবে বর্তমানে তাদের উপর হামলা ও নির্যাতনের ঘটনার মাত্রা ভয়াবহভাবে বাড়ছে৷

সিরিয়া ও ইরাকে যে যুদ্ধ চলছে তাতে বহু মানুষ গৃহহীন হচ্ছে, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ধর্মীয় সংখ্যালঘু, যেমন ইয়াজিদি এবং সাবিয়ান মাদিয়ানরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ স্টেট অব দ্য ওয়ার্ল্ডস মাইনরিটিস অ্যান্ড ইন্ডেজেনাস পিপলস ২০১৬-এর প্রতিবেদনে এ কথাই তুলে ধরেছেন কার্ল৷

তাই নিজেদের পূর্বপুরুষের বসতি থেকে আদিবাসী সম্প্রদায় নির্মূলের সমূহ আশঙ্কা রয়েছে৷ আশঙ্কা রয়েছে তাঁদের ঐতিহ্য ও সংস্কৃতি হারিয়ে যাওয়ার, কেননা স্থানভেদে এ সব সংস্কৃতি লালিত হয়৷ ইরাকে সাম্প্রতিক সহিংসতায় সংখ্যালঘু সম্প্রদায় যেমন ইয়াজিদি, তুর্কি, সাবাক, খ্রিষ্টান এবং কাকাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গৃহহীন হয়েছে সবচেয়ে বেশি৷

জাতিসংঘের হিসেব অনুযায়ী, জঙ্গি সংগঠন তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস নৃশংস অত্যাচার চালিয়েছে ইয়াজিদিদের ওপর৷ তাঁদের হত্যা করা হয়েছে, বন্দি করা হয়েছে এবং বানানো হয়েছে দাস৷ তাঁদের ওপর গণহত্যা চালানো হয়েছে বলে গত জুন মাসেও জানিয়েছে জাতিসংঘ৷ সবচেয়ে ভযাবহ হলো, আইএস আদিবাসী এবং ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংস করছে৷ এতে করে আদিবাসীদের সংস্কৃতির পাশাপাশি তাঁদের পরিচিতিও পড়েছে হুমকির মুখে৷ কেননা যখন একটি সম্প্রদায় নিজ ভূমি থেকে উচ্ছেদ হয়, তখন তাদের সংস্কৃতি এবং এতিহ্য ধরে রাখাটা ভীষণ কষ্টকর হয়৷ এছাড়া পরবর্তী প্রজন্মে তাদের সংস্কৃতি ছড়িয়ে দেয়াটাও তখন সহজ হয় না৷ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের এই সংঘাত পরিস্থিতি চলতে থাকলে ২১১৫ সালের মধ্যে অন্তত ৭,০০০ আদিবাসী ভাষা পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে৷

এপিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ