1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমদানি ৪২ টাকা খুচরা ১৫০

৪ নভেম্বর ২০১৯

দেশে পেঁয়াজের দাম বাড়ার পিছনে রয়েছে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসাজি৷ মিয়ানমার থেকে যেই পেঁয়াজ আমদানি হচ্ছে ৪২ টাকায়, ভোক্তা পর্যায়ে তা বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে৷

ছবি: bdnews24.com/A. Mannan

অভিযোগ দামের এই কারসাজিতে জড়িত আমাদানিকারক, সিএন্ডএফ এজেন্ট ও আড়তদাররা৷

ভারত গত ২৮ অক্টোবর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়৷ এরপর বাংলাদেশে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হলেও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখা যায়নি৷ রপ্তানি বন্ধের আগের দিনও বাজারে পেঁয়াজের কেজি ছিলো ৮০ টাকা৷

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ভারতীয় পেঁয়াজ আসা বন্ধ থাকলেও দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই৷ পেঁয়াজ আসছে মিয়ানমার থেকেও৷ তারপরও দাম বেড়ে গেছে দ্বিগুণ৷

চট্টগ্রাম জেলা প্রশাসন এই দর বৃদ্ধির পিছনে মিয়ানমার থেকে পেঁয়াজ আমাদানিকারক ১২ জনের একটি সিন্ডিকেটকে দায়ী করেছে৷ তারা কক্সবাজারের টেকনাফভিত্তিক আমদানিকারক৷ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম খাতুনগঞ্জে অভিযান চালাতে গিয়ে এই সিন্ডিকেটকে চিহ্নিত করেন৷ তিনি ডয়চে ভেলেকে জানান, ‘‘আমরা কাগজপত্র পরীক্ষা করে দেখেছি আমদানিকারকেরা এখন মিয়ানমার থেকে ৪২ টাকা কেজি দরে পেঁয়াজ আমদানি করে৷ কিন্তু আড়তদারদের মাধ্যমে তারা প্রতি কেজি পাইকারিতে ১১০ টাকায় বিক্রি করে৷’’ আর খুচরা পর্যায়ে এই পেঁয়াজ বিক্রি হয় ১৫০ টাকা কেজিতে৷

ভারত থেকে এখন যে সামান্য পেঁয়াজ আসছে তা পুরনো এলসির৷ এ পর্যন্ত এক হাজার ৫০ টন পুরনো এলসির পেঁয়াজ এসেছে প্রতি টন আগের ৮৫০ মার্কিন ডলার দামে৷ যা কেজিতে পড়ে ৬০ টাকা করে৷

এখন প্রতিদিন গড়ে এক হাজার টনের বেশি পেঁয়াজ আসছে মিয়ানমার থেকে৷ তৌহিদুল ইসলাম জানান, ‘‘আমাদের হিসাবে রোববার মিয়ানমার থেকে ৬০ ট্রাক পেঁয়াজ এসেছে৷ প্রতি ট্রাকে ২০ টন হিসাবে তা এক হাজার ২০০ টন৷’’

পাইকারি বাজারে এক কেজি পেঁয়াজের দাম ৫০ টাকার বেশি হতে পারে না: নির্বাহী ম্যাজিস্ট্রেট

This browser does not support the audio element.

রোববার খাতুনগঞ্জে ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকজন আড়তদারকে (কমিশন এজেন্ট) জরিমানা করে৷ সোমবার সেখানকার পাইকারি বাজারে পেঁয়াজের কেজি ৭০ টাকায় নেমে আসে, যা আগের দিনও ছিলো ১১০ টাকা কেজি৷ তৌহিদুল ইসলাম বলেন, ‘‘আমরা মনে করি আমদানির পর পরিবহন এবং অন্যান্য খরচ ধরে পাইকারি বাজারে এক কেজি পেঁয়াজের দাম ৫০ টাকার বেশি হতে পারে না৷ তাই আমরা মিয়ানমারের পোঁয়াজের পাইকারি বিক্রি কেজিতে ৫০ টাকার মধ্যে রাখতে বলেছি৷’’

খাতুনগঞ্জের আড়তদার আবুল বাশার দাবি করেন পেঁয়াজের পাইকারি দামে তাদের কোনো হাত নেই৷ এটা যারা আমদানি করেন তারাই ঠিক করে দেন৷ তিনি বলেন, ‘‘আমরা কেজিতে প্রতি ৫০-৬০ পয়সা কমিশন পাই৷ আমদানিকারকরা আমাদের বাজার দেখে যে দাম বলে সেই দামে আমরা বিক্রি করি৷ পেঁয়াজের আমদানি মূল্যের ওপর আমাদের ধারণা নাই, আমরা কমিশন পাই মাত্র৷’’

চট্টগ্রামের খাতুনগঞ্জে সোমবার পেঁয়াজের কেজি পাইকারিতে ৭০ টাকা হলেও ঢাকার শ্যামবাজারে বিক্রি হচ্ছে ১১০ টাকাতে৷ শ্যামবাজারের আড়তদার আব্দুল মাজেদ জানান, ‘‘এখন বাজারে মিয়ানমারের পেঁয়াজই আছে৷ ভারতীয় কোনো পেঁয়াজ নাই৷’’ ঢাকা ও চট্টগ্রামের মধ্যে পাইকারি দামে এত পার্থক্য কেন জানতে চাইলে তিনি বলেন, ‘‘সেটা যারা আমদানি করে তারা বলতে পারবেন৷ আমরা কমিশন পাই৷’’

মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির সিএন্ডএফ এজেন্ট টেকনাফের শওকত আলম দাবি করেন, ‘‘মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির দুইটি হিসাব আছে৷ অফিসিয়াল রেট প্রতি টন ৫০০ ডলার, কিন্তু এখন আমাদের কিনতে হচ্ছে ৮০০ ডলারে৷ এখানে এলসি খুলতে হয় না৷ নগদ টাকা নিয়ে যাই, পেঁয়াজ নিয়ে আসি৷ আমাদের এখন প্রতি কেজি কিনতে প্রায় ৮০ টাকা খরচ হয়৷ তাই কোজিতে ১০-১৫ টাকাতো ব্যবসা করবই৷’’ তবে এক পর্যায়ে তিনি বলেন, ‘‘মিয়ানমারে এক খাতা (স্থানীয় মাপ) পেঁয়াজের দাম ৮০ টাকা৷ এক খাতায় দেড় কেজি৷ সেই হিসাবে এক কেজির দাম ৬০ টাকা৷’’

মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির দুইটি হিসাব আছে: শওকত আলম

This browser does not support the audio element.

নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, ‘‘এই সিন্ডিকেটে আমদানিকারকের সঙ্গে কমিশন এজেন্ট এবং টেকনাফের কিছু সিএন্ডএফ এজেন্টও জড়িত৷ তারা নানা কাহিনী তৈরি করছে৷ মিয়ানমারে ৪২ টাকার ওপরে পেঁয়াজ নেই৷’’

তিনি বলেন, ‘‘আমরা ১২ জনের তালিকা পাঠিয়েছি কক্সবাজার জেলা প্রশাসকের কাছে ব্যবস্থা নেয়ার জন্য৷ বাণিজ্য মন্ত্রণালয়েরও একটি টিম ঢাকা থেকে পাঠানো হয়েছে মনিটর করার জন্য৷’’

ওই ১২ জনের একজন টেকনাফের মোহাম্মদ জাকারিয়া ওরফে জহির দাবি করেন, তিনি এবার মিয়ানমার থেকে বেশি পেঁয়াজ আনেননি৷ আটশ বস্তা ( প্রতি বস্তায় ৪০ কেজি) পেঁয়াজ এনেছেন৷ বড় ব্যবসায়ীরা অনেক বেশি এনেছেন৷ তিনি বলেন, ‘‘৪২ টাকা কেজি বলা হলেও ৪২ টাকায় আনা যায় না৷ পেঁয়াজ পচে যায়, ওজন কমে যায়৷ আরো অনেক ধরনের খরচ আছে৷ তাই আমরা দাম বেশি নেই৷’’

তিনি আরো দাবি করেন, ‘‘মিয়ানমারের কিছু বড় ব্যবসায়ী কক্সবাজারেও ব্যবসা করে৷ তারা সিন্ডিকেট করে পেঁয়াজের ব্যবসা করছে৷ আমরা এসব করি না৷’’

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ