1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পেঁয়াজ এবং রোহিঙ্গা থেকে ভ্যাকসিনের শিক্ষা

২০ অক্টোবর ২০২০

ডাব্লিউএইচও বলছে, এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতে করোনা ভ্যাকসিন নিবন্ধনের জন্য প্রস্তুত হতে পারে৷ ভ্যাকসিন এলেই শুরু হবে প্রতিযোগিতা৷ সেই প্রতিযোগিতার জন্য কতটা তৈরি বাংলাদেশ?

ছবি: picture-alliance/dpa/Geisler-Fotopress

ভ্যাকসিন যাতে ‘জোর’ যাদের বেশি, তারাই সবার আগে এবং সবচেয়ে বেশি না পায় তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)৷ কিন্তু ডাব্লিউএইচও, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি, সার্ক ইত্যাদি এবং নানা মানবাধিকার সংস্থার বিবৃতির প্রত্যাশা এবং মাঠ পর্যায়ের বাস্তবতায় বিস্তর ফারাক তো অনেক সময়ই থাকে৷ থাকে বলেই যুদ্ধ থাকে, কোটি কোটি অনাহারী থাকে, রোগে-মহামারিতে-অতিমারিতে মৃত্যু থাকে৷

করোনার বিরুদ্ধে যুদ্ধে গুটিকয় বাদে বিশ্বের বেশির ভাগ দেশেরই নাজেহাল অবস্থা৷ সরকারি হিসেবে এ পর্যন্ত পাঁচ হাজার ৬৯৯ জনের করোনায় মৃত্যুকে হয়ত ‘খুব বেশি’ মনে করা হচ্ছে না আর তাই বাংলাদেশের অবস্থাকে হয়ত খুব খারাপ ভাবছে না সরকার৷ সে কারণেই হয়ত জার্মানি, স্পেন, ইতালিসহ বিভিন্ন দেশ যখন দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায়, যখন স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ আবার আসছে বিভিন্ন দেশের সরকারের তরফ থেকে, তখন বাংলাদেশ যেন নির্বিকার৷সরকারে, সরকারের বাইরে, গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে কোথাও নেই করোনা নিয়ে তেমন কোনো উদ্বেগ৷

এমনকি করোনা ভ্যাকসিন পাওয়ার ব্যাপারেও তেমন হেলদোল নেই কোনো পর্যায়ে৷

ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় এগিয়ে থাকা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে- এ কথা বলে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে৷ সেই ভরসায় বাংলাদেশে কোভিড-১৯-এর ক্লিনিক্যাল ট্রায়ালে আগ্রহী চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডকে আর্থিক সহায়তা দিতে রাজি হয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়৷

‘কোভ্যাক্স’ সুবিধার অধীনে ডব্লিউএইচও এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভি)-র কাছ থেকে প্রয়োজনীয় ভ্যাকসিনের ২০ শতাংশ পেতে পারে বাংলাদেশ৷ বিশ্বের সব দেশের জন্য ভ্যাকসিন নিশ্চিতকরণে ডাব্লিউএইচও ও গ্যাভির এই উদ্যোগের মাধ্যমে ভ্যাকসিন পাওয়া খুব সহজ হবে না, কারণ, ব্যাপক চাহিদার কারণে এখানে প্রভাবশালী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে৷

আশীষ চক্রবর্ত্তী, ডয়চে ভেলেছবি: DW/T. Mehedi

এছাড়া খ্যাতিসম্পন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা বিভিন্ন দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেও ভ্যাকসিন পাওয়ায় অগ্রাধিকারে থাকার চেষ্টা করা যেতে পারে৷ কিন্তু সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে সেরকম কোনো প্রচেষ্টা কি শুরু হয়েছে এখনো?

২০২০-২১ অর্থবছরের বাজেটে করোনা সংকট মোকাবিলার জন্য ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রেখেছে সরকার৷ এছাড়া টিকা কিনতে বিশ্বব্যাংকের কাছে ৫০ কোটি ডলার, অর্থাৎ চার হাজার ২৫০ কোটি টাকা চাওয়া হয়েছে৷ সুতরাং তহবিল প্রস্তুত রাখার বিষয়টিকে সরকার যে কিছুটা গুরুত্ব দিচ্ছে তা মোটামুটি পরিষ্কার৷

তবে ভারত, রাশিয়া, চীন বা অন্য কোনো দেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে আর ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় এগিয়ে থাকা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে গেলেই ভ্যাকসিন চলে আসবে - এমনটি ধরে নিলে খুব ভুল হবে৷

ভুল হবে অতীত থেকে শিক্ষা না নিলে৷

খুব দূরের অতীতের কথা বলছি না৷ পেঁয়াজ সংকট আর চলমান রোহিঙ্গা সংকটের কথাই ধরা যাক৷ অভ্যন্তরীণ সমস্যা প্রকট হওয়ার আগেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ‘বন্ধুপ্রতিম দেশ’ ভারত বারবার বাংলাদেশকে কতটা সংকটে ফেলেছে তা আশা করি সরকার ভুলে যায়নি৷

তাছাড়া মিয়ানমার ছাড়তে বাধ্য হওয়া রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার পর ‘ঐতিহাসিক বন্ধু’ ভারত এবং চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্কসহ অন্য সব দেশ প্রত্যাবাসন প্রশ্নে কতটা সরব, সক্রিয় তা-ও আশা করি মনে রেখেছে সরকার৷ এসব ভুলে গেলে করোনা ভ্যাকসিন সময়মতো পাওয়ার আশার গুড়ে বালি৷

২৯ আগস্টের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ