1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পেট্রোলের পর এবার বাড়ছে সিএনজি'র দাম

১০ নভেম্বর ২০১১

এবছরেই মধ্যেই রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজি'র দাম আরো এক দফা বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷ তিনি জানিয়েছেন, সিএনজি'র দাম ডিজেলের সমান করা হবে৷

A CNG filling station in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
সিএনজি'র দাম আরো এক দফা বাড়বেছবি: DW/Harun Ur Rashid Swapan

গত ১৯শে সেপ্টেম্বর সরকার একদফা সিএনজি'র দাম বাড়ায়৷ তখন প্রতি ঘনফুট গ্যাসের দাম ২৩ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়৷ আর ঈদের ছুটির পর, প্রথম কর্মদিবসেই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দেশবাসীকে গ্যাসের দাম আবারো বাড়বে বলে খবর দিলেন৷ আর তা বাড়ান হবে এবছরের মধ্যেই৷ অর্থমন্ত্রীর যুক্তি, গ্যাসের দাম কম থাকার সুবিধা পাচ্ছেনা সাধারণ মানুষ৷ এর সুবিধা নিচ্ছে কিছু পরিবহন ব্যবসায়ী৷ তিনি বলেন, পরিবহণ ভাড়া নির্ধারণ করা হয় ডিজেলের দামের সঙ্গে সমন্বয় করে৷ তাই গ্যাসের দাম বাড়িয়ে ডিজেলের সমান করা হবে৷

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামাঞ্জস্য রেখে জ্বালানির দাম নির্ধারণের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে একটি ফর্মূলা তৈরি করতে বলা হয়ছে৷ ভবিষ্যতে ওই ফর্মূলা মেনে জ্বালানির দাম নির্ধারণ করা হবে৷

আবুল মাল আব্দুল মুহিত বলেন, দেশে মূদ্রাস্ফিতি থাকলেও এবারের ঈদে তার প্রভাব পড়েনি৷ বাড়েনি জিনিসপত্রের দাম৷

উল্লেখ্য, বাংলাদেশে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজি প্রধানত যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করার হয়৷ গণপরিবহনের বাইরেও মধ্যবিত্তরা তাদের ব্যক্তিগত গাড়িতে সিএনজি গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করেন৷ সিএনজি'র দাম বাড়লে অনেকের পক্ষেই আর ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা সম্ভব হবে না৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ