পেট্রোলের পর এবার বাড়ছে সিএনজি'র দাম
১০ নভেম্বর ২০১১গত ১৯শে সেপ্টেম্বর সরকার একদফা সিএনজি'র দাম বাড়ায়৷ তখন প্রতি ঘনফুট গ্যাসের দাম ২৩ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়৷ আর ঈদের ছুটির পর, প্রথম কর্মদিবসেই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দেশবাসীকে গ্যাসের দাম আবারো বাড়বে বলে খবর দিলেন৷ আর তা বাড়ান হবে এবছরের মধ্যেই৷ অর্থমন্ত্রীর যুক্তি, গ্যাসের দাম কম থাকার সুবিধা পাচ্ছেনা সাধারণ মানুষ৷ এর সুবিধা নিচ্ছে কিছু পরিবহন ব্যবসায়ী৷ তিনি বলেন, পরিবহণ ভাড়া নির্ধারণ করা হয় ডিজেলের দামের সঙ্গে সমন্বয় করে৷ তাই গ্যাসের দাম বাড়িয়ে ডিজেলের সমান করা হবে৷
অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামাঞ্জস্য রেখে জ্বালানির দাম নির্ধারণের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে একটি ফর্মূলা তৈরি করতে বলা হয়ছে৷ ভবিষ্যতে ওই ফর্মূলা মেনে জ্বালানির দাম নির্ধারণ করা হবে৷
আবুল মাল আব্দুল মুহিত বলেন, দেশে মূদ্রাস্ফিতি থাকলেও এবারের ঈদে তার প্রভাব পড়েনি৷ বাড়েনি জিনিসপত্রের দাম৷
উল্লেখ্য, বাংলাদেশে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজি প্রধানত যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করার হয়৷ গণপরিবহনের বাইরেও মধ্যবিত্তরা তাদের ব্যক্তিগত গাড়িতে সিএনজি গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করেন৷ সিএনজি'র দাম বাড়লে অনেকের পক্ষেই আর ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা সম্ভব হবে না৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ