1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিফ্রান্স

পেনশন নিয়ে ফ্রান্সে টেনশন

২৭ মার্চ ২০২৩

পেনশন নীতিমালা সংস্কার করছে ফ্রান্স সরকার৷ এর প্রতিবাদে দেশ জুড়ে চলছে তীব্র বিক্ষোভ৷ পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়াচ্ছেন বিক্ষোভকারীরা৷ কিন্তু এত বিক্ষোভ কেন?

পেনসন সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ফ্রান্সে বিক্ষোভ
পেনসন সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ফ্রান্সে বিক্ষোভছবি: Bob Edme/AP/picture alliance

মাক্রোঁ সরকার কি  খুব কম সুবিধা দিতে চাইছে চাকরিজীবীদের?

দ্য অর্গ্যানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ ওইসিডির ৩৮টি সদস্য দেশের চেয়ে কিন্তু ফ্রান্স সরকারের পরিকল্পিত পেনশন নীতিমালাকে খুব বাস্তবতাবর্জিত বলা যাবে না৷

ফ্রান্সের প্রেসিডেন্ট এমনানুয়েল মাক্রোঁ অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করতে চাইছেন৷ ইউরোপের অনেক দেশেই অবসরের বয়স ৬৪-র চেয়ে বেশি৷ ২০২৪ সাল থেকে জার্মানিতে অবসরের বয়স ক্রমান্বয়ে বেড়ে ৬৭ বছর হবে৷ জার্মানির মতো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশেই যেখানে অবসরের বয়স ৬৭, সেখানে অবসরের বয়স ৬৪ করতে চাওয়ায় ফ্রান্সে এত বিক্ষোভ কেন?

জার্মানির গবেষণা প্রতিষ্ঠান মাক্স প্লাঙ্ক ইন্সটিটিউট ‘পেনশন মানচিত্র' দিয়ে বিভিন্ন দেশের পেনশন স্কিমের তুলনা তুলে ধরেছে৷ এই প্রতিষ্ঠানের গবেষক উলরিশ বেকার মনে করেন পেনশন নীতিমালা বিষয়টা এত জটিল যে এক দেশের পেনশনের সঙ্গে আরেক দেশের তুলনা সবসময় যথার্থ হয় না, ‘‘ পেনশনের তুলনা করা খুব কঠিন, কারণ, বিষয়টি জটিল এবং একেক দেশে একেক রকম৷ তারপরও এখন তুলনাটা এসে যাচ্ছে৷''

তার মতে, ফ্রান্সে বিক্ষোভ হচ্ছে বলেই অন্য দেশের সঙ্গে ফ্রান্সের পেনশন নীতিমালার তুলনাটা এখন বেশি করে হচ্ছে৷

ফ্রান্সে বিক্ষোভ শুরুর মূল কারণ সবচেয়ে আগে অবসর নেয়ার ন্যূনতম বয়সটা সরকার বাড়াতে চাইছে৷ এতদিন সব মিলিয়ে সাড়ে ৪১ বছর কাজ করলেই অবসর নেয়া যেতো৷ কিন্তু সংস্কার পরিকল্পনা কার্যকর হলে অন্তত ৪৩ বছর কাজ করলে প্রাপ্য পেনশনের পুরোটা পাওয়া যাবে৷ তার চেয়ে কম করলে কিছু টাকা কাটা যাবে৷

জার্মানিতে অবসরের বয়স ৬৭ হলেও কেউ সব মিলিয়ে ৪৫ বছর কাজ করলে এবং তখন তার বয়স ৬৩ বছর হলেই তিনি যাবতীয় সুযোগ-সুবিধাসহ অবসর নিতে পারেন৷ তখন একটা টাকাও কাটে না সরকার৷

সংস্কারের পরও জার্মানির (৪৫) তুলনায় দু বছর কম কাজ করে ফ্রান্সের মানুষ যাবতীয় সুবিধাসহ অবসর নিতে পারবেন, তেমনি নিজের জমানো টাকার বিপরীতে বেশি টাকাও পাবেন তারা৷ ওইসিডির অন্য সদস্য দেশগুলোর চেয়ে ১৪ শতাংশ টাকা বেশি পাবেন তারা৷ জার্মানির চাকরিজীবীরা এক হিসেবে আয়কর কাটার পর অবশিষ্ট বেতনের ৫২.৯ ভাগ পেনশন পান৷ তাতে যে টাকা আসে তার চেয়ে অন্তত ৫৪০ ইউরো বেশি পান ফরাসিরা৷

তবে সরকারের পরিকল্পনা কার্যকর হলে ফরাসিদের সেই টাকাটা কমবে৷ কারণ, সরকার অবসরের বয়সসীমা বাড়ানোর পাশাপাশি ন্যূনতম যত বছর সবেতন কাজ করলে পেনশন পাওয়া যায়, সেই বয়সটাও বাড়াচ্ছে৷ এর ফলে বেশি ক্ষতি হবে কম বেতনের কর্মচারিদের৷

এই ক্ষতি কিছুটা পুষিয়ে দেয়ার জন্য অবশ্য ন্যূনতম পেনশনের অঙ্কটা বাড়াচ্ছে ফরাসি সরকার৷ এতদিন সেই অঙ্কটা ছিল ৯৬১. ০৮ ইউরো, আগামীতে সেটা বেড়ে হবে ১২০০ ইউরো৷

এতদিন ফ্রান্সের পুরুষরা গড়ে ৬০.৪ বছর এবং নারীরা ৬০.৯ বছর বয়সে অবসর নিতেন৷ সেই হিসেবে ওইসিডির বেশির ভাগ দেশের তুলনায় পুরুষরা প্রায় সাড়ে তিন বছর এবং মেয়েরা দেড় বছর কম কাজ করে অবসরে যেতেন৷ পেনশন নীতিমালা সংস্কারের ফলে কর্মীরা এর চেয়ে বেশিদিন কাজ করে অবসর নেবেন বলে ফ্রান্সের অনেক ওয়েজ আর্নারই এখন খুশি৷

ফ্রান্সে পেনশনের জন্য সরকারকে অনেক বেশি ভর্তুকি দিতে হয়৷ ভর্তুকির হার ওইসিডি দেশগুলোর মধ্যে সবচেয়ে ওপরের দিকে৷

ইয়ান ডি ভাল্টার/ এসিবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ