1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খুশি নয়ার

২ নভেম্বর ২০১৩

জার্মানি ও বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়ার বলেছেন, নতুন কোচ পেপ গুয়ার্দিওলার আমলে পেছন থেকে খেলা গড়ে তোলার প্রণালীটাই তাঁর ভালো লাগে৷ কোচ ইয়ুপ হাইনকেসের আমলে যা ছিল পিছন থেকে ফরোয়ার্ডদের তোল্লাই বল দেওয়া৷

Fußball 1. Bundesliga 32. Spieltag Borussia Dortmund - Bayern Muenchen am 04.05.2013 im Signal Iduna Park in Dortmund Manuel Neuer ( Muenchen ) haelt einen Elfmeter Foto: Revierfoto
ছবি: picture-alliance/dpa

হাইনকেস বায়ার্নে তাঁর দায়িত্ব শেষ করেন ক্লাবকে ত্রিমুকুটজয়ী করে৷ প্রবীণ হাইনকেসের জায়গায় আসেন নবীন গুয়ার্দিওলা, যার তাঁবে বার্সেলোনা মাত্র চার বছরে ১৪টি ট্রফি জিতেছে৷ বার্সেলোনা শুধু গুয়ার্দিওলার সাবেক ক্লাবই নয়, বার্সার সুবিখ্যাত টিকিটাকা শর্টপাসের খেলা গুয়ার্দিওলার রক্তে৷ মিউনিখে এসেই যে তিনি সব কিছুর খোলনলচে বদলে ফেলেছেন, এমন নয়৷ হয়তো সেটা তাঁর কাম্যও নয়৷ তবে ‘বল পজেশন', অর্থাৎ বলকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা – এটা পূর্বাপর পেপ গুয়ার্দিওলার ফুটবল দর্শনের মূল সূত্র৷ ঠিক সেই কথাই বলেছেন মানুয়েল নয়ার৷

‘‘গুয়ার্দিওলার তত্ত্বাবধানে আমরা সামনে লং বল দেওয়ার পরিবর্তে বলটাকে আরো নিয়ন্ত্রিতভাবে খেলার চেষ্টা করছি,'' মঙ্গলবার ‘স্পোর্ট বিল্ড' পত্রিকার একটি সাক্ষাৎকারে বলেছেন মানুয়েল নয়ার৷ ‘‘গত মরসুমে আমরা প্রায়ই নিরাপদভাবে খেলার চেষ্টা করেছি, একেবারে সামনে থাকা স্ট্রাইকারকে (অর্থাৎ মারিও মাঞ্চুকিচ'কে) লম্বা, উঁচু বল দেওয়ার চেষ্টা করেছি৷ এখন আমরা বলটাকে খেলে সামনে নিয়ে যাই৷''

এর ফলে নয়ারের নিজের ভূমিকার কিছু হেরফের হয়েছে: ‘‘প্লেয়াররা আগের চেয়ে বেশি আমার খোঁজে থাকে৷ আমিও কোনো মুভ শুরু করায় অংশ নিতে পারি৷ আমার পক্ষে সেটা ভালো কেননা আমি খেলায় আরো বেশি সংশ্লিষ্ট থাকি৷'' ২৭ বছর বয়সি নয়ার বুন্ডেসলিগার চলতি মরসুমের ১০টি খেলায় মাত্র ছ'টি গোল খেয়েছেন৷ চ্যাম্পিয়নস লিগের তিনটি খেলায় বিপক্ষ তাঁকে মাত্র একবার পরাজিত করতে পেরেছে৷

সেই নয়ার এবার হাইনকেস ও গুয়ার্দিওলার ফুটবল শৈলীর মধ্যে বুনিয়াদি তফাৎটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন৷ সাধে কি লোকে বলে: খেলার আমি খেলার তুমি তাই দিয়ে যায় চেনা৷

এসি/জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ