1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পেলিকান পাখিদের কল্যাণে প্রকল্প

৭ মার্চ ২০১৮

ইউরোপের ঘনবসতিপূর্ণ পরিবেশে প্রকৃতি ও পশুপাখিরা প্রায়ই কোণঠাসা হয়ে পড়ে৷ মন্টেনেগ্রো ও আলবানিয়ার মাঝে পেলিকান পাখিরা বেশ শান্তিপূর্ণ এক বিচরণক্ষেত্র পেয়েছে৷ কিন্তু তাদের ভবিষ্যৎ আজ হুমকির মুখে৷

Krauskopfpelikane
ছবি: Andrej Vizi

মন্টেনেগ্রো ও আলবানিয়ার মাঝে স্কাডার লেক দক্ষিণ ইউরোপের সবচেয়ে বড় হ্রদ৷ প্রায় জনমানবহীন এই এলাকায় নেই কোনো শহর, গ্রাম বা বসতি৷ আছে শুধু শুধু নির্ভেজাল প্রকৃতি৷ পক্ষী বিশারদ আন্দ্রেই ভিসি বলেন, ‘‘স্কাডার লেকে ২৮০ প্রজাতির পাখি থাকে৷ তাই এটি ইউরোপের অন্যতম সমৃদ্ধ পাখি পর্যবেক্ষণের জায়গা৷ অর্ধেকের বেশি ইউরোপীয় প্রজাতির পাখি এখানে রয়েছে৷''

এর মধ্যে একটি প্রজাতি বাকিদের থেকে একেবারে ভিন্ন৷ এই হ্রদেও হাতে গোনা কয়েকটি জায়গায় তাদের দেখা মেলে৷  মন্টেনেগ্রোর জীবতত্ত্ব মিউজিয়ামের পক্ষীবিশারদ আন্দ্রেই ভিসি তাদের সন্ধান জানেন৷ সেই পেলিকান পাখির দেখাও পাওয়া গেল৷ আন্দ্রেই ভিসি বলেন, ‘‘মিঠা পানিতে পেলিকানরা বিশ্বের সবচেয়ে বড় পাখি৷ অর্থাৎ স্কাডার লেকে ঠিক সেই ডালমেশিয়ান পেলিকান প্রজাতি রয়েছে৷ ডানা মেললে ২ থেকে ৩ মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে৷ মনে হয় এখনো পর্যন্ত ৩১০ সেন্টিমিটার পর্যন্ত মাপ নেওয়া হয়েছে৷''

পেলিকান পাখিদের জন্য প্রকল্প

05:32

This browser does not support the video element.

আনন্দের বিষয় হলো, তাদের সংখ্যা বেড়ে চলেছে৷ এখানকার শান্ত জল ও পরিবেশ তারা পছন্দ করে৷ বিশেষ করে তাদের জন্য কৃত্রিম বাসা তৈরি করার ফলে বংশবৃদ্ধির হার বেড়ে গেছে৷ আগে প্রায়ই পাখির ছানারা পানির উচ্চতা বাড়লে মারা পড়তো৷ এক আন্তর্জাতিক প্রকল্পের আওতায় তাদের জন্য ভাসমান বাসা তৈরি করা হয়েছে৷ বান এলেও সেগুলি পানির উপরেই ভাসে৷

জায়গাটা পরিদর্শন করতে গিয়ে দেখা গেল, মানুষের উপস্থিতিতে ভয় পেয়ে সব পেলিকান উড়ে গেছে৷ তবে ভাসমান বাসা দেখে বোঝা গেল, সেগুলি পাখিদের কত পছন্দ হয়েছে৷ আন্দ্রেই ভিসি চলতি বছরেই ৬০টি পাখির ছানা দেখেছেন, যেমনটা এর আগে কখনো ঘটেনি৷ সত্যি খুব মনোরম পরিবেশ৷ চারিদিক শান্ত৷ শুধু পাখি দেখা যায়৷ আশেপাশে সুন্দর গ্রাম৷ ইউরোপের মাঝে বড় শহরগুলি থেকে খুব দূরে অবস্থিত না হওয়া সত্ত্বেও এমন পরিবেশ সত্যি বিস্ময়কর৷ পর্যটকদের অনুপস্থিতিও চোখে পড়ার মতো৷

ইভান সিন্ডোভিচ সেই অবস্থা বদলে দিতে চান৷ তিনি ভবিষ্যতের এক নির্মাণ প্রকল্পের ম্যানেজার৷ জাতীয় পার্কের মাঝে এক পর্যটন কেন্দ্র গড়ে উঠছে৷ ওয়েবসাইট অনুযায়ী সেখানে দামী হোটেল, বিলাসবহুল ভিলা, রোস্তোরাঁ, নিজস্ব বন্দর তৈরি হচ্ছে৷ ম্যানেজারের দাবি, পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে উঁচু মানদণ্ড স্থির করা হয়েছে৷ এই রিসর্ট তৈরি হলে দরিদ্র এলাকার অর্থনৈতিক মুনাফা হবে বলে তিনি মনে করেন৷ ইভান বলেন, ‘‘প্রথমত আমরা কর্মসংস্থান করছি৷ ফলে মানুষ এখানে থাকার কারণ পাবে৷ তারা পরিবারের জন্য টেকসই বাসা তৈরি করতে পারে৷ দ্বিতীয়ত, আমরা তাদের কাছ থেকে খাদ্য, ওয়াইন কিনবো৷ অবশ্যই সে সব অরগ্যানিক হতে হবে৷ মোটকথা আমরা তাদের এখানে থাকার কারণ দিচ্ছি৷''

পরিবেশবাদীরা ও এনজিও-গুলি অবশ্য এই প্রকল্পটি সম্পর্কে সন্দিহান৷ তাদের আশঙ্কা, এর ফলে সংরক্ষিত এলাকায় আরও নির্মাণ কাজ শুরু হবে৷ পেলিকান কল্যাণ প্রকল্পের সমন্বয়ক বিয়াংকা প্রাকলিয়াচিচ-ও এমন বিশাল বিনিয়োগের বিরোধী৷ তাঁর মতে, ‘‘স্কাডার লেকের জন্য আমার স্বপ্ন হলো স্থানীয় সমাজের কাছে ফিরে যাওয়া৷ সেখানে গভীর মূল্যবোধ রয়েছে৷ তাদের সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে৷ খুবই সুন্দর৷ সংগীতের ধারাও অসাধারণ৷ অনাবিষ্কৃত সম্পদের মতো৷''

পডুম গ্রামে অনেকেই স্বপ্ন দেখছেন৷ সেখানে পর্যটকরা লেকে স্নান করতে আসতে পারেন৷ সেখানে বেশ কিছু খাদ্য উৎপাদন করা হয়৷ অনেক বাড়িতেই ঘর খালি রয়েছে৷ এমিন সুনমুলইয়াই গ্রামে পর্যটন বাড়াতে এক নাগরিক উদ্যোগ শুরু করেছেন৷ উপার্জনের অভাবে অনেক মানুষ গ্রাম ছেড়ে চলে যাওয়ায় তিনি খুবই দুঃখ পাচ্ছেন৷ পেলিকান পাখি সেই সমস্যার সমাধান করতে পারে৷

পেলিকানদের কলোনি থেকে গ্রামটি বেশি দূরে নয়৷ সে কারণে  পেলিকান কল্যাণ প্রকল্পের রেঞ্জারেরদপ্তর এই গ্রামেই চালু করা হয়েছে৷ বিয়াংকা প্রাকলিয়াচিচ এই গ্রামের মানুষের সহায়তা নিতে প্রস্তুত৷ সীমিত আকারে পর্যটন নিয়েও তাঁর আপত্তি নেই৷ প্রকল্পের সমন্বয়ক বিয়াংকা প্রাকলিয়াচিচ বলেন, ‘‘স্থানীয় সমাজই যদি পর্যটন পরিচালনা করে এবং সেই কাজে পেলিকানদেরই ব্যবসায়িক সহযোগী করে, তারা কলোনির সুরক্ষা নিশ্চিত করবে৷ আমি নিশ্চিত, যে রেঞ্জারদের কাজ তখন কমে যাবে৷''

একদিকে স্পর্শকাতর পেলিকান, অন্যদিকে অতি উৎসাহী পর্যটন ব্যবসায়ী৷ জেলেরা উপার্জনের জন্য লেকের উপর নির্ভরশীল৷ সম্ভবত আগামী বছরগুলিতে এই এলাকায় অনেক পরিবর্তন আসছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ