1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলে সার্টিফিকেট

৬ ফেব্রুয়ারি ২০১২

ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা৷ খেলোয়াড়দের পাশাপাশি ইদানিং কোচ এবং ম্যানেজারও লাইমলাইটে চলে আসছেন৷ মোটা অঙ্কের অর্থ দিয়ে বিভিন্ন ক্লাবের সঙ্গে ম্যানোজাররাও চুক্তিবদ্ধ হচ্ছেন৷ কিন্তু কীভাবে একজন সফল ফুটবল ম্যানেজার হওয়া যায়?

ফুটবল জগতেও সার্টিফিকেটের দাম আছেছবি: picture-alliance / Sven Simon

জার্মানিতে হেনেস-ভাইসভাইলার অ্যাকাডেমি চালু করেছে নতুন একটি কোর্স৷ ফাখহোখশুলে এর্ডিং -এর অন্তর্ভুক্ত এই কোর্স৷ এর সুবাদে যে কেউ হতে পারবে ‘সার্টিফাইড ফুটবল ম্যানেজার'৷

ফুটবল ম্যানেজার বা ট্রেনার হতে চাইলে হেনেস-ভাইসভাইলার অ্যাকাডেমি'তে একটি কোর্স করা প্রয়োজন৷ পড়াশোনার পাশাপাশি থাকবে বিভিন্ন সেমিনার এবং ওয়ার্কশপে অংশগ্রহণ৷ কোন ফুটবল দলের ট্রেনার হতে হলে বন শহরের কাছে হেনেফ'এর হেনেস-ভাইসভাইলার অ্যাকাডেমিতে কিছুদিন সময় কাটাতে হবে৷ এতদিন পর্যন্ত এই বিষয়টি নিয়ে পড়াশোনার কোন সুযোগ ছিল না৷ এই প্রথম পেশাদার ফুটবল ম্যানেজার তৈরি করার দায়িত্ব নিয়েছে হেনেস-ভাইসভাইলার অ্যাকাডেমি৷ কোর্সের মেয়াদ ১০ মাস৷

হেনেস-ভাইসভাইলার অ্যাকাডেমির প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফ্রাঙ্ক ভরমুটছবি: picture alliance/dpa

ডিসেম্বর মাস৷ বৃষ্টি পড়ছে৷ ফ্রাঙ্কফুর্টে জার্মান ফুটবল সংগঠন ডিএফবি-তে ছয়জন ‘সার্টিফাইড ম্যানেজার' দাঁড়িয়ে আছে৷ আজকে তাদের কাজ হচ্ছে ফুটবল টিমের জন্য একটি ‘ফাইন্যান্স' প্ল্যান তৈরি করা৷ কোর্সের শেষে ফুটবল টিমের সঙ্গে কাজ করতে হয়৷ ফ্রাঙ্কফুর্টে তিনদিন ডিএফবি'র সঙ্গে কাটানোর পর আবারো বিশ্ববিদ্যালয়ে ফেরা৷ কী শেখা হল, সমস্যা কোথায়, সময়মত প্ল্যান দাঁড় করানো গেছে কিনা – এসব নিয়ে আলোচনা করা হবে৷ যারা কোর্স করছে তাদের মধ্যে রয়েছেন ৩১ বছর বয়স্ক রোলান্ড বেনস্নাইডার৷ একসময়ের ফুটবলার তার পেশা পাল্টাচ্ছেন৷ তবে খুব সহজেই সব কিছু করা সম্ভব হচ্ছে না৷ রোলান্ড জানান,‘‘আমি এসভি এলভ্যার্সব্যর্গ থেকে একটি অফার পেয়েছি৷ সেখানে খেলাধুলা বিভাগের ডিরেক্টর হয়ে কাজ করার৷ সেখানে তাত্ত্বিক অনেক কিছু আমাকে শেখাতে হবে৷ তাই আমি দশ মাসের এই কোর্স করছি৷ সকার ম্যানেজার হতে চাচ্ছি৷''

চাই অনেক সময়, করতে হবে অনেক পরিশ্রম

একটি টিমকে ফাইন্যান্স করা বা আর্থিক বিভিন্ন বিষয়ের দিকে নজর রাখার পাশাপাশি আইনগত বিভিন্ন দিকও শিখতে হচ্ছে৷ রয়েছে রিক্রুটিং এবং মার্কেটিং এর মত বিষয়৷ যেকোন ফুটবল টীমের সঙ্গে কাজ করতে হবে কিছুদিন – এরপরেই কোর্স শেষ হবে৷ তবে অনেকেই এই কোর্সের পাশাপাশি কাজ করছেন৷ এটা একটু সমস্যার সৃষ্টি করছে৷ রোলান্ড আক্ষেপ করলেন সময় না পাওয়ার জন্য,‘‘ মাঝে মাঝে মন হয় খুবই কম সময় পাচ্ছি কাজ করার, পড়াশোনা করার৷ বলা যেতে পারে আমি ২৪ ঘণ্টাই কাজ করছি৷ অনেক কিছু করতে হয়, পড়তে হয়৷ তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে খুব ভাল জ্ঞান থাকা প্রয়োজন৷ বেশ কঠিন কাজ৷ কেউ যদি একটু সময় বের করতে পারে এসবের জন্য তাহলে কিন্তু খুব বেশি চাপ পড়বে না৷''

‘সার্টিফাইড ফুটবল ম্যানেজার' হিসেবে স্বীকৃতি পেয়েছেন রোলান্ড বেনশ্নাইডারছবি: DW

এই কোর্স দেউলিয়া হওয়ার হাত থেকে ক্লাবগুলোকে রক্ষা করবে

ফাখহোখশুলে এর্ডিং এই কোর্সের সুযোগ দিচ্ছে তবে এর পাশাপাশি বিভিন্ন ফুটবল ক্লাবও কাজ করছে৷ কারণ গত কয়েক বছরে বেশ কিছু ক্লাব নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে, হারাতে হয়েছে লাইসেন্স৷ এসব প্রতিহত করতে ক্লাবগুলোও চাচ্ছে এমন কেউ ক্লাবের হাল ধরুক যার অর্থনীতি এবং ব্যবস্থাপনা সম্পর্কে স্পষ্ট এবং ভাল ধারণা রয়েছে৷ এসব কারণে ক্লাবগুলোও বলছে যে পেশাদার ম্যানেজার এবং ট্রেনারের প্রয়োজন৷ তাই কোর্সের প্রয়োজনে যখন কাউকে ক্লাবে পাঠানো হয় তখন ক্লাবগুলো পূর্ণ সহযোগিতা করে৷ অধ্যাপক অলিভার হাস জানান,‘‘ ফুটবল জনপ্রিয় খেলা৷ বলা যেতে পারে একটি ক্লাবের সবকিছুই রয়েছে৷ খেলার সরঞ্জাম রয়েছে, খেলোয়াড়ও রয়েছে৷ এসব নিয়ে আমরা মাথা ঘামাই না৷ ফুটবল দারুণ খেলা৷ এটাকে বেশ গুরুত্ব সহকারে দেখা হয়৷ তাই আমরাও চাই আর্থিকভাবে একটি ক্লাব সচ্ছল থাকুক৷''

আগে দেখা যেত ১৫ বা ২০ বছর ফুটবল খেলার পর একজন খেলোয়াড় ম্যানেজারের দায়িত্ব পালন করছেন৷ আর্থিক লেনদেন নিয়ে তার কোন ধরণের ধারণা নেই৷ অথচ ফুটবল ম্যানেজার হিসেবে ক্যারিয়ার শুরু করে দিয়েছেন৷ তবে ইদানিং দেখা হয় ব্যবস্থাপনা বিষয় নিয়ে পড়াশোনা করা হয়েছে কিনা, কোন ধরণের কাজের অভিজ্ঞতা রয়েছে কিনা৷ অধ্যাপক হাস আরো জানান,‘‘আমার মনে হয় প্রতিটি ক্লাবের ওপর এই চাপটি আছে৷ এর পাশাপাশি প্রতিটি ব্যাংকও সাবধান হয়ে গেছে৷ চাইলেই এখন আর এত সহজে ক্লাবগুলোকে টাকা ধার দিচ্ছে না৷ তারা অনেক কিছু দাবি করে, অনেক কিছু খতিয়ে দেখতে চায়৷ আগের চেয়ে সবকিছু এখন অনেক জটিল হয়েছে৷ ক্লাবগুলোও আর্থিক যোগানের জন্য হিমশিম খাচ্ছে৷ ব্যাংক প্রায়ই প্রশ্ন করে,‘‘ক্লাবের ফাইন্যান্স ডিপার্টমেন্টের দায়িত্বে কে? তার অভিজ্ঞতা কেমন? আগে কোথায় কাজ করেছে?'' আর এসব কারণেই ফুটবল টীমের জন্য যোগ্য ম্যানেজার খুঁজতে উঠে পড়ে লেগেছে ক্লাবগুলো৷ দশ বছর আগেও তা দেখা যায়নি৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ