1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোপের আবেদন সত্ত্বেও যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর

৬ অক্টোবর ২০২১

তিনজনকে হত্যা করেছিলেন আর্নেস্ট লি জনসন৷ তবে আইনজীবীদের দাবি, তাদের মক্কেল মানসিক প্রতিবন্ধী৷ এ কারণে পোপ ফ্রান্সিসও জানিয়েছিলেন মৃত্যুদণ্ড মওকুফের অনুরোধ৷ তারপরও জনসনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিশৌরির কর্তৃপক্ষ৷

USA | Hinrichtung eines verurteilten Mörders in Missouri
ছবি: Missouri Department of Corrections/AP/picture alliance

এক দোকানে হাতুড়ি দিয়ে পিটিয়ে, স্ক্রুড্রাইভার  দিয়ে খুঁচিয়ে, তারপর গুলি করে মেরি ব্র্যাচার, মাবেল স্রাগস এবং ফ্রেড জোনসকে হত্যা করা হয়েছিল ২৭ বছর আগে৷ তদন্ত প্রতিবেদন অনুযায়ী, আর্নেস্ট লি জনসন সেদিন ডাকাতি করতে গিয়ে ওই তিনজনকে নৃশংসভাবে হত্যা করেন৷ কিন্তু শুরু থেকেই তার আইনজীবীরা দাবি করে আসছেন, জন্মের পর থেকে জনসন ‘অ্যালকোহল সিনড্রোমে' আক্রান্ত, তার আইকিউ এমন যে মানসিক বিকাশ চার বছরের শিশুদের মতো৷ এসব কারণে মামলার রায়ে মৃত্যুদণ্ড হলেও আইনজীবীরা চেয়েছিলেন আসামিকে বেঁচে থাকার সুযোগ দেয়া হোক৷

পোপ ফ্রান্সিসও সমর্থন জানিয়েছিলেন সেই আবেদনে৷ এক চিঠিতে মিশৌরির গভর্নর মাইক পার্সনকে তিনি লিখেছিলেন, ‘‘দয়া করে সবকিছুর আগে মি. জনসনের মানবিকতার দিকটা এবং সেই সঙ্গে মানবজীবনের পবিত্রতার বিষয়টি বিবেচনায় নিন৷'' এর জবাবে এক বিবৃতিতে গভর্নর পার্সন মৃত্যুদণ্ড মওকুফে অপারগতা জানিয়ে বলেন, ‘‘প্রাপ্ত তথ্য বলছে, মি. জনসন অপরাধ সংঘটনের জন্য দীর্ঘ পরিকল্পনা করেছেন এবং পরে তা বাস্তবায়নও করেছেন৷ তিনজন বিচারক মি. জনসনের মামলা পুনর্মূল্যায়ন করেই মৃত্যুদণ্ডের সুপারিশ করেছেন৷''

মঙ্গলবার মিশৌরির সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ১১ মিনিটে ৬১ বছর বয়সি আর্নেস্ট লি জনসনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷ মিশৌরির ডিপার্টমেন্ট অব কারেকশন জানায়, বিষাক্ত ইনজেকশন দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে৷

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরাও জনসনের মৃত্যুদণ্ড মওকুফের আহ্বান জানিয়েছিলেন৷ তা সত্ত্বেও মৃত্যুদণ্ড কার্যকর করায় তীব্র হতাশা ব্যক্ত করেছেন তারা৷ এক বিবৃতিতে ডেমোক্র্যাট সদস্য কোরি বুশ এবং এমানুয়েল ক্লেভার বলেন, নিজের আচরণের ওপর নিয়ন্ত্রণ নেই- এমন মানুষের এরকম শাস্তিকে কোনোভাবেই সুবিচার বলা যায় না, এটা নিষ্ঠুরতা৷

মৃত্যুর আগে শেষ লিখিত বিবৃতিতে কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন জনসন৷ মানুষ হত্যা করায় তিনি বিমর্ষ- বিবৃতি এ কথা জানানোর পাশাপাশি পরিবার এবং অন্য স্বজনদের ভালোবাসার প্রতিদানস্বরূপ অনিঃশেষ কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি৷

এসিবি/ কেএম (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ