1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজভ্যাটিকান

পোপ ফ্রান্সিস মারা গেছেন

২১ এপ্রিল ২০২৫

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন৷ সোমবার ভ্যাটিকানের স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

পোপ ফ্রান্সিস
ফ্রান্সিস একটি সংস্কারকৃত গির্জার একটি প্রগতিশীল দৃষ্টিভঙ্গি তৈরি করতে চেয়েছিলেনছবি: Evandro Inetti/dpa/ZUMA/picture alliance

ভ্যাটিকান কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷

খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টারের ঠিক একদিন পর পোপের ৮৮ বছরের জীবনাবসান হলো৷ অসহায়, নিপীড়িত, দ্ররিদ্রের প্রতি সহানুভূতিশীল, পুঁজিবাদের সমালোচক এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিষয়ে সদা সোচ্চার ছিলেন বিনয়ী এই ধর্মগুরু৷

ফুসফুসের চিকিৎসার জন্য তাকে গত ১৪ ফেব্রুয়ারি ইটালির রাজধানী রোমের গেমেলি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ ৩৮ দিনের চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেছিলেন৷

এক দশকের বেশি সময় ধরে তিনি পোপের দায়িত্ব পালন করছেন৷ কোথায় এবং কখন পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে সে বিষয়টি নিশ্চিত করে জানাবে ভ্যাটিকান৷

‘আমি আপনাদেরই একজন'

১৯৩৬ সালে আর্জেন্টিনার এক অভিবাসী পরিবারে জন্ম হোর্হে মারিও বেরগোগলিওর৷

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হোর্হে মারিও পরবর্তীতে ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন৷ ১৯৬৯ সালে তিনি প্রথম পাদ্রী হিবেবে নিযুক্ত হন৷

২০১৩ সালে তিনি পোপ হিসেবে অভিষিক্ত হন তিনি৷ এর মধ্য দিয়ে ইতিহাসে ল্যাটিন অ্যামেরিকার প্রথম পোপ হন তিনি৷

তার বিখ্যাত উক্তি  ‘‘আমি আপনাদেরই একজন'' ছিল তার বিনয় ও সহমর্মিতার প্রকাশ৷ বিনয়ী, উদার ও মহানুভব আচরণের জন্য সমাদৃত ছিলেন তিনি৷

২০১৭ সালে দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সফর করেন পোপ ফ্রান্সিস৷ 

বিশ্বনেতাদের শোক

পোপের মৃত্যুতে বিশ্বজুড়ে নেমেছে শোকের ছায়া৷ মৃত্যুর খবর প্রচারের পরই রোমের গির্জাগুলোতে ঘণ্টা বাজানো হয়৷

পোপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বনেতারা৷ ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লাইয়েন, জার্মানির পরবর্তী চ্যান্সেলর ফ্রিড্রিশ ম্যার্ৎস, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁসহ অনেকেই রয়েছেন সেই তালিকায়৷

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জার্মানির চ্যান্সেলর ফ্রিড্রিশ ম্যার্ৎস বলেন, সমাজের দুর্বলদের জন্য ন্যায়বিচার এবং পুনর্মিলনের প্রতিশ্রুতি, যা নম্রতা এবং ঈশ্বরের কৃপায় পরিচালিত, তার জন্য পোপ ফ্রান্সিস স্মরণীয় হয়ে থাকবেন৷    

আরআর/এসিবি (এপি. এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ