ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন৷ সোমবার ভ্যাটিকানের স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷
ফ্রান্সিস একটি সংস্কারকৃত গির্জার একটি প্রগতিশীল দৃষ্টিভঙ্গি তৈরি করতে চেয়েছিলেনছবি: Evandro Inetti/dpa/ZUMA/picture alliance
বিজ্ঞাপন
ভ্যাটিকান কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷
খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টারের ঠিক একদিন পর পোপের ৮৮ বছরের জীবনাবসান হলো৷ অসহায়, নিপীড়িত, দ্ররিদ্রের প্রতি সহানুভূতিশীল, পুঁজিবাদের সমালোচক এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিষয়ে সদা সোচ্চার ছিলেন বিনয়ী এই ধর্মগুরু৷
ফুসফুসের চিকিৎসার জন্য তাকে গত ১৪ ফেব্রুয়ারি ইটালির রাজধানী রোমের গেমেলি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ ৩৮ দিনের চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেছিলেন৷
এক দশকের বেশি সময় ধরে তিনি পোপের দায়িত্ব পালন করছেন৷ কোথায় এবং কখন পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে সে বিষয়টি নিশ্চিত করে জানাবে ভ্যাটিকান৷
‘আমি আপনাদেরই একজন'
১৯৩৬ সালে আর্জেন্টিনার এক অভিবাসী পরিবারে জন্ম হোর্হে মারিও বেরগোগলিওর৷
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হোর্হে মারিও পরবর্তীতে ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন৷ ১৯৬৯ সালে তিনি প্রথম পাদ্রী হিবেবে নিযুক্ত হন৷
২০১৩ সালে তিনি পোপ হিসেবে অভিষিক্ত হন তিনি৷ এর মধ্য দিয়ে ইতিহাসে ল্যাটিন অ্যামেরিকার প্রথম পোপ হন তিনি৷
তার বিখ্যাত উক্তি ‘‘আমি আপনাদেরই একজন'' ছিল তার বিনয় ও সহমর্মিতার প্রকাশ৷ বিনয়ী, উদার ও মহানুভব আচরণের জন্য সমাদৃত ছিলেন তিনি৷
২০১৭ সালে দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সফর করেন পোপ ফ্রান্সিস৷
শিল্পীর ভূমিকায় পোপ
তিন কিলোমিটার লম্বা এক শিল্পকর্মে অবদান রেখেছেন খোদ পোপ ফ্রান্সিস৷ কেমন অবদান? দেখুন ছবিঘরে৷
ছবি: Vatican Media/Handout via REUTERS
তিন কিলোমিটার দীর্ঘ ম্যুরাল
‘স্কলাস অকুরেন্তেস’ নামের একটি আন্তর্জাতিক শিক্ষা আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক পোপ ফ্যান্সিস৷ এই আন্দোলনের ‘লাইফ বিটুইন ওয়ার্ল্ডস’ প্রকল্পের জন্য একটি তিন কিলোমিটার দীর্ঘ ম্যুরালের পরিকল্পনা নেওয়া হয়৷ স্কলাস অকুরেন্তেস শিক্ষা আন্দোলন পাঁচটি মহাদেশে প্রায় পাঁচ লাখ স্কুল চালায়৷
ছবি: Antonio Cotrim/Pool via REUTERS
একা নন পোপ
পর্তুগালে রাখা ম্যুরালটি কিন্তু একা পোপ ফ্রান্সিস আঁকেননি৷ এর মধ্যে ৩০টি অংশ এঁকেছেন স্থানীয়রা ও কিছু স্কুলপড়ুয়ারাও৷ যে ক্লাসরুমে এসে শেষ হয় এই তিন কিলোমিটার লম্বা ছবি, সেই ঘরের দেওয়াল ও ছাদও রং দিয়ে ভরে ফেলেন স্কুলের শিক্ষার্থীরা৷ তা দেখে পোপ বলেন, ‘‘বাহ, এটাই তো তোমাদের সিস্টিন চ্যাপেল৷’’
ছবি: Marco Bertorello/Pool via REUTERS
শেষ তুলির টানে পোপ
বৃহস্পতিবার এই মিউরালে তুলি ছোঁওয়ান পোপ ফ্রান্সিস৷ সেই তুলির সাথে ভিআর গ্যাজেট লাগানো থাকায় ছবি আঁকার মুহূর্ত সরাসরি দেখতে পাচ্ছিলেন মোজাম্বিকের একটি স্কুলের শিক্ষার্থীরাও৷
ছবি: Vatican Media/Handout via REUTERS
কেমন হলো?
প্রথমবার তুলির টান তেমন ভালো না হলেও পোপ হাল ছাড়েননি৷ দ্বিতীয়বারে একটি সবুজ রেখা টানেন তিনি৷ তারপর সেই রেখাকে আরো নানান রূপ দেন তিনি৷ যেহেতু এই তুলির সাথে ভিআর ক্যামেরা লাগানো ছিল, তাই তা খুব একটা সহজ ছিল না৷ স্কলাস অকুরেন্তেসের প্রেসিডেন্ট হোসে মারিয়া দেল করাল বলেন, ‘‘এমন শিল্প খুবই ভার্চুয়াল, আসল নয়৷’’
ছবি: Marco Bertorello/Pool via REUTERS
পোপের বার্তা
ছবি আঁকার পালা শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘জীবনে কখনো কখনো মন সাফ রাখার কাজ করতে গেলে হাত ময়লা হয়৷ আমার জন্য প্রার্থনা করুন আপনারা৷ যারা প্রার্থনা করতে জানেন না, তারা আমার জন্য শুভ কামনা রাখুন৷’’ এছাড়া, জীবনে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তকে ভয় না পেতে ও দুঃস্থদের সাহায্য করার কথাও তাদের বলেন তিনি৷
ছবি: Gerardo Santos/IMAGO
যে কারণে পর্তুগালে পোপ
রাজধানী লিসবনে বিশ্ব যুব দিবসের অনুষ্ঠানে যোগ দিতেই পর্তুগালে এসেছেন পোপ৷ তার ফাঁকে কাসকায়েস শহরে এই কর্মসূচিতেও অংশগ্রহণ করেন পোপ৷
পোপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বনেতারা৷ ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লাইয়েন, জার্মানির পরবর্তী চ্যান্সেলর ফ্রিড্রিশ ম্যার্ৎস, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁসহ অনেকেই রয়েছেন সেই তালিকায়৷
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জার্মানির চ্যান্সেলর ফ্রিড্রিশ ম্যার্ৎস বলেন, সমাজের দুর্বলদের জন্য ন্যায়বিচার এবং পুনর্মিলনের প্রতিশ্রুতি, যা নম্রতা এবং ঈশ্বরের কৃপায় পরিচালিত, তার জন্য পোপ ফ্রান্সিস স্মরণীয় হয়ে থাকবেন৷