1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাজে বেরোলেই লাশ!

১৯ ডিসেম্বর ২০১২

পাকিস্তানে পোলিও টিকা কর্মীরা আতঙ্কিত৷ অন্তত আটজন পোলিও টিকা কর্মী মারা গেছেন আততায়ীর গুলিতে৷ বুধবারও মারা গেছেন দু’জন৷ এ পরিস্থিতিতে পাকিস্তানে সব পোলিও টিকা কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

Rescue workers move the body of one of the Polio vaccination workers to a mortuary after four female polio vaccination workers were killed in Karachi, Pakistan, 18 December 2012. Unknown armed men killed four female workers, who were on a three-day polio vaccination campaign funded by UNICEF in Karachi. Polio is endemic in Pakistan, where local religious clerics and pro-Taliban lobby are reportedly trying to convince residents that the US-manufactured polio drops were designed to sterilize Pakistanis and reduce the Muslim population. EPA/REHAN KHAN
ছবি: picture-alliance/dpa

কাজে বেরোলেই লাশ৷ পোলিও টিকা কর্মসূচির কর্মীদের পাকিস্তানে এখন এই অবস্থা৷ বুধবার খাইবার পাখতুন প্রদেশের রাজধানী চারসাদ্দাতে এক কর্মী বেরিয়েছিলেন গাড়ি নিয়ে৷ পথে তিন ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে এসে গুলি করে সেই কর্মী এবং তাঁর গাড়ির চালককে৷ সঙ্গে সঙ্গেই মারা যান দু'জন৷ পেশোয়ারে ২০ বছর বয়সি হিলাল আহমেদও ব্যস্ত ছিলেন দেশ থেকে পোলিও নির্মূল করার কাজে৷ দূর থেকে কেউ একজন ঠিক মাথায় গুলি করে তাঁর৷ হিলাল এখন হাসপাতালে, চিকিৎসকরা বলছেন, তাঁর জীবন সংকটাপন্ন৷ পাকিস্তানে গত কয়েকদিন ধরেই চলছে পোলিও টিকা দান কর্মসূচির কর্মীদের ওপর হামলা৷ পুলিশ বলছে, তাতে এ পর্যন্ত মারা গেছেন আটজন৷

হামলার পেছনে ইসলামি মৌলবাদীদের হাত থাকতে পারে বলে অনুমান করা হলেও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি৷ তালেবান আগে থেকেই এমন কর্মসূচির বিরোধীতা করে আসছে৷ বিশেষ করে এক সাজানো টিকা দান কর্মসূচীর মাধ্যমে তথ্য সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ওসামা বিন লাদেনকে হত্যা করার পর থেকে টিকাদান কর্মীসূচির ওপর তালেবানের রোষ আরো বেড়ে যায়৷ তবে সাম্প্রতিক হামলাগুলোর সঙ্গে তাদের জড়িত থাকার কথা এখনো তারা স্বীকার করেনি৷ বরং বুধবার পাকিস্তানি তালেবানের মুখপাত্র আহসানউল্লাহ আহসান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এসব হামলার সঙ্গে তারা জড়িত না৷

এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ