1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ল্যাম্পপোস্ট ধরে নাচানাচি!

৯ জুলাই ২০১৩

পোল ড্যান্সিং৷ স্টিলের লম্বা দণ্ড ধরে নেচে নেচে সুন্দরী নারীদের ওঠানামা করা – এমন নাচ টেলিভিশনে কখনো দেখেছেন হয়ত৷ পোল্যান্ডের রাস্তায় এ নাচ দেখে থমকে দাঁড়াতে হয় পথচারীদের৷ রাস্তার ল্যাম্পপোস্টই যে এখন নৃত্যমঞ্চ!

ছবি: Volzana Anders

স্তানিস্লোয়া স্টুচ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা৷ লোডজ শহরে নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন সংসারের জন্য দরকারি কিছু জিনিস কিনতে৷ একটা রাস্তার মোড়ে গিয়েই চোখ আটকে গেল ল্যাম্পপোস্টে৷ সেখানে চলছে ‘পোল ড্যান্সিং'৷ স্থানীয় মেডিক্যাল কলেজের মলিকিউলার বায়োটেকনোলজির ছাত্রী ক্যারোলিনা কিচিনস্কা গোলাপি টি-শার্ট আর শর্টস পরে মরচে ধরা ল্যাম্পপোস্টেই দেখাচ্ছেন পোল ড্যান্সিংয়ের নানা কৌশল৷ দর্শকের অভাব নেই৷ সবার মতো ষাটোর্ধ বৃদ্ধ স্তানিস্লোয়া স্টুচও খুশি রাস্তায় বিনে পয়সায় বিনোদিত হতে পেরে৷ ছাত্র কনরাড চাচুলার ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরী, যৌন আবেদনময়ীদের দেহের ছলাকলা দেখতে৷

ক্যারোলিনা কিচিনস্কা একা নন৷ তাঁর মতো অনেকেই এখন পোল ড্যান্স শিখে মানুষকে আনন্দ দিচ্ছেন৷ কিচিনস্কা অন্যদের শিখিয়ে বাড়তি কিছু আয়ও করছেন৷ খুব সহজ নয় কাজটা৷ বিশেষ করে রাস্তায় ল্যাম্পপোস্টে পোল ড্যান্স করতে যাওয়া মানে তো নানা রকমের বিপদ৷ মরচে ধরা, এবড়োখেবড়ো লোহার ঘষায় প্রতিদিন শরীরের অনেক জায়গা থেকে রক্ত বেরোয়৷ তারপরও ক্যারোলিনা কিচিনস্কা, ইয়োনা দ্রাইমালারা চুটিয়ে উপভোগ করেন পোল ড্যান্সিং৷ করবেনই তো, পথচারি, গাড়ির ড্রাইভার এমনকি ট্রাফিক পুলিশও যে ভীষণ উপভোগ করেন, হাত তালি দিয়ে উৎসাহও জোগান৷ কেউ কেউ অবশ্য একটা প্রশ্নও তুলে আনছেন সামনে৷ গাড়ি চালানোর সময় ড্রাইভারদের চোখ যেভাবে হঠাৎ পোল ড্যান্সারদের ওপর আটকে যায়, তাতে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা বাড়বেনা তো!

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ