তৈরি পোশাকশিল্পের কাজের পরিবেশ উন্নয়নে কর্মরত ক্রেতাদের ইউরোপীয় জোট অ্যাকর্ড ২০১৮ সালে রেকর্ড পরিমাণ অভিযোগ পেয়েছে৷ এক প্রতিবেদনে অ্যাকর্ড জানায়, গতবছর মোট ৬৬২টি অভিযোগ পায় তারা৷ আগের কোনো বছরে এত অভিযোগ পাওয়া যায়নি৷
বিজ্ঞাপন
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১,১৫৩ জন শ্রমিক প্রাণ হারান৷ আহত হন অন্তত ২,৪৩৮ জন৷ ভয়াবহ সেই ঘটনা সারা বিশ্বে বাংলাদেশের পোশাক কারখানার সার্বিক পরিবেশ নিয়ে প্রশ্ন তোলে৷ ২০১৪ সালে তৈরি পোশাকশিল্পের কাজের পরিবেশ উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশে কাজ শুরু করে অ্যাকর্ড৷ বিশ্বের ২০টির মতো দেশের অন্তত ১,৭০০ তৈরি পোশাক কারখানা নিয়ে কাজ করছে তারা৷ তবে গতবছর বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা অ্যাকর্ডের বিরুদ্ধে মামলা করে৷ সেই মামলার প্রেক্ষিতে এক রায়ে বাংলাদেশে অ্যাকর্ডের কাজ বন্ধ করার রায় দেয় হাইকোর্ট৷ আগামী ৭ এপ্রিল সুপ্রিম কোর্টে আপিলের শুনানি হওয়ার কথা৷
ঢাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে জনদুর্ভোগ
ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ঢাকার প্রবেশমুখ বিমানবন্দর সড়কে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নেমেছিলেন পোশাক শ্রমিকরা৷ ৫ ঘণ্টা অবরোধের পর শুরু হয়ে গেছে যান চলাচল৷
ছবি: bdnews24.com/M.Z. Ovi
বিক্ষোভের সূত্রপাত
ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ কয়েকটি দাবিতে রোববার ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখ বিমানবন্দর সড়ক প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা৷
ছবি: bdnews24.com/M.Z. Ovi
প্রধান দাবি
পোশাক শ্রমিকরা চান, তাঁদের মূল বেতন সাড়ে আট হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে দশ হাজার টাকা করা হোক৷
ছবি: bdnews24.com/M.Z. Ovi
স্লোগানে স্লোগানে মুখর রাজপথ
বিমানবন্দরের সামনের রাস্তা অবরোধ করে কয়েকশ’ পোশাক শ্রমিক তাঁদের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন৷
ছবি: bdnews24.com/M.Z. Ovi
আজমপুরে যান চলাচলে বাধা
অবরোধের সময় উত্তরার আজমপুরে যান চলাচলে বাধা দেন পোশাক শ্রমিকরা৷
ছবি: bdnews24.com/M.Z. Ovi
তীব্র যানজট
পোশাক শ্রমিকরা যান চলাচল বন্ধ করে দিলে বিমানবন্দর সড়কের এক পাশে আটকে পড়ে অসংখ্য গাড়ি৷
ছবি: bdnews24.com
নিরুপায় জনগণ
রোববার শ্রমিকদের বিক্ষোভে বিমানবন্দর সড়কে প্রায় পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় হেঁটে গন্তব্যে যেতে হয় অনেক মানুষকে৷
ছবি: bdnews24.com
দুর্ভোগ
কোনো যানবাহন না পেয়ে এই মা তাঁর ছোট্ট শিশুটিকে নিয়ে হেঁটেই রওনা হয়েছেন গন্তব্যে৷
ছবি: bdnews24.com
বাসে আগুন
সোমবার দুপুরের দিকে বিমানবন্দরের সামনের সড়কে একটি বাসে শ্রমিকরা আগুন ধরিয়ে দেন৷ বিমানবন্দরের সামনের চত্বরসংলগ্ন রাস্তায় এনা পরিবহনের বাসটি ভাঙচুরের পর তাতে আগুন দেন শ্রমিকরা৷
ছবি: bdnews24.com/M.Z. Ovi
সকাল থেকেই অবস্থান
সকাল ৯টার পর থেকেই গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে অবস্থান নিতে শুরু করেন শ্রমিকরা৷
ছবি: bdnews24.com/M.Z. Ovi
যান চলাচল বন্ধ
সোমবার বেলা সোয়া ১২টা থেকে আজমপুর, জসিমউদ্দিন ক্রসিং এবং বিমানন্দর সড়কে যান চলাচল একেবারে বন্ধ থাকে৷ ৫ ঘণ্টা পর রাস্তা ছেড়ে দেন পোশাক শ্রমিকরা৷ স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল৷
ছবি: bdnews24.com/M.Z. Ovi
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অচল
উত্তরার বিভিন্ন গার্মেন্টসের শত শত শ্রমিক উত্তরার আজমপুর থেকে জসিমউদ্দিন ক্রসিং পর্যন্ত অবস্থান নিলে অচল হয়ে পড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক৷
ছবি: bdnews24.com/M.Z. Ovi
11 ছবি1 | 11
তবে বাংলাদেশে অ্যাকর্ডের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়লেও পোশাক কারখানায় কাজের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ এখনো অনেকাংশেই নিশ্চিত নয়৷ বরং সোমবার অ্যাকর্ড যে প্রতিবেদন প্রকাশ করেছে তার বিবরণ অনুযায়ী শ্রমিকদের অভিযোগের হার বেড়েছে৷ প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে কাজ শুরু করার পর থেকে এ পর্যন্ত মোট ১১৫২টি অভিযোগ জমা পড়েছে তাদের কাছে৷ তার মধ্যে গতবছরই এসেছে ৬৬২টি৷ প্রতিবেদনে আরো জানানো হয়, আগের কোনো বছরে এত অভিযোগ পাওয়া যায়নি৷
প্রতিবেদনে দাবি করা হয়, ২০১৪ সাল থেকে পাওয়া মোট অভিযোগের এক তৃতীয়াংশের নিষ্পত্তি করা অ্যাকর্ডের পক্ষে সম্ভব হয়েছে৷ তাদের সঙ্গে চুক্তি সাক্ষর করা পোশাক কারখানাগুলোর মধ্যে ১০০টি কারখানাকে অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে৷ তৈরি পোশাক ক্রেতাদের এই জোট মনে করে, বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তাদের অন্তত ২০২১ সাল পর্যন্ত কাজ করা দরকার৷
জাতীয় পোশাক শ্রমিক ফেডারেশনের আমিরুল হক আমিন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘অ্যাকর্ডের তোলা অভিযোগগুলোকে পোশাক মালিকরা তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দেয়, কারণ, তাঁরা জানেন, ক্রেতারাও অন্যতম স্টেক হোল্ডার৷ সুতরাং অভিযোগ যথাযথভাবে নিষ্পত্তি না করলে ব্যবসায় তার প্রভাব পড়বে৷ ''
‘বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি'-র নির্বাহী পরিচালক কল্পনা আক্তার বলেন, ‘‘এটি (অ্যাকর্ড) খুব শক্ত একটা প্ল্যাটফর্ম৷ আমি যতদূর দেখেছি অ্যাকর্ডের মাধ্যমে কোনো অভিযোগের নিষ্পত্তি হলে পোশাক কারখানায় তা দৃষ্টান্ত হয়ে থাকে৷''
এসিবি/ডিজি (রয়টার্স)
‘ফাস্ট ফ্যাশন’ ও তার অন্ধকার দিক
আজকাল সস্তায় নিত্যনতুন পোশাক কেনার ধুম পড়েছে৷ কিন্তু এ সব পোশাক তৈরির পেছনে যাঁদের কষ্ট, ত্যাগ রয়েছে, তাঁদের কথা ভাবেন কি? জানেন পোশাক শিল্পের অন্ধকার দিকগুলোর কথা? হ্যাঁ, কোলনের এক প্রদর্শনীতে সেসব কথাই তুলে ধরা হয়েছে৷
ছবি: DW/N. Sattar
শ্রমিকদের মজুরি নিয়ে কেউ ভাবেন না
যে সব দেশ ‘ফাস্ট ফ্যাশন’ বা সস্তার তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত, সে সব কেউ-ই তেমন করে পরিবেশগত মান এবং শ্রমিকদের মজুরি নিয়ে ভাবে না৷ এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিশেষভাবে স্থান পেয়েছে কোলনের রাউটেনস্ট্রাউখ নামের মিউজিয়ামটিতে৷ এই প্রদর্শনী শুরু হয়েছে গত বছরের ১২ অক্টোবর, আর চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত৷
ছবি: Helena Waldmann
সাগরের পানি দূষণ
‘ফাস্ট ফ্যাশন’ বা দ্রুত ফ্যাশনের পোশাকের দাম কম ঠিকই, তবে এর জন্য পরিবেশ যে মূল্য দেয় তা কিন্তু বিশাল৷ সামগ্রিকভাবে টেক্সটাইল উত্পাদনের কারণে বছরে এক বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নির্গমণ হয় এই বিশ্বে৷ বলা বাহুল্য, বিষাক্ত রাসায়নিক ব্যবহার সাগরের পানি দূষণও করে৷
ছবি: Greenpeace/Gigie Cruz-Sy
পোশাক শ্রমিক ক্রিশান্তি যা বলছেন...
‘‘প্রতিদিন ১০-১২ ঘণ্টা কাজ করি৷ এমনকি রবিবার বা ছুটির দিনেও কাজ করতে হয়৷ কিন্তু বেতন হিসেবে যা হাতে আসে, তা দিয়ে জীবনের মৌলিক চাহিদাই মেটাতে পারি না৷’’
ছবি: DW/N. Sattar
নারী শ্রমিকদের বেশি কষ্ট
কর্মক্ষেত্রে নারী পোশাক শ্রমিকদের সবসময়ই নানাভাবে উত্তক্ত্য করে তাঁদের ম্যানেজার বা অন্যান্য পুরষ সহকর্মীরা৷ এ সত্য শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অন্যত্রও চোখে পড়ে৷ যেমন জানিয়েছেন চীনের এক পোশাক শ্রমিক৷ তাছাড়া হন্ডুরাসের সাবেক এক পোশাক শ্রমিকের দুঃখ বলে বলেন, ‘‘সস্তায় কেনা পোশাকের জন্য কতই না ত্যাগ স্বীকার করি আমরা৷ কিন্তু সেকথা কি ক্রেতারা কখনো জানতে পারবেন?’’
ছবি: DW/N. Sattar
যেসব দেশ স্থান পেয়েছে
‘ফাস্ট ফ্যাশন’ প্রদর্শনীর উদ্যোক্তা হামবুর্গের শিল্পকলা ও বাণিজ্য বিষয়ক একটি মিউজিয়াম৷ এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, হন্ডুরাসসহ আরো বেশ কিছু দেশ৷
ছবি: Daniel Bark/Deutsches Hygiene-Museum
পোশাক শ্রমিকের মূল্য কত?
একটি টি-শার্টের মূল্য এক কাপ কফির চেয়ে কম৷ একটি জামা আইসক্রিমের সমমূল্যে৷ আবার একটি সিনেমার টিকেটের চেয়ে কম দামে পেয়ে যাবেন একটি প্যান্ট! হ্যাঁ, এটাই ছিল এই প্রদর্শনীর স্লোগান৷ তবে যাঁরা এ সব পোশাক তৈরি করছেন তাঁদের ন্যায্যমূল্য কত? সে খবর কি কেউ রেখেছেন?
ছবি: Taslima Akhter/Hygienemuseum Dresden
সস্তা বলেই এত অপচয়!
আর সেরকমই হয়েছে জার্মানিতে৷ একটি সমীক্ষায় দেখে গাছে গড়ে প্রায় এক বিলিয়ন পোশাক জার্মানদের বাড়ির আলমারিতে ঝুলছে৷ আর সেগুলো কেনা হলেও কখনো পরাই হয়নি, শুধুমাত্র নাকি কম দাম বলে৷
ছবি: DW/J. Collins
ছবিটি কি সহজে ভোলা যাবে?
রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে পড়ে ১১৩৪ জন মানুষের জীবন কেড়ে নিয়েছিল৷ ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকার নিকটবর্তী সাভারে ঘটেছিল সেই ঘটনা৷ তসলিমা আক্তারের তোলা এই ছবিটি কি কেউ সহজে ভুলে যেতে পারবেন?
ছবি: picture-alliance/dpa/A. Abdullah
হাজারো স্বপ্নের মৃত্যু!
তাদের এসব দাবি কি কখনো পূরণ হবে ?
ছবি: Taslima Akhter
‘স্লো ফ্যাশন’
প্রদর্শনীটিতে ‘ফাস্ট ফ্যাশন’ প্রাধান্য পেয়েছে বটে, তবে ‘স্লো ফ্যাশন’ বা টেকশই, স্টাইনধর্মী ফ্যাশনও স্থান পেয়েছে৷
ছবি: picture-alliance/dpa/S. Kahnert
চরকায় সূতো বুনছেন মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধীর এই ছবিটিও প্রদর্শীতে স্থান পেয়েছে, যা কিনা ‘স্লো ফ্যাশন’-এর উদাহরণ হিসেবে ধরে নেয়া যেতে পারে৷