1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোকামাকড়ের গুণাগুণ

মাবেল গুন্ডলাখ / এসবি১৪ ডিসেম্বর ২০১৩

মাকড়সা, তেলাপোকা দেখে ভয়, ঘৃণা, বিরক্তি – কত কীই না হয়৷ পিঁপড়ার বাসা দেখে মুগ্ধ হতে হয়৷ শত্রুর মোকাবিলা থেকে শুরু করে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা পোকামাকড়ের আছে, তা আয়ত্ত করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা৷

Asiatische Riesenhornisse
ছবি: picture alliance/dpa

এশিয়ান লেডিবার্ড, ওয়্যাক্স মথ-এর শুঁয়োপোকা আর বারিয়িং বিটল৷ এই সব পোকামাড়ের অসাধারণ প্রতিভা৷ পৃথিবীতে পোকামাকড়ই নাকি সবচেয়ে সফল প্রজাতি৷ গিসেন বিশ্ববিদ্যালয়ের আন্দ্রেয়াস ভিলচিনস্কা বলেন, ‘‘এই সাফল্যের কারণ আছে৷ যেমন পোকামাকড় এমন মলিকিউল বা অণু তৈরি করে, যা দিয়ে তারা শত্রুর মোকাবিলা করতে পারে৷ অথবা এমন এনজাইম, যা দিয়ে তারা বিভিন্ন রকম খাদ্য পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে৷ আমরা ঠিক এই আণবিক বৈচিত্র্য সম্পর্কে জ্ঞান অর্জন করে মানুষের কাজে লাগাতে চাই৷''

এশিয়ান লেডিবার্ডের প্রাণশক্তি

ইউরোপীয় লেডিবার্ড-এর মতো এশিয়ান লেডিবার্ডও প্ল্যান্ট লাইস বা গাছপোকা খেতে ভালবাসে৷ এশিয়ান লেডিবার্ড কেন এত সাফল্যের সঙ্গে গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পেরেছে, গবেষকরা তা জানতে পেরেছেন৷ তাদের রক্ত অন্য প্রজাতির লেডিবার্ডের জন্য বিষাক্ত হওয়ায় বাকিরাও তাদের খেয়ে ফেলতে পারে না৷ আন্দ্রেয়াস বলেন, ‘‘এশিয়াল লেডিবার্ড-এর মতো আক্রমণাত্মক প্রজাতির সঙ্গে স্থানীয় নিরীহ প্রজাতির লেডিবার্ড-এর ইমিইউন সিস্টেমের তুলনা করাই ছিল উদ্দেশ্য৷ এভাবেই আমরা রহস্য উন্মোচন করতে পারি৷''

প্রথমেই এশিয়ান লেডিবার্ড-এর ‘হেমো-লিম্ফ' বা রক্ত নেয়া হয়৷ কোনো সমস্যা ছাড়াই সামান্য ঝাঁকানি সহ্য করতে পারে এশিয়ান লেডিবার্ড৷ রক্ত নেয়ার পর তা একটা জেল-এর সঙ্গে মাখা হয়৷ তারপর ২৪ ঘণ্টার জন্য পরম চেম্বারে রাখা হয়৷

‘হারমোনিন' নামের পদার্থ যেখানে ছিল, ব্যাকটেরিয়া তার ধারেকাছে ঘেঁষতে পারে নি৷ আন্দ্রেয়াস বলেন, ‘‘আমরা এই ‘হারমোনিন' পরীক্ষা করে দেখেছি, এটা যক্ষ্মা ও ম্যালেরিয়ার মোকাবিলায় সক্রিয় হতে পারে৷ এমন পদার্থ প্রয়োগ করে যক্ষ্মা ও ম্যালেরিয়ার নতুন ওষুধ তৈরি করা যেতে পারে৷''

ওয়্যাক্স মথ-এর প্রতিরোধ শক্তি

ওয়্যাক্স মথ-এর শুঁয়োপোকার কথাই ধরা যাক৷ এর গ্যাংগ্রিন বা দেহের কোনো অংশ অকেজো হতে পারে না৷ এই শুঁয়োপোকার শরীরে বিশেষ এনজাইম রোগব্যাধীর পরোয়া করে না৷ আন্দ্রেয়াস বলেন, ‘‘ওয়্যাক্সমথ-এর শুঁয়োপোকার একটি অণু নিয়ে গবেষণা সবে শুরু হয়েছে৷ এটা দিয়ে আমরা নতুন ধরনের ওষুধ তৈরি করতে চাই, যা একেবারে অন্যভাবে কাজ করবে৷''

এবার পরের ধাপ৷ বায়ো-টেকনোলজিস্টদের সহায়তায় অণুগুলির বৃদ্ধির ব্যবস্থা করা হয়৷ ভবিষ্যতে বড় আকারের উৎপাদনের পরিবেশই ফুটিয়ে তোলা হয় বায়ো-রিয়্যাক্টর-এর মধ্যে৷ তারপর সেই অ্যান্টিবায়োটিক এজেন্ট একটা জেল-এ মাখানো হয়৷ গিসেন বিশ্ববিদ্যালয়ের মার্ক সালৎসিশ বলেন, ‘‘প্রথমে আমাদের শুয়োরের ত্বকের মডেলে এটা পরীক্ষা করতে হবে৷ এর পরেও অনেকগুলি পদক্ষেপ বাকি রয়েছে৷ তারপরই এর প্রয়োগ ঘটতে পারে৷''

টিএইচ মিটেলহেসেন-এর ডেনিসে সালৎসিশ বলেন, ‘‘তবে এখনই বড় এক ওষুধ কোম্পানি আগ্রহ দেখিয়েছে৷ চূড়ান্ত ওষুধ তৈরি করার পথে তারা আমাদের সঙ্গে কাজ করতে চায়৷''

বারিয়িং বিটল-এর খাদ্য সংরক্ষণের কায়দা

বারিয়িং বিটল আবার তার উপর সহজে কোনো পরীক্ষা চালাতে দেয় না৷ তবে গবেষকরা ঠিকই জানতে পারছেন, কীভাবে সে তার খাবার সংরক্ষণ করে৷ জঙ্গলে মরা ইঁদুর পেলে এই পোকা নিজের থুতু দিয়ে সেটা মুড়ে মাটিতে পুঁতে দেয়, যাতে পরে প্রয়োজনে সেটি খেতে পারে৷ নিজেকে লুকানোর চেষ্টা করলেও গবেষকরা তাকে খুঁজে নেন৷ আন্দ্রেয়াস বলেন, ‘‘এই পোকা যে এনজাইম দিয়ে মরা ইঁদুর হজম করে, তার নাগাল পাবার চেষ্টা করছি আমরা৷ খাদ্য সংরক্ষণ শিল্প ও প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রে এটা জানা জরুরি৷''

প্রতিভার এই প্রতিযোগিতায় কোনো একজনের জয় হয় না৷ অনেক পোকামাকড়ের এমন সব ক্ষমতা রয়েছে, যা মানুষের কাজে লাগতে পারে৷ গবেষকদের শুধু ধৈর্য ধরে সে সব আবিষ্কার করতে হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ