বহু বছর ধরে তিলে তিলে চাষের জমি ফসলের উপযুক্ত করে তুলতে হয়৷ কিন্তু সেই ফসল যদি পোকার উৎপাতে নষ্ট হয়ে যায়, চাষির মাথায় হাত পড়ে৷ কীটনাশকই তখন একমাত্র ভরসা৷ তাতেও কাজ না হলে ভেঙে পড়েন তিনি৷
বিজ্ঞাপন
‘ফল আর্মিওয়ার্ম’ বা হেমন্তের কীট বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে এটাই জাক প্রিন্সলু’র শেষ অস্ত্র৷ চাষি হিসেবে তিনি গোটা সেচ ব্যবস্থায় সার ও কীটনাশক পাম্প করে পোকাগুলি ধ্বংস করার চেষ্টা করছেন৷ এই নিয়ে ১০ রকম রাসায়নিক দ্রব্য ব্যবহার করলেন তিনি৷ কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না৷ পোকারা প্রায় অর্ধেক ভুট্টার গাছ ধ্বংস করে দিয়েছে৷
নামটি অবশ্য পুরোপুরি ঠিক নয়৷ এটা আসলে সত্যি কোনো কীট নয়, এক ধরনের ক্ষুধার্ত শুঁয়োপোকা, যা মথ হয়ে ওঠার আগে শস্য খেয়ে ফেলে৷ দক্ষিণ অ্যামেরিকায় তার উৎস৷ তারা কীভাবে আফ্রিকায় এলো, তা স্পষ্ট নয়৷ কৃষি গবেষণা পরিষদের রজার প্রাইস বলেন, ‘‘কোনোভাবে পালিয়ে এসে এখানে জুটেছে৷ আফ্রিকার পশ্চিম থেকে মধ্যাঞ্চল হয়ে দক্ষিণেও ছড়িয়ে পড়েছে৷ এক বছরের মধ্যে নাইজেরিয়া থেকে দক্ষিণ আফ্রিকায়ও এসে পড়েছে৷ গত বছরের জানুয়ারি মাসে প্রথম রিপোর্ট এসেছিল৷ এক বছর পর আমাদের এখানেও ছেয়ে গেছে৷ এগুলি অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে৷’’
পোকার উপদ্রবে চাষি যখন নাজেহাল
03:19
‘ফল আর্মিওয়ার্ম’-এর ঝাঁক কয়েক সপ্তাহের মধ্যে গোটা ফসল ধ্বংস করে দিতে পারে৷ বিশাল সংখ্যায় তারা এক খেত থেকে অন্য খেতে হানা দেয়৷ তাদের বিরুদ্ধে সংগ্রামে জেতা সহজ নয়৷ এলেস ফান খেলডার বলেন, ‘‘ফল আর্মিওয়ার্ম ভুট্টা গাছের কাণ্ডের গভীরে গর্ত করে৷ সেটাই হলো সমস্যা৷ বেশিরভাগ সময় চাষিরা অনেক দেরিতে তা টের পান৷ ততক্ষণে অনেক ক্ষতি হয়ে যায়৷ এমনকি তাঁরা শক্তিশালী কীটনাশক ব্যবহার করলেও তা সব পোকা পর্যন্ত পৌঁছয় না৷ কারণ, সেগুলি গাছের অত্যন্ত গভীরে বসে থাকে৷’’
পোকামাকড় দিয়ে করুন সকালের নাস্তা!
পোকামাকড়ে অনেক আমিষ রয়েছে এবং এগুলো চাষ করাও সহজ৷ ফলে ভবিষ্যতে খাবারের চাহিদা মেটাতে এই পোকামাকড়ের কাছেই যেতে হতে পারে, বলছেন বিজ্ঞানীরা৷
ছবি: picture-alliance/dpa
খেতে সুস্বাদু
পোকামাকড় খেতে সুস্বাদু৷ গরু, ছাগল, ভেড়ার চেয়ে এগুলো পালতে খরচ যেমন কম পড়ে, তেমনি পরিশ্রমও হয় কম৷ এছাড়া এরা গ্রিনহাউস গ্যাসও কম উৎপাদন করে৷ তাহলে আমরা বেশি করে পোকামাকড় খাই না কেন?
ছবি: picture-alliance
পুষ্টিমানেও সেরা!
বিয়ারের সঙ্গে ভাজা তেলোপোকা আর বিচ্ছু৷ আর কি চাই! এশিয়ার অনেক দেশের মানুষের প্রিয় খাবার এটি৷ সেই সঙ্গে এই খাবার স্বাস্থ্যকরও৷ পোকো, বিশেষ করে লার্ভা বা শূককীটগুলো, একেকটি যেন আমিষের স্বর্গ! যেমন একশো গ্রাম উইপোকায় রয়েছে ৬১০ ক্যালরি – যা একটি চকলেটের চেয়ে বেশি৷ এছাড়াও এতে আছে ৩৮ গ্রাম আমিষ ও ৪৬ গ্রাম চর্বি৷
ছবি: picture-alliance/Christoph Mohr
আরও গুণ
শুধু আমিষ নয়, পোকামাকড়ে রয়েছে ফ্যাটি অ্যাসিড, আয়রন, ভিটামিন ও খনিজ, জানিয়েছে স্বয়ং বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা, এফএও৷ সংস্থাটি সারা বিশ্বে খাবার হিসেবে পোকার জনপ্রিয়তা বাড়াতে চাইছে৷
ছবি: picture-alliance/Wildlife
সারা বিশ্বেই জনপ্রিয়
পোকার কদর সারা বিশ্বেই৷ তবে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ অ্যামেরিকার মানুষের কাছে একটু যেন বেশিই প্রিয়৷ ছবিতে শুঁয়াপোকার একটি মেনু দেখা যাচ্ছে৷ আফ্রিকার দক্ষিণাঞ্চলের জনপ্রিয় একটি খাবার এটি৷
ছবি: picture-alliance/africamediaon
জার্মানিতেও রেস্টুরেন্টে পোকার আগমন
ছবিটি মেক্সিকোর একটি রেস্তরাঁর৷ পোকার এই স্ন্যাকটি সবার খুব পছন্দের৷ তবে জার্মানিতেও নতুন চালু হওয়া অনেক রেস্তরাঁয় ঘাসফড়িং, শুঁয়াপোকা ইত্যাদি পাওয়া যাচ্ছে৷
ছবি: AP
পোকা ভাজা
কড়া করে ভাজা গুবরে পোকা, শূককীট ও পঙ্গপালের এই মেনুটি কলম্বিয়ায় একটি জনপ্রিয় খাবার৷
ছবি: picture-alliance/dpa
ফড়িংয়ের গ্রিল
ফ্রান্সের একটি নামকরা খাবার কোম্পানি গ্রিল করা ফড়িংয়ের এই মেনুটি অনলাইনে বিক্রি করছে৷ প্রতি ৩০-গ্রামের একটি বোতলের দাম নয় ইউরো বা ৯০০ টাকা!
ছবি: Ynsect
আহারযোগ্য এক হাজার পোকা
বিশ্বে প্রায় এক হাজার রকমের পোকা রয়েছে যেগুলো আহারযোগ্য৷ এর বেশিরভাগই যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকর৷ তাই পোকা কিভাবে আরও বেশি পরিমাণে খাওয়ার যোগ্য করা যায় সে চিন্তা করার আহ্বান জানিয়েছে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা৷
ছবি: picture-alliance/dpa
8 ছবি1 | 8
কৃষিবিজ্ঞানী হিসেবে রজার প্রাইস-ও বিষয়টি সম্পর্কে সচেতন৷ তিনি বলেন, ‘‘পরিস্থিতি খুবই উদ্বেগজনক৷ আফ্রিকার দক্ষিণাঞ্চলে খাদ্য নিরাপত্তার জন্য এটা একটা হুমকি৷ বিশেষ করে চাষিদের যেখানে পোকা নিয়ন্ত্রণ করতে কীটনাশক কেনার সামর্থ্য নেই৷ অথচ ভালো কীটনাশক, ভালো নজরদারি ছাড়া সব শস্য নষ্ট হয়ে যেতে পারে৷’’
বছরের পর বছর ধরে চরম খরার ফলে এই অঞ্চলে খাদ্য নিরাপত্তার মাত্রা এখনই কমে গেছে৷ বৃষ্টির অভাবে চাষি হিসেবে প্রিন্সলু তাঁর শেষ ফসল হারিয়েছেন৷ তাই এই ফসল তাঁকে বাঁচাতেই হবে৷ তিনি বলেন, ‘‘খেতের মধ্য দিয়ে হাঁটলে ক্ষতির মাত্রা দেখতে পাই৷ তখন খুব আবেগ চলে আসে, কারণ, এটাই তো আমার রুজি-রুটি৷ সারা জীবনের পরিশ্রম হারানোর আশঙ্কা দেখা দিয়েছে৷ তাই আমার মনে খুব দুঃখ৷’’
কীটনাশকে কাজ হলো কিনা, আর্মিওয়ার্মের বিরুদ্ধে সংগ্রাম সফল হলো কিনা – এক সপ্তাহের মধ্যে তিনি তা জানতে পারবেন৷
এলেস ফান খেলডের/এসবি
পিঁপড়া: কতটা সামাজিক?
এক একটা কলোনিতে লাখো বা কোটি পিঁপড়া থাকে, সেখানে একটা পিঁপড়াকে আলাদা করাটা বোকামি৷ এমটাই ধারণা ছিল গবেষকদের৷ নতুন গবেষণা তাদের সম্পর্কে অন্যরকম এক ধারণা দিচ্ছে৷ দেখে নিন ছবিঘরে...
ছবি: picture-alliance/blickwinkel/S. Derder
নাশতায় উইপোকা
আফ্রিকান ম্যাটাবেলে পিঁপড়ার খাবারের তালিকায় থাকে উইপোকা৷ দিনে দুই থেকে চারবার কয়েকশ’ পিঁপড়া দল বেঁধে শিকারে বের হয়৷
ছবি: picture alliance/Julius-Maximilians-Universität/dpa/E. T. Frank
তীব্র প্রতিরোধ
ম্যাটাবেলে পিঁপড়ারা উইপোকাদের আক্রমণ করে, ঢিবি নির্মাণকারী পোকাদের মেরে ফেলে এবং তাদের ডেরায় ঢুকে পড়ে৷ সৈন্য উইপোকারা তাদের শক্তিশালী চোয়ালের সাহায্যে হামলাকারীদের প্রতিরোধ করার চেষ্টা করে৷ সংঘর্ষে ৫০ থেকে ১০০টি পিঁপড়া ঘায়েল হয়৷ প্রায়ই সৈন্য উইপোকারা পিঁপড়াদের পায়ে কামড় দেয়৷
ছবি: Frank et al. Sci. Adv. 2017
উদ্ধার তৎপরতা
সংঘর্ষে যখন কোনো পিঁপড়া আহত হয়, ক্ষতস্থান থেকে রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়৷ এটা দেখেই তার সঙ্গীরা বুঝতে পারে কে আহত হয়েছে, তখন তাকে উদ্ধার করে তুলে নিজেদের ঘাঁটিতে নিয়ে যায়৷ জার্মানির ভ্যুর্ৎসব্যুর্গের গবেষকদের একটি দল প্রথমবারের মতো এই উদ্ধার তৎপরতা ভালোভাবে লক্ষ্য করেছে৷
ছবি: Frank et al. Sci. Adv. 2017
অবিশ্বাস্য সামাজিকতা
পিঁপড়াদের সমাজ বিশাল৷ সেখানে লাখো কোটি পিঁপড়া একসাথে থাকে৷ পিঁপড়াদের উদ্ধার তৎপরতা গবেষকদের বিস্মিত করে৷ এই প্রথম অমেরুদণ্ডী প্রাণিদের মধ্যে এমন আচরণ লক্ষ্য করেছেন তারা৷ এমন বিশাল একটি সম্প্রদায়ের একজনের প্রতি লক্ষ্য রাখার বিষয়টায় অবাক হয়েছেন তারা৷
ছবি: picture-alliance/dpa
দশে মিলে করি কাজ
একটি পিঁপড়া এমনিতে নিতান্তই দুর্বল৷ কিন্তু দলবদ্ধ হলে তারা শক্তাশালী হয়ে ওঠে৷ ২০১১ সালে গবেষকরা প্রথমবারের মতো দেখেছিলেন, পানির উচ্চতা যখন বাড়তে থাকে তখন পিঁপড়াগুলো ভেসে থাকার জন্য একত্র হয়ে ভেলা তৈরি করে৷
ছবি: picture alliance/dpa
ক্ষুদ্র কিন্তু শক্তিশালী
যদিও তারা খুব ছোট্ট, কিন্তু নিজেদের তুলনায় অনেক বেশি ওজন বহন করতে পারে৷ নিজেদের শরীরের চেয়ে ১০ গুণ ভারী জিনিস বহনে সক্ষম তারা৷ বিশেষ প্রজাতি, যেমন এই লাল কাঠ পিঁপড়ারা নিজেদের তুলনায় ৩০ থেকে ৫০ গুণ বেশি ওজন বহন করতে পারে৷
ছবি: picture alliance/blickwinkel/J. Kottmann
পালনকর্তা পিঁপড়া
পিঁপড়ারা গাছপালার পোকাদের পোষ্য হিসেবে রেখে দেয়৷ এই পোকাদের মিষ্টি মল ভক্ষণ করে তারা৷ আর প্রতিদানে এই পোকাদের শত্রুদের হাত থেকে রক্ষা করে পিঁপড়ারা৷ নিজেদের পুরো বাহিনী দিয়ে এই পোকাদের আগলে রাখে পিঁপড়ারা৷
ছবি: picture-alliance/blickwinkel/S. Derder
যা মুগ্ধ করে
পিঁপড়ারা যা করতে পারে তা সত্যিই অবিশ্বাস্য৷ গবেষকরা এই সামাজিক প্রাণিটি সম্পর্কে আরও অনেক কিছু আবিষ্কার করেছেন৷ বিশ্বব্যাপী পিঁপড়ার ১৬ হাজার প্রজাতি রয়েছে৷ প্রত্যেকটা একে অপরের থেকে স্বতন্ত্র৷ তাই আবিষ্কারের অনেক কিছু এখনো বাকি৷