1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোকার বার্গার জনপ্রিয় হচ্ছে

২১ ডিসেম্বর ২০১৭

অনেকেই নিশ্চয় বার্গার পছন্দ করেন৷ কেউ বিফ, আর কেউ হয়ত চিকেনের৷ তবে এবার এসেছে পোকার বার্গার৷ হ্যাঁ, ঠিকই শুনেছেন পোকা! নেদারল্যান্ডস আর বেলজিয়ামের কয়েকটি রেস্তোরাঁয় এই বার্গার পাওয়া যাচ্ছে৷

DW SHIFT | Biss in einen Burger in New York City
ছবি: filmspektakel.at

প্রথম দেখায় দেখে মনে হবে সাধারণ হ্যামবার্গার৷ তবে আসলে একটু ভিন্ন, কারণ এমন বার্গারে মাংসের পুরের প্রায় অর্ধেক থাকে বিভিন্ন ধরণের পোকা৷ ভেরা ব্যোকেলমান এমন এক বার্গার খেয়ে বলেন, ‘‘খেতে একটু শুকনো৷ তবে গন্ধটা ভালো৷ আমি অবশ্যই আমার বন্ধুদের এটা খেয়ে দেখার পরামর্শ দেবো৷''

ভেরার পোকা বার্গারের মূল উপাদান গুবরে পোকার শূককীট৷

নেদারল্যান্ডসের এর্মোলো শহরে এই পোকা বার্গারের উৎপাদন শুরু হয়েছে৷ উৎপাদনকারীরা এখানে ৪০ বছর ধরে পোকা নিয়ে কাজ করছেন৷ মূলত প্রাণীর খাবার ও কসমেটিকস শিল্পে এই পোকা ব্যবহৃত হয়৷ তবে সম্প্রতি তারা মানুষের খাবার হিসেবে ব্যবহারের জন্যও পোকা উৎপাদন করছেন৷

প্রোটি-ফার্মের প্ল্যান্ট ম্যানেজার নিকো রুড৷ তিনি নিয়মিত তাঁর পোকার গুনাগুণ পরীক্ষা করেন৷

বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ প্রতিদিন পোকা খেয়ে থাকে৷ তবে ইউরোপে এটি এখনও ট্যাবু৷

চিকেন বা বিফ নয়, খান পোকার বার্গার!

04:19

This browser does not support the video element.

নিকো রুড বলেন, ‘‘আমি মনে করি আগামী পাঁচ বছরের মধ্যে পোকা খাওয়াটা সাধারণ ব্যাপারে পরিণত হবে৷ অনেক ধরনের খাবারেই পোকার ব্যবহার হবে৷ তাই আমার মনে হচ্ছে, পাঁচ বছরের মধ্যে আমরা বছরে কয়েকবার পোকা খাওয়া শুরু করবো৷''

পোকা বেশ পু্ষ্টিকর, কারণ এতে প্রায় ৫০ শতাংশ প্রোটিন রয়েছে৷

অন্যান্য প্রাণী প্রতিপালনের তুলনায় পোকা পালতে কম জায়গা, পানি ও খাবারের প্রয়োজন হয়৷ এছাড়া কার্বন ডাই-অক্সাইড নির্গমনও কম হয়৷

মাক্স ক্রেমার ও বারিস ওৎসেল পোকা বার্গারের উদ্ভাবক৷ ১০ হাজার ইউরো দিয়ে ২০১৪ সালে তাঁরা ‘বাগফাউন্ডেশন' প্রতিষ্ঠা করেন৷ এখন তাঁরা আরও চারজনকে নিয়োগ দিয়েছেন৷

বছর সাতেক আগে বিশ্বভ্রমণের সময় প্রথম তাঁরা খাওয়া যায় এমন পোকার সঙ্গে পরিচিত হন৷ সেখান থেকে এই ব্যবসা শুরুর বুদ্ধি পান এই দুজন৷ বারিস ওৎসেল বলেন, ‘‘আমরা যখন প্রথম আমাদের পরিবার, বন্ধুবান্ধব ও পরিচিতজনের সঙ্গে এই আইডিয়া শেয়ার করি তখন তাঁরা আমাদের ক্রেজি বলেছিলেন৷ কারণ তাঁরা মনে করেছিলেন, এটা কোনোভাবেই কাজ করবেনা৷ তবে এখন অনেকে বলছেন, আমরা ভাল কাজ করছি৷ এরপরই তাঁরা জানতে চাইছেন, কখন তাঁরা সেগুলো চেখে দেখতে পারবেন?''

এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা বার্গার তৈরির চেষ্টা করেছেন৷ পোকার সঙ্গে আছে পানি, মটর আর একটি গোপন মসলার মিশ্রন৷

প্রতিষ্ঠাতাদের আশা, তাঁদের বার্গার মাংস খাওয়ার পরিমাণ কমাবে৷ পরিবেশের জন্য সেটা ভালো, কারণ তখন প্রাণীর খাবার হিসেবে শস্যের ব্যবহার কম হবে৷ তাছাড়া পোকামাকড় পরিবেশবান্ধবও বটে৷

মাক্স ক্রেমার বলেন, ‘‘একই সময়ে আমরা আশা করছি, অন্যান্য দেশের জন্য আমরা মডেল হয়ে উঠবো৷ কারণ উন্নয়নশীল দেশগুলোর নাগরিকরা পশ্চিমা স্টাইল অনুসরণ করতে গিয়ে পোকা খাওয়া ছেড়ে ম্যাকডোনাল্ডস লাইফস্টাইলের মতো বিফ বার্গার খাওয়া শুরু করেছে৷''

জার্মানিতে এখনও পোকা আছে এমন খাবার পণ্য বিক্রি অবৈধ৷ তবে নেদারল্যান্ডস ও বেলজিয়ামের কিছু রেস্তোরাঁয় পোকার বার্গার পাওয়া যাচ্ছে৷ এরকম একেকটি বার্গারের দাম হয় ১২ থেকে ১৭ ইউরো৷

আগামী বছরের শুরু থেকে জার্মানিতেও পোকাসহ খাবার বিক্রি বৈধ হবে৷ বাগফাউন্ডেশনের প্রতিষ্ঠাতারা তখন জার্মানিতেও ফাস্টফুড ব্যবসা শুরু করতে পারবেন৷

গ্ভেন্ডোলিন হিলসে/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ