1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোডলস্কিকে আর চায় না বায়ার্ন মিউনিখ

রিয়াজুল ইসলাম১০ জানুয়ারি ২০০৯

জার্মান ফুটবল তারকা লুকাস পোডলস্কি বোধহয় আর বায়ার্ন মিউনিখে থাকছেন না৷ বায়ার্ন ম্যানেজার ইউলি হোয়েনেস সে ইঙ্গিতই দিয়েছেন৷ তবে তিনি কোন ক্লাবে যাচ্ছেন সেটি এখনও ঠিক হয়নি৷

সময়টা খুব ভালো যাচ্ছে না জার্মান স্ট্রাইকার লুকাস পোডলস্কিরছবি: AP

বিগত ২০০৬ সালে বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি করার পর লুকাস পোডলস্কির সময়টা যে খুব ভালো গেছে তা বলা যায় না৷ বিশেষ করে গত কয়েকটি ম্যাচে প্রথম একাদশে প্রায় অনিয়মিত হয়ে পড়েছেন ২৩ বছর বয়স্ক এ স্ট্রাইকার৷ তার ওপর সতীর্থ লুকা টনি ও মিরোস্লাভ ক্লোসে রয়েছেন এখন দারুণ ফর্মে৷ তাই বাধ্য হয়ে সময় থাকতে অন্য জায়গা খুজতে হচ্ছে জার্মান এ স্ট্রাইকারকে৷ বায়ার্ন মিউনিখের ম্যানেজার ইউলি হোয়েনেস জার্মান এক টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে নিশ্চিত করেছেন যে এ মৌসুমের পর পোডলস্কিকে রাখার ব্যাপারে তাদের কোন আগ্রহ নেই৷

তবে পোডলস্কি কোন দলে ফিরছেন তা নিয়ে চলছে দর কষাকষি৷ আগের দল কোলন এফসি ইতিমধ্যে সাড়ে সাত মিলিয়ন ইউরোর যে প্রস্তাব দিয়েছিলো তা ফিরিয়ে দিয়েছে বায়ার্ন৷ কারণ একই ক্লাব থেকে পোডলস্কিকে কিনতে তাদের গুনতে হয়েছিলো ১০ মিলিয়ন ইউরো৷ এছাড়া বুন্দেসলীগার অন্য কোন ক্লাব আগ্রহী থাকলে তাও খতিয়ে দেখতে চান বায়ার্ন ম্যনেজার ইউলি হোয়েনেস৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ