পোপের কাছে ট্রাম্পকে সামলানোর পরামর্শ চেয়েছিলেন ম্যার্কেল
২১ নভেম্বর ২০২৪
ডনাল্ড ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে কীভাবে সামলাতে হবে সে বিষয়ে পোপ ফ্রান্সিসের কাছে পরামর্শ চেয়েছিলেন জার্মানির সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷
বিজ্ঞাপন
২৬ নভেম্বর প্রকাশিত হতে যাওয়া আত্মজীবনীতে এই কথা লিখেছেন ম্যার্কেল৷
‘ফ্রিডম: মেমোরিজ ১৯৫৪-২০২১' নামের আত্মজীবনীতে ম্যার্কেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে তার অভিজ্ঞতাও তুলে ধরেছেন৷
বইটি প্রকাশের আগে সেখান থেকে কিছু অংশ বুধবার জার্মান সাপ্তাহিক ডি সাইট-এ প্রকাশ করা হয়৷
এরপর কী করবেন ম্যার্কেল?
আগামী সপ্তাহে নতুন চ্যান্সেলর পেতে যাচ্ছে জার্মানি৷ ১৬ বছর পর আঙ্গেলা ম্যার্কেল সাবেক হচ্ছেন৷ এরপর তিনি কী করবেন? কীভাবে কাটবে তার সময়?
ছবি: picture-alliance/ROPI/Napolipress
কোনো আমন্ত্রণ গ্রহণ করবেন না
দায়িত্ব ছাড়ার পর কী করবেন, গত কয়েকমাসে ম্যার্কেলকে এই প্রশ্নটি অনেকবার শুনতে হয়েছে৷ গত জুলাইতে যুক্তরাষ্ট্র সফরের সময় তাকে আবারও এই প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রথমে একটা ‘ব্রেক’ নেবেন এবং কোনো ধরনের আমন্ত্রণ গ্রহণ করবেন না৷ তার কাজগুলো ‘এখন অন্যজন সামলাবে’ এটা তাকে মেনে নিতে হবে বলে জানিয়ে ম্যার্কেল বলেন, ‘‘আমার মনে হয় এটা আমার খুবই ভালো লাগবে৷’’
ছবি: picture alliance / Britta Pedersen/dpa
পছন্দের বিষয় খুঁজবেন
এই প্রশ্নের উত্তর খুঁজতে চান ম্যার্কেল৷ যুক্তরাষ্ট্র সফরের সময় জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ অনুষ্ঠানে ম্যার্কেল বলেন, ‘‘আমি হয়ত কিছু পড়তে চেষ্টা করবো, তারপর আমার চোখ বন্ধ হয়ে আসতে চাইবে, কারণ আমি ক্লান্ত, তারপর আমি একটু ঘুমাবো, এবং তারপর দেখবো কী করা যায়৷’’
ছবি: Manuel Balce Ceneta/AP Photo/picture alliance
‘আমি কি বিশ্ব ভ্রমণে যেতে চাই’
গত সেপ্টেম্বরে ম্যার্কেল বলেছিলেন, ‘‘জীবনের পরের ধাপে আমি কী করতে চাই সেটা খুব সতর্কভাবে ভেবে দেখতে চাই৷ আমি কি লিখতে চাই? আমি কি বলতে চাই? আমি কি এদিক-ওদিকে ঘুরতে চাই? আমি কি ঘরে বসে থাকতে চাই? আমি কি বিশ্ব ভ্রমণে যেতে চাই?’’ এরপর তিনি বলেন, ‘‘সে কারণে আমি প্রথমে কিছু না করার সিদ্ধান্ত নিয়েছি, তারপর আমি দেখতে চাই কী হয়৷’’ ছবিতে ইটালির ইস্কিয়া দ্বীপে স্বামীর সঙ্গে ম্যার্কেলকে দেখা যাচ্ছে৷
ছবি: picture-alliance/ROPI/Napoli/Giacomino
কী মিস করবেন?
গত ১৬ বছর প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কী করবেন, তা ঠিক করা থাকতো৷ এমন ব্যস্ত সময় পার করার পর অবসরে গিয়ে কি তার মনে হবে না যে, কী যেন নেই? সম্প্রতি এমন প্রশ্ন করা হলে ম্যার্কেল বলেন, ‘‘আপনি কী মিস করবেন সেটা তখনই বোঝা সম্ভব যখন সেটা আর আপনার থাকবে না৷’’
ছবি: Stephanie Loos/AFP
আপাতত বার্লিনেই থাকবেন
ম্যার্কেল অবসরে গেলেও তার স্বামী কোয়ান্টাম কেমিস্ট ইওয়াখিম সাওয়ার এখনই অবসরে যাচ্ছেন না৷ ৭২ বছর বয়সি সাওয়ারের অন্তত আগামী বছর পর্যন্ত বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ে ঊর্ধ্বতন গবেষক হিসেবে কাজ করার কথা৷
ছবি: Daniel Karmann/dpa/picture alliance
মিস মার্পল হবেন ম্যার্কেল?
গোয়েন্দা গল্পের অন্যতম লেখিকা আগাথা ক্রিস্টির একটি অন্যতম চরিত্র ‘মিস মার্পল’৷ গ্রামের বাড়িতে কাপড় বুনতে বুনতে তিনি হত্যা রহস্য উন্মোচন করেন৷ অবসর কাটাতে গিয়ে একসময় ক্লান্ত হয়ে ম্যার্কেলও তা করতে পারেন, এমন গল্প নিয়ে গোয়েন্দা কাহিনি লিখেছেন লেখক ডাভিড সাফিয়া৷ এতে দেখা যায়, হলিডে হোমে হাঁটাহাটি আর কেক তৈরির করতে গিয়ে একসময় ক্লান্ত হয়ে এক হত্যা রহস্য উন্মোচনের কাজে জড়িয়ে পড়েছেন ম্যার্কেল৷
ছবি: Rowohlt/Kindler Verlag/dpa/picture alliance
কত পেনশন পাবেন?
পেনশন হিসেবে ম্যার্কেল মাসে প্রায় ১৫ লাখ টাকা পাবেন বলে একটি হিসেব বলছে৷ এছাড়া আজীবন নিরাপত্তা ও চালকসহ একটি গাড়ি পাবেন৷ সংসদ ভবনে কয়েকজন কর্মকর্তাসহ একটি অফিসও পাবেন৷
ছবি: Michael Kappeler/dpa/picture alliance
অন্য চ্যান্সেলররা যা করেছে
সাবেক চ্যান্সেলর হেলমুট স্মিট দায়িত্ব ছাড়ার পর একটি সাপ্তাহিক পত্রিকার অন্যতম প্রকাশক হয়েছিলেন৷ এছাড়া বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতেন৷ হেলমুট কোল রাজনীতি বিষয়ে একটি কনসালটেন্সি ফার্ম গড়ে তুলেছিলেন৷ এছাড়া লবিয়িস্ট ও উপদেষ্টা হিসেবে কাজ করেছেন৷ আর ম্যার্কেলের আগে যিনি চ্যান্সেলর ছিলেন সেই গেয়ারহার্ড শ্র্যোডার ক্ষমতা ছাড়ার কিছুদিনের মধ্যে রাশিয়ার গ্যাস কোম্পানিতে চাকরি নিয়ে সমালোচিত হয়েছিলেন৷
ছবি: A. Druzhinin/TASS/dpa/picture-alliance
8 ছবি1 | 8
জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিতে পারেন- এই আশঙ্কা থেকে পোপ ফ্রান্সিসের কাছে পরামর্শ চেয়েছিলেন ম্যার্কেল৷ পোপকে তিনি প্রশ্ন করেছিলেন, ‘মৌলিকভাবে ভিন্ন মতাদর্শের' মানুষের সঙ্গে কীভাবে চলা যায়৷ প্রশ্নটি যে ট্রাম্প ও জলবায়ু চুক্তি থেকে তার সরে যাওয়ার ইচ্ছার প্রেক্ষিতে করা হয়েছে তা পোপ সঙ্গে সঙ্গে বুঝে যান বলে ম্যার্কেল তার আত্মজীবনীতে লিখেছেন৷ উত্তরে পোপ ম্যার্কেলকে বলেছিলেন, ‘‘বাঁকান, বাঁকান, বাঁকান, কিন্তু নিশ্চিত করবেন যেন ভেঙে না যায়৷''
ট্রাম্প সম্পর্কে ম্যার্কেল বলেন, তিনি (ট্রাম্প) রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন ও অন্য কর্তৃত্ববাদী নেতাদের প্রতি মুগ্ধ ছিলেন৷ ‘‘তিনি সবকিছুকে প্রোপার্টি ডেভেলপারের দৃষ্টিকোণ থেকে দেখতেন৷ একটি জমি একবারই বিক্রি করা যায়, এবং তিনি যদি এটা না পান, তাহলে অন্য কেউ এটা পাবে ন৷ এভাবেই তিনি বিশ্বকে দেখতেন,'' ট্রাম্প সম্পর্কে বলেন ম্যার্কেল৷
২৬ নভেম্বর ৩০টির বেশি দেশে ম্যার্কেলের আত্মজীবনী প্রকাশিত হবে৷ এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রে বইটি উন্মোচন করা হবে৷ ঐ অনুষ্ঠানে ম্যার্কেলের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থাকবেন৷
১৬ বছর চ্যান্সেলর থাকার পর ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সময়ও ম্যার্কেল জনপ্রিয় ছিলেন৷ তবে ইউক্রেনে রাশিয়ার হামলা ও জার্মানির বর্তমান আর্থিক সংকটের জন্য ম্যার্কেলের সময়ে রাশিয়ার জ্বালানির উপর জার্মানির অতি নির্ভরশীলতাকে দায়ী করেন কিছু মানুষ৷
তবে ম্যার্কেল কখনো তার রাশিয়া নীতি নিয়ে দুঃখ প্রকাশ করেননি৷
পুটিন সম্পর্কে ম্যার্কেল তার আত্মজীবনীতে লিখেছেন, তিনি সবসময় চাইতেন তাকে গুরুত্ব দেওয়া হোক৷ ‘‘আমি তাকে এমন একজন হিসাবে অনুভব করেছি যিনি অসম্মানিত হতে চান না,'' লিখেছেন ম্যার্কেল৷ ‘‘আপনার কাছে এটা শিশুসুলভ ও তুচ্ছ মনে হতে পারে, কিন্তু এর মানে হচ্ছে, রাশিয়া কখনোই মানচিত্র থেকে হারিয়ে যায়নি৷''
ম্যার্কেল লিখেছেন, পুটিন তাকে একসময় ইউক্রেন নিয়ে বলেছিলেন, ‘‘আপনি সবসময় চ্যান্সেলর থাকবেন না, তখন তারা ন্যাটোতে (ইউক্রেন) যোগ দেবে৷ আর আমি এতে বাধা দিতে চাই৷''