পোপ ষোড়শ বেনেডিক্ট হঠাৎই পদত্যাগ করলেন বটে, কিন্তু ঘটনাটা যতটা অপ্রত্যাশিত মনে হতে পারে, ততটা ঠিক ছিল না৷ ফিল্মের ভবিষ্যদ্বাণী থেকে শুরু করে পোপের নিজের দেওয়া ইঙ্গিত, সব কিছুই ছিল৷
বিজ্ঞাপন
ইটালির চিত্রপরিচালক নান্নি মোরেত্তি ২০১১ সালে একটি কমেডি চিত্র তৈরি করেন, যার শীর্ষক ছিল ‘‘হাবেমুস পাপাম'', ‘আমরা পোপ নির্বাচন করেছি', ভ্যাটিকানে নতুন পোপ নির্বাচিত হবার পর খবরটা যেভাবে ঘোষণা করা হয়৷ ছবিতে এক বিষাদগ্রস্ত ও ভীতু কার্ডিনাল পোপ নির্বাচিত হবার পর কয়েকদিনের জন্য তাঁর প্রহরী ও তত্ত্বাবধায়কদের নজর এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হন৷ পরে ফিরে এসে তাঁর প্রথম ভাষণেই নতুন পোপ ঘোষণা করেন, তাঁর পক্ষে এ' দায়িত্ব পালন করা সম্ভব নয়৷
এক নজরে বিদায়ী পোপ
বয়স হয়ে গেছে ৮৫৷ তাই হঠাৎ করেই পোপ ষোড়শ বেনেডিক্ট জানিয়ে দিয়েছেন, তিনি আর রোমান ক্যাথলিক চার্চের প্রধান থাকছেন না৷ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন৷ আগামী ২৮শে ফেব্রুয়ারি রাত আটটা থেকে তাঁর পদত্যাগ কার্যকর হবে৷
ছবি: AP
চমকে দেয়া ঘোষণা, তবে অপ্রত্যাশিত নয়
পোপের পদত্যাগের ঘোষণায় অনেকে চমকে উঠলেও ঘোষণাটা কিন্তু পুরোপুরি অপ্রত্যাশিত ছিল না৷ সাত বছর, দশ মাস, নয় দিন ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেন তিনি৷ দ্বিতীয় জন পলের চেয়ে সময়টা অনেক কম৷ দ্বিতীয় জন পল ২৬ বছরেরও বেশি সময় ছিলেন একই দায়িত্বে৷
ছবি: Reuters
যাত্রা শুরু...
১৯ এপ্রিল, ২০০৫৷ ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে প্রথম দিন৷ অভিষেকে রোমের সেন্ট পিটার্স বাসিলিকায় ঈশ্বর ও পূর্বসূরি প্রয়াত দ্বিতীয় জন পলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখার পর অভ্যাগতদের অভিবাদনে সাড়া দিচ্ছেন ক্যাথলিক খ্রীষ্টানদের ধর্মগুরু৷
ছবি: AP
জার্মানিতে আনন্দের ঢেউ
১৫২৩ সালের পর থেকে এই প্রথম এক জার্মান হলেন ক্যাথলিক চার্চের প্রধান৷ ধর্মপ্রাণ জার্মানরা খুশি তো হবেনই৷ তাঁদের মনের কথাই উঠে এসেছিল ট্যাবলয়েড ‘বিল্ড’-এর খবরে৷ সেখানে শিরোনাম ছিল ‘ভিয়ার জিন্ড পাপস্ট’, যার অর্থ ‘আমরা পোপ!’
ছবি: AP
পরিবারের প্রভাব
বাবা-মা, ভাই-বোনতো বটেই, বলতে গেলে পরিবারের সবাই ছিলেন ধার্মিক৷ তাই ১৯৫১ সালেই বড় ভাই গেয়র্গ (পেছনে, বাঁ দিকে) এবং তিনি হয়ে যান যাজক৷ মিউনিখ এবং ফ্রাইজিংয়ের আর্চবিশপ হয়েছিলেন তার অনেক পরে, ১৯৭৭ সালে৷
ছবি: AP
তরুণদের প্রতি আহ্বান
মজার ব্যাপার কি জানেন, পোপ হিসেবে ষোড়শ বেনেডিক্টের প্রথম বিদেশ সফরের গন্তব্য ছিল জার্মানি! কোলোন শহরে সেদিন বিশ্ব তরুণ দিবস পালিত হচ্ছে৷ মারিয়েনফেল্ডে ১০ লাখ তরুণ পূণ্যার্থীর সঙ্গে সময়টা ভালোই কেটেছিল সে দিন৷
ছবি: AP
বিতর্কিত সিদ্ধান্ত, বিশ্বজুড়ে সমালোচনা
তাঁর মেয়াদকালে বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট৷ ২০০৫ সালে হলোকস্ট সম্পর্কে অবস্থানের কারণে সমালোচিত রিচার্ড উইলিয়ামসনসহ চারজন বিশপকে আবার চার্চে ফেরার অনুমতি দিয়েছিলেন পোপ৷ সমালোচনার ঝড় উঠেছিল বিশ্বজুড়ে৷
ছবি: picture alliance/dpa
স্মরণীয় সফর...
প্রথমবার ইসরায়েল সফর করেছিলেন ২০০৯ সালে৷ পোল্যান্ডেও গিয়েছিলেন সেবার৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের ওপর চালানো হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছিলেন৷ ইসরায়েল সফরের সময় ইয়াদ ভাশেম মেমোরিয়ালে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছিলেন পোপ৷
ছবি: picture-alliance/ dpa
স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার শুরু
ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রথম বারের মতো পোপ ষোড়শ বেনেডিক্টের শারীরিক অসুস্থতা সম্পর্কে ধারণা পাওয়া যায় ২০১১ সালের অক্টোবরে৷ পরিষ্কার বোঝা গিয়েছিল অসুস্থ শরীরে বয়সের ভার বয়ে কাজ চালাতে তাঁর কষ্ট হচ্ছে৷
ছবি: Tiziana Fabi/AFP/Getty Images
টুইটারে পোপ
গত ডিসেম্বরে আলোচনায় এসেছিলেন একেবারে অন্যরকম এক কারণে৷ বিশ্ববাসীদের উদ্দেশ্যে টুইট করতে নেমে পড়েছিলেন তিনি! ধর্মগুরুর বয়সটাও বিবেচনায় নিলে আধুনিকমনস্কতার প্রশংসাই করতে হয়৷ পরে পোপ অবশ্য জানিয়েছেন, টুইটারে ধর্ম নিয়ে কথা চালানো বেশ কঠিন৷
ছবি: picture-alliance/dpa
পদত্যাগ
১১ই ফেব্রুয়ারি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ইতিহাসে ঢুকে পড়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট৷ প্রায় সাতশো বছরে এই প্রথম কোনো পোপ পদত্যাগের সিদ্ধান্ত নিলেন৷
ছবি: Reuters
10 ছবি1 | 10
মিশেল পিকোলি'র অভিনীত ছবিটি এর মধ্যেই ইটালিয়ান স্কাই সিনেমা চ্যানেলে প্রদর্শিত হয়েছে৷ ছবিতে পোপের বেশে পিকোলি বলছেন, ‘‘গির্জার এমন একজন পথপ্রদর্শক দরকার, যাঁর বিপুল পরিবর্তন আনার মতো শক্তি আছে৷'' এবং তাঁর সেই শক্তি নেই বলে রুপোলি পর্দার পোপ ক্ষমাও চেয়েছেন৷ পোপ বেনেডিক্ট নিজে ঠিক যা বলেছেন এবং করেছেন, যদিও অন্য ভাষায় এবং অন্য পরিস্থিতিতে৷
মোরেত্তির ছবিটি কিন্তু ক্যাথলিক গির্জার তরফ থেকে বিশেষ মনোযোগ কিংবা প্রশংসা-অপ্রশংসা, কোনোটাই পায়নি৷ বেনেডিক্টের পদত্যাগের পর ইটালিয়ান এবং অপরাপর মিডিয়া থেকে মোরেত্তির কাছে ফোনের পর ফোন আসছে৷ তার উত্তরে মোরেত্তি শুধু বলেছেন, ‘‘আমি কী বলব? সিনেমা কখনো-সখনো আসন্ন বাস্তবের আভাস দিতে পারে৷''
ভবিষ্যদ্বাণী আরো ছিল
ইভ্রেয়ার অবসরপ্রাপ্ত বিশপ লুইজি বেত্তাজ্জি প্রাক্তন কার্ডিনাল জোসেফ রাৎসিঙার'কে চেনেন অর্ধশতাব্দী ধরে৷ গতবছর তিনি রাই টেলিভিশনে এই নিয়ে জল্পনা-কল্পনা করেন যে, পোপ হয়তো পদত্যাগ করতে পারেন, যদি তাঁর মনে হয় যে তিনি আর গির্জাকে ঠিকমতো পরিচালনা করতে পারছেন না৷
পোপ বেনেডিক্ট'কে অন্তত দু'বার সন্ত সেলেস্টাইন'এর সমাধিতে প্রার্থনা করতে দেখা গেছে, যিনি ত্রয়োদশ শতাব্দীতে পোপ পঞ্চম সেলেস্টাইন থাকাকালীন বর্তমান পোপের মতোই পদত্যাগ করেন৷
সবচেয়ে বড় কথা, পোপ বেনেডিক্ট ২০১০ সালে এক জার্মান সাংবাদিককে বলেছিলেন: কোনো পোপ যদি স্পষ্ট বুঝতে পারেন যে, তিনি শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক বিচারে পোপের দায়িত্ব পালন করার মতো অবস্থায় নেই, তবে তাঁর পদত্যাগ করার অধিকার, এমনকি কোনো কোনো ক্ষেত্রে দায়িত্বও আছে৷''