1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নানা পূর্বাভাস ছিল

১৪ ফেব্রুয়ারি ২০১৩

পোপ ষোড়শ বেনেডিক্ট হঠাৎই পদত্যাগ করলেন বটে, কিন্তু ঘটনাটা যতটা অপ্রত্যাশিত মনে হতে পারে, ততটা ঠিক ছিল না৷ ফিল্মের ভবিষ্যদ্বাণী থেকে শুরু করে পোপের নিজের দেওয়া ইঙ্গিত, সব কিছুই ছিল৷

Pope Benedict XVI waves as he arrives for his weekly general audience on February 13, 2013 at the Paul VI hall at the Vatican. Pope Benedict XVI made his first public appearance Wednesday since the shock announcement of his resignation, sticking with his schedule by presiding over his weekly general audience. AFP PHOTO / FILIPPO MONTEFORTE (Photo credit should read FILIPPO MONTEFORTE,FILIPPO MONTEFORTE/AFP/Getty Images)
ছবি: Filippo Monteforte/AFP/Getty Images

ইটালির চিত্রপরিচালক নান্নি মোরেত্তি ২০১১ সালে একটি কমেডি চিত্র তৈরি করেন, যার শীর্ষক ছিল ‘‘হাবেমুস পাপাম'', ‘আমরা পোপ নির্বাচন করেছি', ভ্যাটিকানে নতুন পোপ নির্বাচিত হবার পর খবরটা যেভাবে ঘোষণা করা হয়৷ ছবিতে এক বিষাদগ্রস্ত ও ভীতু কার্ডিনাল পোপ নির্বাচিত হবার পর কয়েকদিনের জন্য তাঁর প্রহরী ও তত্ত্বাবধায়কদের নজর এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হন৷ পরে ফিরে এসে তাঁর প্রথম ভাষণেই নতুন পোপ ঘোষণা করেন, তাঁর পক্ষে এ' দায়িত্ব পালন করা সম্ভব নয়৷

মিশেল পিকোলি'র অভিনীত ছবিটি এর মধ্যেই ইটালিয়ান স্কাই সিনেমা চ্যানেলে প্রদর্শিত হয়েছে৷ ছবিতে পোপের বেশে পিকোলি বলছেন, ‘‘গির্জার এমন একজন পথপ্রদর্শক দরকার, যাঁর বিপুল পরিবর্তন আনার মতো শক্তি আছে৷'' এবং তাঁর সেই শক্তি নেই বলে রুপোলি পর্দার পোপ ক্ষমাও চেয়েছেন৷ পোপ বেনেডিক্ট নিজে ঠিক যা বলেছেন এবং করেছেন, যদিও অন্য ভাষায় এবং অন্য পরিস্থিতিতে৷

মোরেত্তির ছবিটি কিন্তু ক্যাথলিক গির্জার তরফ থেকে বিশেষ মনোযোগ কিংবা প্রশংসা-অপ্রশংসা, কোনোটাই পায়নি৷ বেনেডিক্টের পদত্যাগের পর ইটালিয়ান এবং অপরাপর মিডিয়া থেকে মোরেত্তির কাছে ফোনের পর ফোন আসছে৷ তার উত্তরে মোরেত্তি শুধু বলেছেন, ‘‘আমি কী বলব? সিনেমা কখনো-সখনো আসন্ন বাস্তবের আভাস দিতে পারে৷''

ভবিষ্যদ্বাণী আরো ছিল

ইভ্রেয়ার অবসরপ্রাপ্ত বিশপ লুইজি বেত্তাজ্জি প্রাক্তন কার্ডিনাল জোসেফ রাৎসিঙার'কে চেনেন অর্ধশতাব্দী ধরে৷ গতবছর তিনি রাই টেলিভিশনে এই নিয়ে জল্পনা-কল্পনা করেন যে, পোপ হয়তো পদত্যাগ করতে পারেন, যদি তাঁর মনে হয় যে তিনি আর গির্জাকে ঠিকমতো পরিচালনা করতে পারছেন না৷

পোপ বেনেডিক্ট'কে অন্তত দু'বার সন্ত সেলেস্টাইন'এর সমাধিতে প্রার্থনা করতে দেখা গেছে, যিনি ত্রয়োদশ শতাব্দীতে পোপ পঞ্চম সেলেস্টাইন থাকাকালীন বর্তমান পোপের মতোই পদত্যাগ করেন৷

সবচেয়ে বড় কথা, পোপ বেনেডিক্ট ২০১০ সালে এক জার্মান সাংবাদিককে বলেছিলেন: কোনো পোপ যদি স্পষ্ট বুঝতে পারেন যে, তিনি শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক বিচারে পোপের দায়িত্ব পালন করার মতো অবস্থায় নেই, তবে তাঁর পদত্যাগ করার অধিকার, এমনকি কোনো কোনো ক্ষেত্রে দায়িত্বও আছে৷''

এসি / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ