দুনিয়ায় বোধহয় কয়েক কেটি এমন ফুটবল ফ্যান আছেন, যারা লিওনেল মেসির স্বহস্তে স্বাক্ষরিত জার্সি পেলে বর্তে যেতেন৷ তবে ফুটবল ফ্যানের সঙ্গে সঙ্গে যদি মেসির দেশবাসী এবং ক্যাথলিক গির্জার প্রধান হওয়া যায়, তাহলে...
বিজ্ঞাপন
পোপ ফ্রান্সিস আরো অনেক কিছুর মধ্যে যে ফুটবল ফ্যানও বটে, সেটা তাঁর অভিষেকের দিন থেকেই দুনিয়ার জানা হয়ে গেছে৷ বুয়েনস আইরেসের আর্চবিশপ থাকাকালীন, হয়তো তার অনেক আগে থেকেই তিনি সান লোরেঞ্জো ক্লাবের ফ্যান৷ এই সান লোরেঞ্জো আবার আর্জেন্টিনার পাঁচটি সেরা ক্লাব টিমের মধ্যে পড়ে৷
নতুন পোপের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান
মঙ্গলবার প্রায় দুই লক্ষ মানুষ পোপ প্রথম ফ্রান্সিসের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান দেখতে ভ্যাটিকানের সেন্ট পেটার্স চত্বরে জড়ো হয়েছিলেন৷
ছবি: Reuters
বিশ্ব নেতৃবৃন্দের উপস্থিতি
মঙ্গলবার নতুন পোপের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সহ বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান৷ এছাড়া প্রায় এক হাজার বছর পর সেখানে উপস্থিত ছিলেন অর্থডক্স চার্চের শীর্ষ প্রতিনিধিরাও৷ এজন্য পোপ ফ্রান্সিস তাঁর বক্তৃতায় তাঁদের ধন্যবাদ জানিয়েছেন৷
ছবি: picture alliance/AP Photo
গরিবের বন্ধু
পোপ তাঁর বক্তব্য সমাজের দরিদ্রতমদের জন্য কাজ করতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ এছাড়া পরিবেশ রক্ষা নিয়েও কথা বলেছেন তিনি৷ পোপ হিসেবে ফ্রান্সিস নামটি তিনি নিয়েছেন সেন্ট ফ্রান্সিস অফ আসিসি নামক ইটালীয় এক ধর্মপ্রচারকের নাম থেকে, যিনি ছিলেন দারিদ্রতার প্রতীক এবং তিনি প্রকৃতি ভালবাসতেন৷
ছবি: Reuters
ফিশারম্যান’স রিং
মৎস্যজীবী সেন্ট পিটারের উত্তরসূরি হিসেবে পোপ প্রথম ফ্রান্সিসকে ‘ফিশারম্যান’স রিং’ পরিয়ে দেন ডিন অফ দ্য কলেজ অফ কার্ডিনালস আঙ্গেলো সোডানো৷ প্রত্যেক পোপ তাঁর নিজের পছন্দ অনুযায়ী আংটি পরেন৷
ছবি: Reuters
কার্ডিনালদের আনুগত্য
নতুন পোপের প্রতি আনুগত্য দেখান কার্ডিনালদের একটি প্রতিনিধি দল৷ এবার এটা একটা বিশেষ মুহূর্ত ছিল, কেননা আগের পোপ ষোড়শ বেনেডিক্ট এখনো জীবিত আছেন৷
ছবি: picture alliance/AP Photo
অনুসারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
প্রার্থনা শুরুর আধঘণ্টা আগে খোলা গাড়িতে করে পোপ সেন্ট পেটার্স চত্বরে জড়ো হওয়ায় অনুসারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন৷
ছবি: Reuters
সবাইকে অবাক করা
সেন্ট পেটার্স চত্বরে ঘোরার সময় হঠাৎ করে পোপ ফ্রান্সিস এক শিশুকে চুমু খেতে থেমে যান৷ গত কদিনে এভাবে প্রথা ভেঙে অনেক কাজই করেছেন পোপ যা অনেককে বিস্মিত করেছে৷
ছবি: picture-alliance/dpa
দুই লক্ষ অনুসারী
পোপকে সম্মান জানাতে সেন্ট পিটার্স চত্বরে হাজির ছিলেন প্রায় দুই লক্ষ অনুসারী৷ অনেকে পোপের ছবি সম্বলিত ব্যানারও নিয়ে এসেছিল৷
ছবি: Reuters
7 ছবি1 | 7
পোপ যখন তাঁর খোলা গাড়িতে চড়ে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ক্যাথিড্রালের সামনের চত্বরে হাজার হাজার ভক্তের সমাবেশে দর্শন দিচ্ছেন, তখন সুদূর আর্জেন্টিনা থেকে আসা এক অসমসাহসী সান লোরেঞ্জো ফ্যান পোপের দিকে একটি সান লোরেঞ্জোর জার্সি এগিয়ে দেয়৷ পোপ সেই জার্সি তুলে ধরে জনতাকে দেখান৷ পোপ নাকি সেন্ট পিটার্স চত্বরে সান লোরেঞ্জো ফ্যানদের ভিড় দেখলে থামস আপ সাইন দিয়ে থাকেন!
ভ্যাটিকানে পোপের অভিষেকের দৃশ্য সান লোরেঞ্জোর কর্মকর্তারাও দেখেছেন৷ কাজেই অভিষেকের পর পরই সান লোরেঞ্জো ক্লাবের তরফ থেকে পোপকে ক্লাবের একটি জার্সি পাঠানো হয়, যার ওপর লেখা ছিল: ‘‘পোপ ফ্রান্সিস৷ আমরা তাঁর জন্য প্রার্থনা করছি৷ তিনি যেন আমাদের জন্য প্রার্থনা করেন৷''
গত সোমবার স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখই পোপকে স্পেনের জাতীয় একাদশের একটি জার্সি দেন৷ জাতীয় দলের সব প্লেয়ার তা'তে স্বাক্ষর করেছে: বিশ্বকাপের আগে কিংবা পরে পোপের আশীর্বাদটি সংগ্রহ করে রাখার এর চাইতে ভালো পন্থা আর কি হতে পারে৷ ফুটবলে সুবর্ণ সুযোগ পেলেও ঐশ্বরিক করুণা ছাড়া বল যে গোলে ঢোকে না, তা সব ফুটবল প্লেয়ারই জানে৷
তবে পোপ ফ্রান্সিস এবার যার জার্সিটি পেলেন, তিনি আবার পোপের স্বদেশবাসী৷ তার ওপর সেই স্বদেশবাসী পর পর চারবার বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড় নির্বাচিত হয়েছেন৷ লিওনেল মেসি পোপকে নিজের জার্সি পাঠিয়েছেন এই লিখে: ‘‘অনেক ভালোবাসা সহ''৷
নিন্দুকে বলে, ফুটবল ফ্যান হিসেবে ঐ জার্সি গায়ে দেওয়াটা স্বয়ং পোপের পক্ষেও একটা রোমাঞ্চকর ব্যাপার৷