1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোপ ফ্রান্সিস সমকামী বিয়ের বিপক্ষে: ভ্যাটিকান

৩ নভেম্বর ২০২০

বিশ্বব্যাপী বিশপদের কাছে পাঠানো এক চিঠিতে সমকামী বিয়ের বিরোধিতা নিয়ে পোপ ফ্রান্সিসের অবস্থান আবারও নিশ্চিত করেছে ভ্যাটিকান৷ সমকামী বিয়ে সমর্থন নিয়ে পোপের মন্তব্যগুলো ব্যাপক সম্পাদনা করা হয় বলে চিঠিতে যুক্তি দেখানো হয়েছে৷

ছবি: Claudio Peri/ANSA/picture-alliance

ভ্যাটিকান জানিয়েছে, সিভিল ইউনিয়ন ল বা সমকামীদের এক ছাদের নিচে বাস করা নিয়ে পোপ ফ্রান্সিসের মন্তব্যগুলো প্রসঙ্গ উল্লেখ না করে উদ্ধৃত হয়েছে৷ জোর দিয়ে বলা হয়েছে, সমকামী বিয়ে নিয়ে পোপের মন্তব্য ক্যাথলিক চার্চের মতবাদের আলাদা কিছু নয়৷

পোপ ফ্রান্সিস সংবাদ শিরোনাম হন একথা বলে যে, সমকামীদের একটি পরিবারে থাকার অধিকার রয়েছে এবং সেই অধিকারের কথা মনে রেখেই সিভিল ইউনিয়ন আইন করা প্রয়োজন৷ তার জীবন নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ফ্রান্সেসকোতে তিনি একথা বলেন৷ ২১ অক্টোবর রোমের ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রথম দেখানো হয়৷

ভ্যাটিকানের চিঠিতে বলা হয়েছে, পরিবারের সদস্য হিসেবে সমকামীদের অধিকারের কথা বললেও পোপ ফ্রান্সিসের অবস্থান সমকামী বিয়ের বিপক্ষেই রয়েছে৷ আলাদা দুই সময়ে দুটি ভিন্ন প্রশ্নের উত্তর ওই প্রামাণ্যচিত্রে একসঙ্গে চালানোর ফলেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে৷

এনএস/কেএম (এপি, রয়টার্স)

গতবছরের ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ