1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোর্ট সইদ’এ দাঙ্গা

২৬ জানুয়ারি ২০১৩

মোবারক বিরোধী বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে বিক্ষোভ ও দাঙ্গার পর প্রেসিডেন্ট মুরসি শনিবার সকালে সকলের প্রতি শান্ত থাকার আবেদন করেছেন৷ ওদিকে পোর্ট সইদ’এ জ্বলেছে নতুন আগুন৷ নিহতের সংখ্যা ২৫ ছাড়িয়েছে ৷

A protester opposing Egyptian President Mohamed Mursi carries national flags while walking near flames from Molotov cocktails thrown by protesters during clashes with riot police at the front road of Maspero, the Egyptian Radio & Television Union Headquarters, near Tahrir Square in Cairo January 25, 2013. Thousands of opponents of Mursi massed in Cairo's Tahrir Square - the cradle of the revolt against Hosni Mubarak - to rekindle the demands of a revolution they say has been hijacked by Islamists who have betrayed its goals. REUTERS/Amr Abdallah Dalsh (EGYPT - Tags: ANNIVERSARY CIVIL UNREST POLITICS)
ছবি: Reuters

বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে প্রতিবাদ ও বিক্ষোভ প্রত্যাশা করা গেছিল ঠিকই, কিন্তু সেই সঙ্গে যুক্ত হল পোর্ট সইদ’এর ঘটনা৷ নয়তো মুরসির বিরুদ্ধে বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, তিনি বিপ্লবের লক্ষ্যগুলির প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন৷ মুরসি ও তাঁর মুসলিম ব্রাদারহুড দল ক্ষমতায় এসেছে ঐ বিপ্লবের কল্যাণেই৷ গণতন্ত্র, সংস্কার কি আধুনিকতার প্রশ্নে মিশরের মুসলিম সমাজে যে গভীর বিভাজন বর্তমান ছিল, সাম্প্রতিক ঘটনাবলীর ফলে সেটাই প্রত্যক্ষ হয়ে দাঁড়িয়েছে৷ সঙ্গে আছে অর্থনীতির দুরবস্থা: মিশরীয় মুদ্রার অধোগতি, বিদেশি পুঁজিবিনিয়োগ উধাও, পর্যটকরা মিশরে আসা কমিয়েছে, বেকারত্ব বাড়ছে৷

মিশরের প্রেসিডেন্ট মোহাম্মেদ মুরসিছবি: AP

কাজেই শুক্রবার তাহরির চত্বরে সেই পুরাতন দৃশ্যবলীর পুনরাবৃত্তি ঘটেছে: জনতা-পুলিশ সংঘর্ষ৷ অসন্তোষের তীব্রতা বোঝা যায় হতাহতের সংখ্যা থেকে: শুক্রবারের সংঘর্ষে সারা দেশে অন্তত সাতজন নিহত ও প্রায় ৫০০ জন আহত হয়েছে৷ সুয়েজে সামরিক বাহিনি নামাতে হয়েছে৷ রাজধানী কায়রোয় শুধু তাহরির স্কোয়ার ও তার আশেপাশেই নয়, ৬ই অক্টোবর সেতু এবং শহরের কেন্দ্রেও বিক্ষোভ ও অবরোধ চলেছে৷ মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেক্সান্দ্রিয়াতেও বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনির মধ্যে সংঘর্ষ ঘটেছে৷

অপরদিকে পোর্ট সইদ’এ আগুন জ্বলার কারণ হল এক বছর আগে এই শহরে ফুটবল মাঠের দাঙ্গায় ৭৪ জন মানুষের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের একাংশের বিরুদ্ধে মামালার রায় ঘোষণা৷ ৭০ জনের বেশি অভিযুক্তের মধ্যে ২১ জনের মৃত্যুদণ্ডের রায় দেয় কায়রোর একটি আদালত এই শুক্রবারেই, এবং টেলিভিশনে তা সরাসরি সম্প্রচার করা হয়৷ এর পর পোর্ট সইদ'এ ক্ষিপ্ত জনতা একটি কারাগার আক্রমণ করে, যেখানে কিছু অভিযুক্তকে বন্দি রাখা হয়েছে৷ দু’টি পুলিশ ফাঁড়িও আক্রান্ত হয়৷ আক্রমণকারীরা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্হার করে বলে প্রকাশ৷ দাঙ্গায় দু'জন পুলিশের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে৷ দৃশ্যত বিক্ষোভকারীদের তরফ থেকে পুলিশের দিকে গুলি চালানো হয়৷

শুক্রবার তাহরির চত্বরে সেই পুরাতন দৃশ্যবলীর পুনরাবৃত্তি ঘটেছেছবি: Reuters

ইসমাইলিয়া ও অন্যত্র মুসলিম ব্রাদারহুডের কার্যালয় আক্রান্ত হওয়া সত্ত্বেও মুরসির শাসকদল বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে সব ধরণের মুখোমুখি প্ররোচনা বাদ দেওয়ারই চেষ্টা করেছে৷ তারা তাদের নিজস্ব কোনো সমাবেশের আয়োজন করেনি৷ বরং তারা একটি নতুন দাতব্য ও সামাজিক উদ্যোগ ঘোষণা করেছে যার নাম হবে ‘‘একত্রে আমরা মিশর গড়ব''৷

এসি / এআই (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ