1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোর্শের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’, তোপের মুখে জার্মান অর্থমন্ত্রী

২৬ জুলাই ২০২২

জার্মান গাড়ি নির্মাতা কোম্পানি ‘পোর্শে'র প্রধান অলিভার ব্লুমের সঙ্গে কথিত আলাপের জেরে তোপের মুখে পড়েছেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার৷ বলা হচ্ছে, সরকারের ইলেকট্রিক ফুয়েল পলিসি নিয়ে তারা আলাপ করেছিলেন৷

জার্মান গাড়ি নির্মাতা কোম্পানি ‘পোর্শে'র প্রধানের সঙ্গে কথিত আলাপের জেরে তোপের মুখে  লিন্ডনার
জার্মান গাড়ি নির্মাতা কোম্পানি ‘পোর্শে'র প্রধানের সঙ্গে কথিত আলাপের জেরে তোপের মুখে লিন্ডনারছবি: Malte Ossowski/SvenSimon/picture alliance

জার্মানির পাবলিক ব্রডকাস্টার জেডডিএফ-এর নিউজ শো ‘ডি আনস্টাল্ট'-এ শুক্রবার পোর্শে প্রধানের একটি উক্তি প্রচারিত হয়৷ সেখানে তিনি গত জুন মাসে অর্থমন্ত্রী লিন্ডনারেরসঙ্গে সরকারের ই-ফুয়েল পলিসি নিয়ে একাধিক আলাপের প্রসঙ্গ উল্লেখ করেন৷ এই পলিসি বর্তমান জোট সরকার আগামীতে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে৷

‘‘ই-ফুয়েল যুক্ত করার জোট সরকারের পরিকল্পনায় আমরা বিরাট ভূমিকা রেখেছি,'' উক্তিটিতে উল্লেখ করা হয়৷ ‘‘আমরাই মূল চালিকাশক্তির ভূমিকা পালন করেছি৷ জোট সরকারের সঙ্গে আমাদের খুব নিবিড় যোগাযোগ আছে৷ ক্রিস্টিয়ান লিন্ডনার তো আমাকে গত কয়েকদিন ধরে ঘণ্টায় ঘণ্টায় আপডেট দিচ্ছিলেন, ‘‘যোগ করেন তিনি৷ 

গত ডিসেম্বরে জার্মানির নতুন জোট সরকার কাজ শুরু করে৷ এতে সামাজিক গণতন্ত্রী পার্টি ছাড়াও আছে পরিবেশবাদী সবুজ দলও ব্যবসা বান্ধব ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি বা এফডিপি৷

সরকার গঠনকালীন যেসব চুক্তি হয়, তাতে ২০৩৫ সাল নাগাদ ইউরোপীয় ইউনিয়ন থেকে পেট্রোল ও ডিজেলের গাড়িগুলো আস্তে আস্তে উঠিয়ে নেয়ার পরিকল্পনা ছিল৷ তারা ২০৩০ সাল নাগাদ জার্মানির রাস্তায় দেড় কোটি ইলেকট্রিক গাড়ি নামানোর পরিকল্পনাও করে৷

জার্মানির প্রথম কৃষ্ণাঙ্গ মন্ত্রী

01:45

This browser does not support the video element.

অর্থমন্ত্রী লিন্ডনার এফডিপির নেতা৷ তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পরে জবাবে বলা হয়, ই-ফুয়েল নিয়ে লিন্ডনারের অবস্থান নতুন কিছু নয়৷

‘‘গত জুনে তিনি ইইউর কমবাসন ইঞ্জিন তুলে নেয়ার পরিকল্পনা নিয়েও তিনি মন্তব্য করেন৷ তখন মি. ব্লুমের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বা কোনো প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়নি,'' টুইটার পোস্টে বলা হয়৷ 

তবে এফডিপির একজন মুখপাত্র পরে বলেন, গেল অক্টোবরে যখন জোট সরকারের দর কষাকষি চলছিল, তখন লিন্ডনারের সঙ্গে ব্লুমের খুব ছোট্ট একটা ফোনালাপ হয় এবং তাতে ই-ফুয়েল বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা হয়৷

পোর্শের পক্ষ থেকে রোববার ভেল্ট আম জনটাগ পত্রিকায় দেয়া বক্তব্যে বলা হয়, পোর্শে প্রধান বাড়িয়ে বলেছেন৷ ব্লুমে নিজেও বিল্ড পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন৷ বলেছেন যে, তিনি ঘটনাটি বলতে গিয়ে ‘ভুল শব্দ' ব্যবহার করেছেন৷

গত এপ্রিল মাসে, পোর্শে তাদের ই-ফুয়েল প্রযুক্তি উন্নয়নে সাড়ে সাত কোটি ডলার বিনিয়োগ করেছে৷ ব্লুমে আগামী সেপ্টেম্বর থেকে ফক্সভাগেন গ্রুপের সিইওর দায়িত্ব নিতে যাচ্ছেন৷

ই-ফুয়েলকে জীবাশ্ম জ্বালানির টেকসই বিকল্প হিসেবে ধরা হয়৷ কমবাসন ইঞ্জিনগুলোতে জ্বালানি তেলের পরিবর্তে এটি ব্যবহারযোগ্য এবং এই বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস, যেমন, পানি ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে তৈরি করা হয়৷

জেডএ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ