1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোলিশ প্রেসিডেন্টের মরদেহ দেশে নিয়ে যাওয়া হয়েছে

১১ এপ্রিল ২০১০

শনিবার রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত পোলিশ প্রেসিডেন্ট লেখ কাচিন্সকির মরদেহ কিছুক্ষণ আগে পোল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে৷ এদিকে পুরো পোল্যান্ড জুড়ে এখন চলছে শোক পালন৷

মরদেহ বিমান থেকে নামানো হলোছবি: AP

একসঙ্গে এতোজন শীর্ষস্থানীয় নাগরিকের মৃত্যুতে সাধারণ পোলিশরা যেন কিছু বুঝে উঠতে পারছেননা৷ গির্জায় গির্জায় চলছে প্রার্থনা৷ কেউ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আর কেউ জ্বালাচ্ছেন মোমবাতি৷ এরই মধ্যে স্থানীয় সময় মধ্যদুপুরে দু'মিনিটের জন্য পুরো পোল্যান্ডে নেমে আসে নিস্তব্ধতা৷ শোক পালনের অংশ হিসেবে দুপুর ১২ টা থেকে দুই মিনিট পর্যন্ত যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে নিরবতা পালন করেন৷ চলন্ত গাড়ীগুলো থেমে যায় ১২টা বাজার সঙ্গে সঙ্গে৷ রাজধানী ওয়ারশ'র অনেক অধিবাসী তাঁদের বাড়ির ছাদে উড়িয়েছেন কালো ব্যান্ডে মোড়ানো সাদা-লাল পোলিশ পতাকা৷

দিনভর এমন শোক পালনের পর বিকালে ওয়ারশ এসে পৌঁছে কাচিন্সকির মরদেহ৷ বিমানবন্দরেই তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরিবারের সদস্যরা৷ এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট প্রাসাদে৷ যেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন হাজার হাজার জনগণ৷

রাশিয়ার প্রধানমন্ত্রী পুটিন শেষ শ্রদ্ধা জানাচ্ছেনছবি: AP

এর আগে স্মোলেন্সক বিমানবন্দরে মরদেহ বিমানে তোলার আগে শেষ শ্রদ্ধা নিবেদন করেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিন৷

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করে যাচ্ছেন রাশিয়ার কর্মকর্তারা৷ সঙ্গে রয়েছেন পোলিশরাও৷ মোট ১১ জন পোলিশ কর্মকর্তা দুর্ঘটনাস্থলে রুশ কর্মকর্তাদের সঙ্গে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে৷ রাশিয়ার প্রধান তদন্ত কর্মকর্তা বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছেন, বিমানটিতে কোনো যান্ত্রিক গোলযোগ ছিলনা৷ উল্লেখ্য, এর আগে এই যান্ত্রিক গোলযোগকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছিল৷ ঐ কর্মকর্তা ইন্টারফ্যাক্সকে আরো বলেছেন যে, খারাপ আবহাওয়া সম্পর্কে বারবার অবহিত করার পরও পাইলট অবতরণের চেষ্টা করেছিলেন৷ বিমানটির ‘ভয়েস রেকর্ডার' পরীক্ষা করে এমন তথ্য পাওয়া গেছে বলে তিনি দাবি করছেন৷

পোলিশ প্রেসিডেন্টের শেষকৃত্যের দিন জার্মানিতে শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে জার্মান সরকার৷ সেদিন সরকারি সব কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ তবে শেষকৃত্যের দিন এখনো ঠিক করা হয়নি৷ চেক প্রজাতন্ত্রও সেদিন শোক দিবস পালন করবে বলে জানা গেছে৷ এদিকে আগামীকাল সোমবার রাশিয়া ও ইউক্রেনে শোক দিবস পালন করা হবে৷

প্রতিবেদন : জাহিদুল হক

সম্পাদনা : রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ