1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোল্যান্ডে হলোকস্ট বিল পাস!

১ ফেব্রুয়ারি ২০১৮

১৯৩৯ সালে পোল্যান্ড দখলের পর সেখানে নাৎসি জার্মানির গড়ে তোলা কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোর সঙ্গে পোল্যান্ডের নাম জড়ানো হলে হলোকস্ট আইনে তা অপরাধ বলে বিবেচিত হবে৷ বৃহস্পতিবার দেশটির সেনেট এ সংক্রান্ত একটি বিল পাস করে৷

ছবি: picture-alliance/PAP/R. Pietruszka

এর আগে গত সপ্তাহে পোল্যান্ডের সংসদের নিম্নকক্ষে বিলটি পাস হয়৷ এখন প্রেসিডেন্ট আনজেই ডুডাকে আগামী ২১ দিনের মধ্যে সই করে এই বিলকে আইনে পরিণত করতে হবে, নয়তো ভেটো দিতে হবে৷ তবে প্রেসিডেন্ট ইতিমধ্যে বিলের পক্ষে তাঁর মত প্রকাশ করেছেন৷

হলোকস্ট বিলে বলা হয়েছে, দখলকৃত পোল্যান্ডে নাৎসি জার্মানির তৈরি কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোকে ‘পোলিশ ডেথ ক্যাম্প' বলে কেউ উল্লেখ করলে তাঁকে জরিমানা কিংবা সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড দেয়া হবে৷ জার্মানির তৃতীয় রাইখ সরকারের চালানো নির্যাতনের সঙ্গে পোল্যান্ডের জড়িত থাকার অভিযোগও অবৈধ বলে বিবেচিত হবে৷

ঐতিহাসিক অনেক ভুলের প্রেক্ষিতে পোল্যান্ডের ভাবমূর্তি রক্ষায় এই আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার৷ তবে যুদ্ধ নিয়ে কাজ করা গবেষকরা এই আইনের আওতায় পড়বেন না বলে জানানো হয়েছে৷

Bundestag commemorates Holocaust

02:53

This browser does not support the video element.

এর আগে বিলটি পাস না করতে পোল্যান্ডের সেনেটের প্রতি আহ্বান জানিয়েছিল ইসরায়েল৷ বিশেষ করে আইনের একটি ধারার প্রতি আপত্তি ছিল তাদের৷ ঐ ধারায় নাৎসি জার্মানির ইহুদি নিধনের সঙ্গে পোল্যান্ডের জড়িত থাকার বিষয়টি এড়ানোর চেষ্টা করা হয়েছে, বলে অভিযোগ ইসরায়েলের৷

যুক্তরাষ্ট্রও বিলের ব্যাপারে তাদের উদ্বেগ জানিয়েছিল৷ বিলটি সেনেটে উত্থাপিত হওয়ার আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নাওয়ার্ট বলেছিলেন, ‘‘বিলটি আইনে পরিণত হলে তা বাক স্বাধীনতা ও অ্যাকাডেমিক ডিসকোর্সকে ক্ষতিগ্রস্ত করতে পারে৷'' এছাড়া পোল্যান্ডের কৌশলগত স্বার্থ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে পোল্যান্ডের সম্পর্কের ক্ষেত্রে এই আইনের প্রতিক্রিয়া কেমন হতে পারে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি৷

উল্লেখ্য, ১৯৩৯ সালের সেপ্টেম্বর থেকে ১৯৪৫ সাল পর্যন্ত  নাৎসি জার্মানির দখলে ছিল পোল্যান্ড৷ সেই সময় পোল্যান্ডের প্রায় ১৯ লক্ষ নাগরিককে হত্যা করা হয়েছিল৷ এছাড়া দেশটিতে থাকা প্রায় ৩২ লক্ষ ইহুদির মধ্যে মাত্র তিন লক্ষ ৮০ হাজার জন সেই সময় প্রাণে বাঁচতে পেরেছিলেন বলে জানিয়েছে ইসরায়েলের হলোকস্ট মেমোরিয়াল ইয়াদ ভাসেম৷

পোল্যান্ডের হলোকস্ট বিলেরও বিরোধিতা করেছে ইয়াদ ভাসেম৷ তারা বলছে, এই বিল ‘‘হলোকস্টের সময় জার্মানরা পোল্যান্ডের নাগরিকদের কাছ থেকে যে সহায়তা পেয়েছিল, সেই ঐতিহাসিক সত্যকে অস্পষ্ট করার জন্য দায়ী৷'' তবে নাৎসিদের তৈরি ক্যাম্পগুলোকে ‘পোলিশ' বলাটাও ‘ইতিহাসকে ভুলভাবে উত্থাপন' বলে মনে করে ইয়াদ ভাসেম৷ 

জেডএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ