ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের নিয়ে ক্রমবর্ধমান অচলাবস্থার মধ্যে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে এ নিয়ে অন্তত নয় জনের মৃত্যু ঘটলো৷ এদিকে, রাশিয়ার 'আশা' দ্বন্দ্ব নিরসনে বেলারুশের সঙ্গে কথা বলবে জার্মানি৷
বিজ্ঞাপন
পোলিশ পুলিশ শনিবার জানিয়েছে যে বেলারুশ সীমান্তের কাছে একটি জঙ্গলে সিরিয়ার এক যুবকের মরদেহ পাওয়া গেছে৷ ইউরোপীয় ইউনিয়নের পূর্ব সীমান্তে রাজনৈতিক অচলাবস্থার সবশেষ শিকার তিনি৷
কর্তৃপক্ষ জানিয়েছে, এই মরদেহ একদিন আগে ওলকা তেরেচওস্কা গ্রামের কাছে পাওয়া গিয়েছিল৷ মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি৷
এর আগে বৃহস্পতিবার বেলারুশ-ইইউ সীমান্তে ১৪ বছর বয়সি একটি কুর্দি বালক হাইপোথার্মিয়ায় মারা যায়৷ এই দুই মৃত্যুর ফলে পোলিশ সীমান্তে আটকা পড়ে অভিবাসীদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো অন্তত নয়জনে৷
ইইউ কর্তৃপক্ষের অভিযোগ বেলারুশ সরকারই কয়েক মাস ধরে ইইউভুক্ত রাষ্ট্র পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাটভিয়ার সীমান্তে অভিবাসীদের ঠেলে দিচ্ছে৷
অচলাবস্থায় সংকটে অভিবাসীরা
ডয়চে ভেলের প্রতিবেদক মেরিনা স্ট্রস জানিয়েছেন, সীমান্তের কাছের এলাকাটি ‘‘বিশাল বনের মতো... সেখানে জলাভূমি আছে, নেকড়ের মতো বন্য প্রাণী আছে৷ এই অঞ্চলে, বিশেষ করে রাতে, হিমশীতল ঠান্ডা৷ ফলে যারা সেখানে পথ খোঁজার চেষ্টা করছে তাদের পরিস্থিতি কেমন তা সহজেই কল্পনা করা যায়৷''
অভিবাসনপ্রত্যাশী ঢলের জন্য পুটিনের সমালোচনা
পোল্যান্ড সীমান্ত পার হয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টায় বেলারুশ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীরা জড়ো হয়েছেন৷ এটি রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের পরিকল্পনা বলে অভিযোগ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাটেওশ মোরাভিয়েৎস্কি৷
ছবি: Polish Defence Ministry/REUTERS
অভিবাসনপ্রত্যাশীদের ঢল
পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ঢল নেমেছে৷ তাদের বেশিরভাগই এসেছেন মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও আফগানিস্তান থেকে৷
ছবি: Polish Defence Ministry/REUTERS
অভিযোগ
ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, অভিবাসনপ্রত্যাশীদের বেলারুশে আসতে উৎসাহ জুগিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো৷ কারণ বেলারুশের মানবাধিকার পরিস্থিতি খারাপ হওয়ায় সে দেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ৷ সেজন্য লুকাশেঙ্কো অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে পাঠাতে চাইছেন বলে অভিযোগ ইইউর৷
ছবি: Maxim Guchek/BelTA Pool Photo via AP/picture alliance
পরিকল্পনাকারী পুটিন?
বেলারুশের প্রধান সমর্থক রাশিয়া৷ তাই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন লুকাশেঙ্কোকে দিয়ে ইউরোপ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ঢল নামিয়েছেন বলে মঙ্গলবার অভিযোগ করেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাটেওশ মোরাভিয়েৎস্কি৷ সংসদে তিনি বলেন, ‘‘লুকাশেঙ্কো যে ‘হামলা’ চালিয়েছেন তার মূল পরিকল্পনাকারী মস্কোতে আছেন, পরিকল্পক হচ্ছেন প্রেসিডেন্ট পুটিন৷’’
ছবি: Mikhail Metzel/Sputnik/REUTERS
পুটিনকে ম্যার্কেলের ফোন
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বুধবার রুশ প্রেসিডেন্ট পুটিনকে ফোন করে সমস্যার সমাধান করতে বেলারুশের উপর চাপ দেয়ার আহ্বান জানান৷ তিনি সীমান্তে বিরাজমান পরিস্থিতিকে অমানবিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন৷
ছবি: Sergei Guneyev/SPUTNIK/AFP/Getty Images
জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
লুকাশেঙ্কো ‘বিবেকবর্জিতভাবে’ অভিবাসনপ্রত্যাশীদের পোল্যান্ড সীমান্তে পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছে জার্মানি৷ বেলারুশের উপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে দেশটি৷ পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেন, ‘‘লুকাশেঙ্কোর বুঝতে হবে যে, তার হিসাব কাজ করছে না৷ ইউরোপীয় ইউনিয়নকে ব্ল্যাকমেইল করা যায় না৷’’
ছবি: Getty Images/AFP/T.A. Clary
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
মধ্যপ্রাচ্যে পশ্চিমা বিশ্বের সামরিক ‘অ্যাডভেঞ্চারের’ কারণে মানুষ দেশ ছাড়ছে বলে অভিযোগ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ৷ তিনি বলেন, তুরস্ক থেকে অভিবাসনপ্রত্যাশীরা যেন ইউরোপে ঢুকতে না পারে সেজন্য তুরস্ককে অর্থ সহায়তা দিচ্ছে ইউরোপ৷ বেলারুশ কেন সেটা পাবে না সেই প্রশ্ন তোলেন লাভরভ৷
ইইউর কূটনীতিকরা এএফপি ও রয়টার্সকে জানিয়েছেন বেলারুশের উপর আরও নিষেধাজ্ঞার পরিকল্পনা করা হচ্ছে৷ এবার বেলারুশের পররাষ্ট্রমন্ত্রীসহ ৩০ ব্যক্তি ও সংস্থা নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে৷
ছবি: GRODNO REGION via REUTERS
সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে পোল্যান্ড
পোল্যান্ড ও বেলারুশ জানিয়েছে, প্রায় তিন থেকে চার হাজার অভিবাসনপ্রত্যাশী পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করছে৷ তারা যেন সফল না হয় সেজন্য সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়ে ১৫ হাজার করা হয়েছে বলে জানিয়েছেন পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিওশ বোয়াশচাক৷
ছবি: Leonid Shcheglov/BELTA/AFP/Getty Images
প্রচণ্ড ঠাণ্ডা
অভিবাসনপ্রত্যাশীরা এখন যেখানে আছেন সেখানে তাপমাত্রা রাতে শূন্যের নীচে চলে যায়৷ এই অবস্থায় আগুন ধরিয়ে ঠাণ্ডার সঙ্গে লড়াইয়ের চেষ্টা করছেন তারা৷
ছবি: Leonid Shcheglov/BelTA/AP/dpa/picture alliance
বেশিরভাগই কুর্দি?
বেলারুশের বর্ডার গার্ড জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই কুর্দি৷ তাদের শারীরিক ও মানসিক অবস্থা খুবই খারাপ বলে জানিয়েছে তারা৷ এছাড়া অনেক গর্ভবতী নারী ও নবজাতকও আছেন বলে জানানো হয়েছে৷
ছবি: Leonid Scheglov/BelTA/REUTERS
10 ছবি1 | 10
স্থানীয় অ্যাক্টিভিস্ট স্ট্রসকে জানিয়েছেন যে আগের রাতেই তারা শিশুসহ ১০ জনকে 'খুব খারাপ অবস্থায়' দেখতে পেয়েছেন৷
২০২০ সালের বিতর্কিত নির্বাচন এবং প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সরকারের ভিন্নমতের বিরুদ্ধে সহিংস দমন-পীড়নের পরিপ্রেক্ষিতে ইইউ বেশ কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিল৷ ইউরোপের বেশ কিছু রাষ্ট্রই অভিযোগ করেছে, এর প্রতিশোধ নিতেই অভিবাসীদের ‘অস্ত্র' হিসাবে ব্যবহার করছে বেলারুশ৷
পোলিশ সীমান্তে তিন থেকে চার হাজার অভিবাসী সব সময়ই অবস্থান করছেন৷ কিন্তু অনেক অভিবাসী বেলারুশের মধ্য দিয়ে সহজে ইউরোপে আসার উপায় দেখতে পেয়ে আরো দলে দলে পোল্যান্ড সীমান্তে জড়ো হচ্ছেন৷
এই পরিস্থিতি ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ নতুন অভিবাসন রুট বন্ধে সীমান্তে শক্তি বাড়াতে বাধ্য হয়েছে৷
শনিবার সম্প্রচারিত একটি টেলিভিশন সাক্ষাৎকারে পুটিন বলেন, ‘‘আমি যা বুঝতে পেরেছি, আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং (জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা) ম্যার্কেল একে অপরের সঙ্গে কথা বলতে প্রস্তুত৷''
‘‘আমি আশা করি এটা অদূর ভবিষ্যতে ঘটবে - এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ৷''
তবে পুটিন অভিবাসী সংকটের জন্য আবারও পশ্চিমকেই দোষারোপ করেছেন৷ তিনি বলেন, ‘‘মধ্যপ্রাচ্যে পশ্চিমা নীতির কারণেই অভিবাসীরা ইউরোপে যেতে চাচ্ছে৷''
অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশে বাধার দেয়াল
অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে সীমান্তে দুর্ভেদ্য দেয়াল তুলছে তুরস্ক৷ প্রাচীর নির্মাণ শেষ করেছে গ্রিস৷ বেলারুশ হয়ে আসা অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে লিথুয়ানিয়া, পোল্যান্ডও সীমান্তে দেয়াল তোলার উদ্যোগ নিয়েছে৷
ছবি: Ozkan Bilgin/AA/picture alliance
ইরান সীমান্তে তুরস্কের প্রাচীর
পাহাড় ডিঙ্গিয়ে, বিপদসঙ্কুল পথ পেরিয়ে ইরান হয়ে তুরস্কে প্রবেশের চেষ্টা করেন এশিয়া থেকে আসা ইউরোপে অভিবাসনপ্রত্যাশীরা৷ তাদেরকে বাধা দিতে ইরানের সঙ্গে ৫৩৪ কিলোমিটার সীমান্তে তিন মিটার উঁচু দেয়াল তুলছে তুরস্ক৷ এরইমধ্যে শেষ হয়েছে ১৫৬ কিলোমিটারের নির্মাণ৷ আরো ৬৪ কিলোমিটার যোগ হবে চলতি বছরের শেষ নাগাদ৷
ছবি: Ozkan Bilgin/AA/picture alliance
আফগান শরণার্থী ঠেকাতে তোড়জোড়
এই পথে পায়ে হেঁটে আসা অভিবাসনপ্রত্যাশীদের একটি বড় অংশ আফগানিস্তানের নাগরিক৷ সরকারি হিসাবে এক লাখ ৮২ হাজার আফগান রয়েছেন তুরস্কে৷ অনিবন্ধিতের সংখ্যা আরো প্রায় এক লাখ ২০ হাজার৷ তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর অনিয়মিত এই অভিবাসন আরো বাড়ার শঙ্কা তৈরি হয়েছে৷ সেক্ষেত্রে দেয়াল তুলেই তাদের বাধা দেয়ার পরিকল্পনা তুরস্কের।
ছবি: Mesut Varol/AA/picture alliance
দুর্ভেদ্য সীমান্ত!
তুরস্কের ইরান সীমান্তবর্তী ভ্যান প্রদেশের গভর্নর রয়টার্সকে বলেন, ‘‘আমরা গোটা পৃথিবীকে দেখাতে চাই যে আমাদের সীমান্ত অতিক্রম করা অসম্ভব৷’’ তালেবান আফগানিস্তান দখলের পর তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর দেয়ালের কাজ পরিদর্শনে যান৷ তিনি বলেন, ‘‘আমরা থার্মাল ইমেজিংসহ অন্ধকারে কাজ করতে সক্ষম এমন যন্ত্রপাতি সজ্জিত এক হাজার নজরদারি যান দিয়ে কাজ করছি৷’’
ছবি: Ozkan Bilgin/AA/picture alliance
৮০ দিনের পদযাত্রা
এরপরও কেউ কেউ ঝুঁকিপূর্ণ উপায়ে এই পথে তুরস্কে প্রবেশ করছেন৷ গত ২১ আগস্ট ভ্যান শহরে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী৷ তাদের বেশিরভাগই আফগান নাগরিক। গ্রেপ্তারকৃতদের একজন ২০ বছর বয়সি জায়নুল্লাহ জানান, ৮০ দিন পায়ে হেঁটে তিনি তুরস্ক সীমান্তে পৌঁছান৷
ছবি: Mesut Varol/AA/picture alliance
গ্রিসের সীমান্ত প্রাচীর
তুরস্কের বাধা পেরিয়ে কেউ গ্রিস সীমান্তে এলে তাকে আরেক দেয়ালের মুখোমুখি হতে হবে৷ ৪০ কিলোমিটার বিস্তৃত এই প্রাচীরের নির্মাণ কাজ সম্প্রতি সম্পন্ন করেছে গ্রিস সরকার৷ একে হাইটেক ওয়াল হিসেবে অভিহিত করে কর্তৃপক্ষ বলছে দেয়ালটিতে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থাপনা প্রযুক্তি যুক্ত করা হয়েছে৷
ছবি: Sakis Mitrolidis/AFP
গ্রিসের নিরাপদ সীমান্ত!
দেয়াল নির্মাণে গ্রিসের তোড়জোড়েরও বড় কারণ আফগান শরণার্থী স্রোতের আশঙ্কা৷ ছয় বছর আগে সিরিয়া থেকে আসা শরণার্থী ঢলকে ইঙ্গিত করে দেশটির অভিবাসনমন্ত্রী নটিস মিটারাখি বলেছের, গ্রিসকে তারা ইউরোপের অনিয়মিত অভিবাসনের প্রবেশ দুয়ার হিসেবে আর ব্যবহার করতে দেবেন না৷ দেশটির নাগরিক সুরক্ষামন্ত্রী মিখালিস ক্রিসকোডিস আশা করছেন, দেয়াল নির্মাণের ফলে গ্রিস এখন ‘নিরাপদ ও অনতিক্রম্য৷
ছবি: Sakis Mitrolidis/AFP
দেয়াল তুলছে পোল্যান্ডও
পূর্ব ইউরোপ হয়ে আসা অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে উদ্যোগ নিচ্ছে পোল্যান্ড৷ ২৩ আগস্ট দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেলারুশ সীমান্ত জুড়ে দেয়াল তোলার ঘোষণা দেন, যার উচ্চতা হবে আড়াই মিটার বা আট দশমিক দুই ফুট। নজরদারি বাড়াতে সীমান্তরক্ষীর সংখ্যা দ্বিগুণ করা হবে বলেও জানান তিনি৷ ছবিতে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে এখনকার কাঁটাতারের বেষ্টনী দেখা যাচ্ছে৷
ছবি: Kacper Pempel/REUTERS
লিথুয়ানিয়ার ৫০০ কিলোমিটার প্রাচীর
লিথুয়ানিয়া জানিয়েছে, তারাও বেলারুশ সীমান্তে ৫০৮ কিলোমিটার বিস্তৃত দেয়াল তুলবে৷ তিন মিটার বা দশ ফুট উচ্চতার এই বাধা নির্মাণে ব্যয় হবে ১৫ কোটি ইউরোর বেশি৷ কাজ শেষ হবে আগামী বছরের সেপ্টেম্বরে৷ ছবিতে লিথুয়ানিয়ার একটি ক্যাম্পে অবস্থানরত শরণার্থীদের দেখা যাচ্ছে৷
ছবি: Mindaugas Kulbis/AP/picture alliance
লুকাশেঙ্কোর প্রতিশোধ!
লিথুয়ানিয়া জানিয়েছে, চলতি বছর ৪১৪১ জন অভিবাসনপ্রত্যাশী বেলারুশ অতিক্রম করে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছেন, যেখানে আগের বছর এই সংখ্যা ছিল মাত্র ৭৪৷ একই পরিস্থিতি লাটভিয়া ও পোল্যান্ডেরও৷ তাদের অভিযোগ অভিবাসনপ্রত্যাশীদের প্রতিবেশী দেশগুলোতে ঠেলে দিচ্ছে বেলারুশ৷ ইইউর অবরোধের জেরে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো নিজেও জানিয়েছেন তার দেশ আর ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের সীমান্ত অতিক্রমে বাধা দেবে না।
ছবি: Sergei Grits/AP Photo/picture alliance
9 ছবি1 | 9
তিনি বলেন, ‘‘আমাদের ভুলে যাওয়া উচিত নয় অভিবাসীদের এই সংকট কোথা থেকে এসেছে৷ বেলারুশ কি এই সমস্যার কারণ? নাকি অন্য কিছু? না, এই পরিস্থিতি ইউরোপীয় দেশগুলোসহ পশ্চিমা দেশগুলো নিজেরাই তৈরি করেছে৷ এই সংকট রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক৷''
যুক্তরাষ্ট্রের 'উদ্বেগ'
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বেলারুশ-পোলিশ সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷
হোয়াইট হাউসে বাইডেন সাংবাদিকদের বলেন, ‘‘আমরা আমাদের উদ্বেগের কথা রাশিয়াকে জানিয়েছি, আমরা আমাদের উদ্বেগের কথা বেলারুশকেও জানিয়েছি৷''
মস্কো লুকাশেঙ্কোকে সমর্থন দিয়ে আসছে, কিন্তু বর্তমান সংকটে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে৷
২০১৫ সালে ১০ লাখেরও বেশি অভিবাসী ইইউতে আশ্রয়ের আবেদন করেছিল৷ সেই সংকটের পুনরাবৃত্তি এড়াতে চায় ইইউ৷ ব্রাসেলস এখন লুকাশেঙ্কোর বিরুদ্ধে নতুন পদক্ষেপের কথা ভাবছে৷
বিমান চলাচলে নতুন নিষেধাজ্ঞা
তুরস্ক ২০১৫ সালের সংকটের পর সব মিলিয়ে এক লাখের বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে৷ শুক্রবার ইরাকি, সিরিয়ান এবং ইয়েমেনিদের বেলারুশগামী ফ্লাইটে ওঠার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক৷
ইইউ কর্মকর্তারা তুরস্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷